Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আরাধন, আরাধনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আরাধন, আরাধনা এর বাংলা অর্থ হলো -

(p. 104) ārādhana, ārādhanā বি. 1 উপাসনা, পূজা (দেবতার আরাধনা); 2 প্রার্থনা।
[সং. আ + √রাধ্ + অন, + আ]।
আরাধনীয় বিণ. উপাসনার যোগ্য।
আরাধিত বিণ. আরাধনা বা পূজা করা হয়েছে এমন।
আরাধ্য বিণ. পূজার যোগ্য, আরাধনীয়।
আরাধ্য-মান বিণ. পূজিত হচ্ছে এমন।
19)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আজা
(p. 85) ājā বি. মাতামহ, মায়ের বাবা। [সং. আর্যক]। স্ত্রী. আজি, আজিমা। 32)
আগুয়ান, আগুসার
(p. 82) āguẏāna, āgusāra দ্র আগু। 65)
আলুর দোষ, আলু-দোষ
(p. 106) ālura dōṣa, ālu-dōṣa বি. (আশি.) মেয়েদের প্রতি পুরুষের মাত্রাতিরিক্ত ও অশোভন আসক্তি। 49)
আ মর
(p. 101) ā mara অব্য. মরণ হোক এই উক্তি; বিরক্তি ক্রোধ ব্যঙ্গ ইত্যাদি সূচক ধ্বনি (আ মর, আমি তার কী জানি)। [বাংআ3 + মর]। 18)
আইস-ক্রিম
(p. 77) āisa-krima বি. বরফ-দেওয়া মিঠাইবিশেষ; দুধ, সর, চিনি, বরফ প্রভৃতি সহযোগে প্রস্তুত মিঠাই। [ইং. ice cream]। 19)
আয়ুষ্মতী
(p. 103) āẏuṣmatī দ্র আয়ুষ্মান। 22)
আকলন
(p. 81) ākalana বি. 1 গ্রহন; সংগ্রহ; 2 গহনা, হিসাব করা, 3 পরিধান; 4 আকাঙ্ক্ষা; 5 আকর্ষণ। [সং. আ + √ কলি + অন]। 5)
আবির,
(p. 99) ābira, (বর্জি.) আবীর বি. 1 ফাগ; রং-মেশানো অভ্রের চূর্ণ; 2 আবিরের রং (আকাশে আবির)। [সং. অভ্র; হি. আবীর]। আবির খেলা ক্রি. বি. (সচ. হোলি-উত্সবে) পরস্পরের দেহে আবির দেওয়া। 17)
আসর
(p. 108) āsara বি. সভা, মজলিশ, বৈঠক (কুন্তির আসর, সাহিত্যের আসর, গানের আসর)। [ফা.] আসর গরম করা ক্রি. বি. সভা মজলিশ জমিয়ে তোলা, সভায় উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমানো (বা জাঁকানো), আসর মাতানো ক্রি. বি. কথাবার্তা বা ভাবভঙ্গির দ্বারা নিজেকে সভার প্রধান আকর্ষণ হিসাবে প্রতিপন্ন করা। আসরে নামা ক্রি. বি. কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া, কাজে নামা, যোগ দেওয়া। 57)
আপীল-আপিল
(p. 97) āpīla-āpila এর বর্জি বানান। 13)
আঁতেল
(p. 80) ān̐tēla বিণ. বি. (ব্যঙ্গে) পণ্ডিত, বিদ্বান, বুদ্ধিজীবীর ধরনধারণবিশিষ্ট (ব্যক্তি)। [ফ. ঁতেলেক্তুয়াল (intellectual - এর অপভ্রংশ, কিংবা ইং. intellectual - এর ফরাসিভঙ্গিম উচ্চারণ থেকে]। 4)
আসঞ্জন
(p. 108) āsañjana বি. 1 আসক্তি, আসঙ্গ; 2 এঁটে থাকার ভাব, আঠালো ভাব; 3 সংযোগ। [সং. আ + √ সনজ্ + অন]। 49)
আর-দালি
(p. 104) āra-dāli বি. অফিস কাছারি ইত্যাদি প্রতিষ্ঠানের বেয়ারা, পরিচারক বা পিয়ন; চাপরাশি। [ইং. orderly]। 6)
আকালিক
(p. 81) ākālika বিণ. 1 অকালে বা অসময়ে উত্পন্ন; 2 তাড়াতাড়ি বিনষ়্ট হয় এমন। [সং. অকাল + ইক]। 19)
আয়াত1
(p. 103) āẏāta1 বিণ. আগত (যাতায়াত)। [সং. আ + √যা + ত]। 6)
আপরাহ্নিক
(p. 95) āparāhnika বিণ. বৈকালিক, বিকাল বেলার, বিকালে ঘটে এমন (আপরাহ্নিক ভ্রমণ)। [সং. অপরাহ্ন + ইক]। 50)
আনায়
(p. 94) ānāẏa বি. ফাঁদ ('আনায়-মাঝারে বাঘে পাইলে কি কভু': মধু); জাল। [সং. আ + √ নী + অ]। 22)
আফসানো
(p. 97) āphasānō ক্রি. 1 আস্ফালন করা; 2 বিফল হয়ে খেদ বা ক্রোধ প্রকাশ করা। [বাং. √ আফসা + আনো]। আফসানি বি. আস্ফালন; আপশোস। 29)
আতালি
(p. 89) ātāli বি. মাচা; ভারা। [দেশি]। 4)
আবৃত্ত
(p. 99) ābṛtta বিণ. 1 আবর্তন করা বা ঘোরানো হয়েছে এমন; 2 পুনঃপুনঃ পড়া হয়েছে এমন; 3 প্রত্যাগত, ফিরে এসেছে এমন, পুনরায় আগত। [সং. আ + ̃বৃত + ত]। ̃ .চক্ষু বিণ. ভিতরের দিকে চোখ ফিরিয়ে নিয়েছে এমন। আবৃত দশমিক বি. recurring decimal (পরি.)। 25)
Adbid3 Bangla Font
Adbid3
Download
View Count : 3970
Lipi Chameli Bangla Font
Lipi Chameli
Download
View Count : 5128
Lipi Palash Bangla Font
Lipi Palash
Download
View Count : 3368
Century Schoolbook Bangla Font
Century Schoolbook
Download
View Count : 3391
Lipi Ekushey Bangla Font
Lipi Ekushey
Download
View Count : 13004
Lipi Dopati Bangla Font
Lipi Dopati
Download
View Count : 2833

ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন