Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উরমাল, উরুমাল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উরমাল, উরুমাল এর বাংলা অর্থ হলো -

(p. 133) uramāla, urumāla বি. 1 রুমাল; 2 ঘোড়ার ঊরুতে বা পায়ে বাঁধা হয় এমন ঊরুত্রাণ।
[ফা. রুমাল: হি. উরমাল]।
142)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উপ-দর্শক
(p. 132) upa-darśaka বি. 1 পথপ্রদর্শক, যে (ব্যক্তি) পথ দেখায়; 2 দ্বারপাল, দ্বাররক্ষক। [সং. উপ + √ দৃশ্ + ণিচ্ + অক]; 3 প্রত্যক্ষ সাক্ষী, eye-witness. [সং. উপ + √ দৃশ্ + অক]। 6)
উখড়া
(p. 119) ukhaḍ়ā ক্রি. উত্পাতিত করা, উপড়ানো। [ সং. উত্ + √ খন্, কিংবা উত্ + √ ঘট্]। ̃ নো বি. উত্পাটন, উন্মূলন। ক্রি. উপড়ে ফেলা। বিণ. উপড়ে ফেলা হয়েছে এমন। 17)
উত্-কর্ষ
(p. 119) ut-karṣa বি. 1 উত্কৃষ্টতা, ভালোত্ব (রুচির উত্কর্ষ); 2 শ্রেষ্ঠতা; 3 উন্নতি, বৃদ্ধি। [সং. উত্ + √ কৃষ্ + অ]। বিণ. উত্-কৃষ্ট। 109)
উত্তেজক
(p. 125) uttējaka দ্র উত্তেজনা। 28)
উদ্-গিরণ, উদ্গিরণ
(p. 126) ud-giraṇa, udgiraṇa বি. ঢেকুর তোলা; বমি করা; নিঃসারণ, নির্গমন (অগ্নি-উদ্গিরণ)। [সং. উত্ + গৃ + অন]। উদ্-গীরিত, উদ্গীরিত বিণ. বমিত; নিঃসারিত। 15)
উদ্ভব
(p. 128) udbhaba বি. উত্পত্তি, জন্ম (সমস্যার উদ্ভব, নতুন চিন্তার উদ্ভব)। [সং. উত্ + √ ভূ + অ]। 33)
উপাংশু
(p. 133) upāṃśu বিণ. ক্রি-বিণ. একান্তে, নির্জনে; কেবল নিজেই শোনা যায় এমনভাবে (উপাংশু জপ)। ̃ বধ বি. গুপ্তহত্যা। [সং. উপ + অংশু]। 85)
উনি
(p. 128) uni সর্ব (সম্ভ্রমার্থে) সামনের ওই ব্যক্তি, তিনি (উনি কি এসব জানেন?)। [ সং. অদস্]। 55)
উপ-স্হাপক, উপ-স্হাপয়িতা
(p. 133) upa-shāpaka, upa-shāpaẏitā (-তৃ) বিণ. উপস্হাপনকারী, প্রস্তাব-উত্থাপক। স্ত্রী. উপ-স্হাপিকা, উপ-স্হাপয়িত্রী। উপ-স্হাপিত বিণ. উপস্হাপন করা হয়েছে এমন। 76)
উচ্চৈঃশ্রবা
(p. 119) uccaiḥśrabā বি. (পুরাণে) সমুদ্রমন্হনে উত্থিত যে অশ্ব ইন্দ্রের বাহনরূপে পরিচিত। [সং. উচ্চৈঃ + শ্রবস্]। 46)
উত্-কীর্ণ
(p. 123) ut-kīrṇa বিণ. 1 খোদাই করা হয়েছে এমন; 2 চিত্রিত; 3 বিদ্ধ। [সং. উত্ + √ কৃ + ত]। 3)
উপায়
(p. 133) upāẏa বি. 1 কার্যসিদ্ধির বা অভীষ্টলাভের পন্হা বা প্রণালী; কৌশল (নানা উপায়ে সে তার মনের কষ্ট বুঝিয়ে দিল); 2 প্রতিকার; পরিত্রাণ (ক্ষতি যা হবার হয়েছে, এখন একটা উপায় তো বার করতেই হবে); 3 আয়, রোজগার; লাভ (সে ভালোই উপায় করে)। [সং. উপ + √ ই + অ]। ̃ ক্ষম বিণ. রোজগার করতে সমর্থ। ̃ জ্ঞ বিণ. কৌশল বা প্রতিকার জানে এমন। উপায়ান্তর বি. অন্য উপায়, গত্যন্তর (উপায়ান্তর না দেখে সে জলে ঝাঁপ দিল)। উপায়ী (-য়িন্) বিণ. উপার্জনকারী, যে রোজগার করে। 103)
উপ-ত্যকা
(p. 132) upa-tyakā বি. 1 পর্বতের নীচের দিকের ভূভাগ; দুই পর্বতের মধ্যবর্তী নিচু সমতলভূমি; 2 নদীর অববাহিকা (গাঙ্গেয় উপত্যকা)। [সং. উপ + √ ত্যকন্ + আ]। 4)
উচ্ছ্রয়, উচ্ছ্রায়
(p. 119) ucchraẏa, ucchrāẏa বি. 1 উচ্চতা; 2 উন্নতি। [সং. উত্ + √ শ্রি + অ]। উচ্ছ্রায়ী (-য়িন্) বিণ. ঊর্ধ্বগামী, উন্নতিশীল। উচ্ছ্রিত বিণ. উন্নত; স্ফীত; বৃদ্ধিপ্রাপ্ত। উচ্ছ্রিয়া অস-ক্রি. স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ('উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে: রবীন্দ্র)। 62)
উচ্চাটন
(p. 119) uccāṭana বি. 1 উত্পাটন, উত্পাটিত করা বা তুলে ফেলা, উচ্ছেদ করা; 2 অপসারণ; 3 উত্পীড়ন; 4 ব্যাকুলতা, উদ্বেগ; 5 শত্রুর ক্ষতিসাধনের জন্য অনুষ্ঠিত অভিচারকর্মবিশেষ (মারণ উচ্চাটন)। [সং. উত্ + √ চট্ + ণিচ্ + অন]। 38)
উত্-পাত
(p. 123) ut-pāta বি. 1 উপদ্রব, দৌরাত্ম্য; 2 আপদ, ঝামেলা, বিপদ (দুপুরবেলা এ কী উত্পাত ?)। [সং. উত্ + √ পত + অ]। 26)
উদ্-যাপন
(p. 126) ud-yāpana বি. 1 সমাপন, ব্রত-সমাপন; 2 সম্পাদন; 3 নির্বাহ; 4 পালন (জন্মদিন উদ্যাপন করা)। [সং. উত্ + যাপন]। উদ্-যাপিত বিণ. সম্পন্ন বা পালন করা হয়েছে এমন। 28)
উদ্বাহু
(p. 128) udbāhu বিণ. ঊর্ধ্ববাহু, বাহু উঁচু করে রয়েছে এমন। [সং. উত্ + বাহু]। 19)
উনুন, উনান
(p. 128) ununa, unāna বি. চুল্লি, চুলো, যাতে আগুনের তাপ বা অন্যভাবে তাপ উত্পন্ন করে খাদ্যাদি রান্না করা হয়। [ সং. উদষ্মান]। 57)
উচ্ছোষণ
(p. 119) ucchōṣaṇa বিণ. 1 যা বা যে শুষে নেয়, শোষক; 2 যে সন্তাপ সৃষ্টি করে। বি. 1 শুষ্ক করা; 2 সন্তাপ সৃষ্টি, সন্তাপন। [সং. উত্ + √ শুষ্ + অন]। উচ্ছোষিত বিণ. শোষিত, শুষে নিয়েছে এমন; সন্তাপিত। 58)
ParashMJ Bangla Font
ParashMJ
Download
View Count : 22540
Kalocsai Flowers Bangla Font
Kalocsai Flowers
Download
View Count : 6712
GlyphyxOneNF Bangla Font
GlyphyxOneNF
Download
View Count : 4524
KarnaphuliMJ Bangla Font
KarnaphuliMJ
Download
View Count : 34733
Ekushey Sumit Bangla Font
Ekushey Sumit
Download
View Count : 17388
RuposhreeP Bangla Font
RuposhreeP
Download
View Count : 4412

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন