Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঊর্ণা, উর্ণা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঊর্ণা, উর্ণা এর বাংলা অর্থ হলো -

(p. 140) ūrṇā, urṇā বি. ভেড়া বা ওইজাতীয় পশুর লোম, পশম।
[সং. ঊর্ণু+ অ + আ]।
ময় বিণ. ভেড়ার লোম বা পশম দিয়ে তৈরি।
10)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঊর্ণ-নাভ, উর্ণনাভ
(p. 140) ūrṇa-nābha, urṇanābha বি. মাকড়সা। [সং. ঊর্ণা, উর্ণা + নাভি]। 9)
(p. 140) ū বাংলা ভাষার ষষ্ঠ স্বরবর্ণ; ঊ বর্ণে ও বানানে থাকলেও উচ্চারণ দীর্ঘ হয় না। ঊ-কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে দীর্ঘ-ঊ যোগ। 2)
ঊহিনী
(p. 140) ūhinī বি. সমষ্টি (অক্ষৌহিণী)। [সং. √ ঊহ্ + ইন্ + ঈ]। 17)
ঊর্ণা, উর্ণা
(p. 140) ūrṇā, urṇā বি. ভেড়া বা ওইজাতীয় পশুর লোম, পশম। [সং. ঊর্ণু+ অ + আ]। ̃ ময় বিণ. ভেড়ার লোম বা পশম দিয়ে তৈরি। 10)
ঊন
(p. 140) ūna বিণ. 1 কম, ন্যূন (বয়সে ঊন, আপ্যায়নে ঊন, ঊনবিংশতি); 2 হীন; 3 দুর্বল, কমজোর। [সং. ঊন্ + অ]। ̃ কোটি বিণ. প্রায় এক কোটি। ̃ বিংশতি বিণ. বি. উনিশ সংখ্যা বা তার পূরক। ̃ বিংশতি-তম বিণ. উনিশ সংখ্যার পূরক। 4)
ঊষর
(p. 140) ūṣara বিণ. 1 যে মাটিতে ভালো ফসল উত্পন্ন হয় না, অনুর্বর (ঊষর মরু); 2 যার মাটি নোনা বা ক্ষারময়। [সং. √ ঊষ্ + র]। 14)
ঊর্বস্হি
(p. 140) ūrbashi বি. 1 স্হূল বা মোটা হাড়; 2 ঊরুর হাড়। [সং. ঊরু + অস্হি]। 12)
ঊষসী, ঊষা
(p. 140) ūṣasī, ūṣā যথাক্রমে উষসী ও উষা র বানানভেদ। 15)
ঊহ্য
(p. 140) ūhya বিণ. 1 অনুক্ত, বলা বা উল্লেখ করা হয়নি এমন; 2 অনুমান করে নিতে হয় এমন, অনুমেয়। [সং. √ ঊহ্ + য]।
ঊঢ়
(p. 140) ūḍh় বিণ. 1 বিবাহিত (অনূঢ়); 2 বহন করা হয়েছে এমন, বাহিত। [সং. √ বহ্ + ত]। ঊঢ়া বিণ. (স্ত্রী.) বিবাহিতা (নাবোঢ়া)। বি. ঊঢ়ি বিবাহ। 3)
ঊর্ধ্ব
(p. 140) ūrdhba বি. 1 উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); 2 উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. 1 উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ̃ গগন বি. উঁচু আকাশ, উপরের আকাশ ('ঊর্ধ্বগগনে বাজে মাদল': কাজি)। ̃ গতি বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ̃ চারী (-রিন্) বিণ. 1 শূন্যে বিচরণকারী; 2 উচ্চাকাঙ্ক্ষী। ̃ তন বিণ. 1 উপরে অবস্হিত, উপরিস্হ; 2 উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ̃ দৃষ্টি, ̃ নেত্র বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; 2 যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ̃ দেহ বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; 2 সূক্ষ্ম দেহ। ̃ পাতন বি. চোলাই। ̃ বাহু বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন। ̃ রেতা (-তস্) বি. 1 শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; 2 শিব। ̃ লোক বি. স্বর্গ। ̃ শায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ̃ শ্বাস বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস। ̃ স্হ বিণ. উপরে আছে এমন। ঊর্ধ্বাংশ বি. উপরের অংশ। ঊর্ধ্বাকাশ বি. মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি. শরীরের উপরদিক। 11)
ঊনআশি, ঊনচল্লিশ, ঊনত্রিশ, ঊননব্বই
(p. 140) ūnāśi, ūnacalliśa, ūnatriśa, ūnanabbi যথাক্রমে উনআশি, উনচল্লিশ, উনত্রিশ ও উননব্বই -এর বর্জি. বানান। 5)
ঊনপাঁজুরে
(p. 140) ūnapān̐jurē দ্র উনপাঁজুরে। 6)
ঊর্মি
(p. 140) ūrmi বি. ঢেউ, তরঙ্গ। [সং. √ ঋ + মি]। ̃ ভঙ্গ বি. সমুদ্রের যে ঢেউ তীরে বা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে। ̃ মালা বি. পর পর অনেক ঢেউ। ̃ মালী (-লিন্) বি. সমুদ্র। ̃ লা বিণ. ঢেউ খেলানো; তরঙ্গপূর্ণ (ঊর্মিল সমুদ্র)। ̃ লা বি. লক্ষ্মণের পত্নী। 13)
ঊরু-উরু
(p. 140) ūru-uru বি. মানুষের কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত দেহাংশ। [সং. ঊর্ণু + উ]। ̃ স্তম্ভ বি. ঊরুতে যে দুষ্টব্রণ বা ফোঁড়া উদ্গত হয়ে ঊরুকে অবশ করে দেয়। 7)
ঊষ্ম, ঊষ্মা
(p. 140) ūṣma, ūṣmā যথাক্রমে উষ্ম ও উষ্মা র বর্জি. বানানভেদ। 16)
ঊর্জ-স্বল, ঊর্জস্বী
(p. 140) ūrja-sbala, ūrjasbī বিণ. তেজস্বী; বলশালী। [সং. ঊর্জস্ + বল, বিন্]। 8)
KongshoMJ Bangla Font
KongshoMJ
Download
View Count : 63385
Lipi Palash Bangla Font
Lipi Palash
Download
View Count : 3083
SulekhaTC Bangla Font
SulekhaTC
Download
View Count : 4267
Bengali Dhaka SSK Bangla Font
Bengali Dhaka SSK
Download
View Count : 6963
JugantorMJ (Bijoy) Bangla Font
JugantorMJ (Bijoy)
Download
View Count : 53182
Lipi Chameli Bangla Font
Lipi Chameli
Download
View Count : 4722

ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন