Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কান2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কান2 এর বাংলা অর্থ হলো -

(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ।
[সং. কর্ণ]।
কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)।
কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া।
কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া।
কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)।
কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া।
কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা।
কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া।
কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা।
কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা।
কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা।
কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া।
কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া।
কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া।
কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)।
কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো।
কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া।
কোটারি
বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে।
খুশকি,খুস্কি
বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি।
কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন।
কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত।
কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ।
কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা।
কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা।
কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়।
কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন।
কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কৃতার্থ
(p. 204) kṛtārtha বিণ. A 1 সিদ্ধমনোরথ, কৃতকার্য; 2 চরিতার্থ, ধন্য (আপনার উপকার পেয়ে কৃতার্থ হলাম) [সং. কৃত + অর্থ]। ̃ স্মন্য বিণ. নিজেকে কৃতার্থ মনে করে এমন। 7)
কূচিকা
(p. 202) kūcikā বি. ক্ষুদ্র তুলি, তুলিকা। [সং. কূচ + ইক + আ]। 18)
কানাড়া
কারণ্ডব
(p. 185) kāraṇḍaba বি. একরকম হাঁস; বালিহাঁস। [সং. কারণ্ডু + অ]। 10)
কন্যা-কুমারী, কন্যা-কুমারিকা
কুঁচিয়া, কুঁচে1
(p. 192) kun̐ciẏā, kun̐cē1 বি. সর্পাকৃতি মাছবিশেষ। [সং. কুচিকা]। 21)
কাট্য
(p. 179) kāṭya বিণ. কাটবার যোগ্য, খণ্ডনীয় (তু. অকাট্য)। [বাং. √ কাট্ + সং. য]। 29)
কুরঙ্গ, কুরঙ্গম
ককুভ
(p. 156) kakubha বি. 1 মার্গসংগীতের রাগিণীবিশেষ; 2 অর্জুন গাছ; 3 দিক। [সং. ক + √ স্কুভ্ + অ]। 20)
কামরূপ1
(p. 181) kāmarūpa1 দ্র কাম3। 92)
কৃমি
(p. 204) kṛmi বি. 1 পোকা, কীট; 2 (বিশেষত মানুষের) পেটের মধ্যে বিদ্যমান কেঁচোজাতীয় কীটবিশেষ। [সং. √ক্রম্ + ই]। ̃. ঘ্ন বিণ. বি কৃমিনাশক (ওষুধ)। ̃. জ বিণ. কৃমি থেকে জাত। বি লাক্ষা। ̃. ল বিণ. কৃমিযুক্ত। 29)
কুবোধ
(p. 197) kubōdha বি. কুবুদ্ধি, দুর্মতি। [সং. কু + বোধ -তু. সুবোধ]। 32)
কাপট্য
(p. 181) kāpaṭya বি. শঠতা; ছলনা। [সং. কপট + য]। 57)
কুচকুম্ভ
(p. 194) kucakumbha বি. স্তন। [সং. কুম্ভের মতো কুচ (সমাসান্ত কথ্য)]। 2)
কাঁকই
(p. 174) kān̐ki বি. বড় ও মোটা দাড়ার চিরুনি। [সং. কঙ্কতিকা]। 42)
কাত্যায়নী
(p. 181) kātyāẏanī বি. দুর্গাদেবী (সর্বাগ্রে কাত্যায়ন মুনি এঁর উপাসনা করেন বলে এই নাম)। [সং. কাত্যায়ন + ঈ]। 11)
কাঠিন্য
(p. 179) kāṭhinya বি. কঠিনতা, অনমনীয়তা, দৃঢ়তা; নির্দয়তা। [সং. কঠিন + য]। 36)
কাশী
কুপন
(p. 196) kupana বি. 1 মানি-অর্ডার বা ওইজাতীয় ফর্মের যে ছেদ্য অংশে প্রেরক প্রাপকের কাছে পত্রাদি লিখতে পারে; 2 টিকিট বা রসিদের যে অংশ দেখালে কিছু দাবি করা যেতে পারে, চেকমুড়ি। [ই. coupon]।
কিউ
(p. 188) kiu বি. সারিবদ্ধভাবে কোনোকিছুর জন্য অপেক্ষা, লাইন করে পরপর দাঁড়ানো। [ইং. queue]। 55)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2064390
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765393
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1362175
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719431
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 696031
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593284
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541494
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 540150

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন