Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুটুর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুটুর এর বাংলা অর্থ হলো -

(p. 194) kuṭura অব্য. বি. ছোট ও সূক্ষ্ম দাঁত বা অস্ত্র দিয়ে কাঠজাতীয় দ্রব্য কাটার লঘু শব্দ।
কুটুর কুটুর, কুটুর কাটুর অব্য. বি. ক্রমাগত ওই শব্দ (ইঁদুরের কুটুর কুটুর)।
48)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কৃন্তক
(p. 204) kṛntaka বিণ. কর্তনকারী, ছেদক। বি. ছেদনকারী দাঁত, incisor (বি.প)। [সং. √কৃত্ + অক]। 23)
কিরণ
কডুয়া1
(p. 159) kaḍuẏā1 বিণ. 1 কটু, তীব্র (কড়ুয়া গন্ধ); 2 কড়া (কড়ুয়া তেল)। [সং. কটুক; প্রাকৃ. কড়ুঅ; বাং. কড়ুয়া]। 14)
কলিল
(p. 172) kalila বিণ. সমন্বিত, যুক্ত, মিশ্রিত (মোহকলিল বুদ্ধি)। [সং. √ কল্ + ইল]। 17)
কান্দ
(p. 181) kānda বিণ. কন্দজাত; কন্দসম্বন্ধীয়। [সং. কন্দ + অ]। 48)
কুলি2
(p. 199) kuli2 বি. 1 মুটে, বোঝাবাহক; 2 মজুর। [তুর. কুলী]। ̃ কামিন বি. কুলি ও কুলি রমণী। ̃ ধাওড়া বি. কুলি বা মজুরদের বাসস্হান। 51)
কারু
কোরক
(p. 210) kōraka বি. কুঁড়ি, মুকুল, কলিকা (পুষ্পকোরক)। [সং. √ কুর্ + অক]। 36)
কামরূপ1
(p. 181) kāmarūpa1 দ্র কাম3। 92)
কাগজি, (বর্জি.) কাগজী
কাদম্বরী1
কড়া1
(p. 158) kaḍ়ā1 বি. ধাতুর বালা; বালার মতো হাতল (দরজার কড়া); আংটা। [সং. কটক]। 26)
কাটাই
(p. 179) kāṭāi দ্র কাটা। 23)
কথন
(p. 160) kathana বি. কথা, উক্তি, বলা; বিবৃতি, ভাষণ। [সং. √ কথ্ + অন]। কথনীয় বিণ. কথ্য, বলার যোগ্য; বলা উচিত এমন; বক্তব্য। 12)
কাছা1
(p. 178) kāchā1 ক্রি. নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, ঘনানো। [বাং. কাছ + আ]। 12)
কৃতাহ্নিক
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্মবংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালকশিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রীহিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
কন-ভোকেশন
কুগ্রহ
(p. 192) kugraha বি. 1 অশুভ গ্রহ, পাপগ্রহ; 2 (আল.) উত্পাত, উপদ্রব (আমার জীবনে সে এক মূর্তিমান কুগ্রহ)। [সং. কু + গ্রহ]। 59)
কোথা
(p. 210) kōthā বি. অব্য. কোনো স্হান (কোথা থেকে)। ক্রি-বিণ. অব্য. কোন স্হানে, কোথায় (কোথা আছে সে?)। [সং. কুত্র]। ̃ ও ক্রি-বিণ. 1 কোনো স্হানে (কোথাও নেই); 2 কোনো কোনো স্হানে ('কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা': রবীন্দ্র)। ̃ কার বিণ. 1 কোন স্হানের (কোথাকার জিনিস?); 2 অস্হানের (কোথাকার কে); 3 (র্ভত্সনায়) অস্হানের কুস্হানের (বদ ছেলে কোথাকার)। ̃ য় অব্য. ক্রি-বিণ. কোন স্হানে। 11)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071531
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767840
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365271
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720727
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697515
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594265
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544390
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542107

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন