Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কৌটিল্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কৌটিল্য এর বাংলা অর্থ হলো -

(p. 210) kauṭilya বি. 1 কুটিলতা, ক্রূরতা; 2 বক্রতা; 3 মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের কূটনীতিবিশারদ মন্ত্রী এবং 'অর্থশাস্ত্র'-প্রণেতা চাণক্যের অপর নাম [সং. কূটিল + য]।
74)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কাল-পেঁচা
(p. 186) kāla-pēn̐cā বি. 1 ধূসর রঙের মাথাবিশিষ্ট কটা রঙের পেঁচাবিশেষ যার চিত্কার অশুভ বলে বিবেচিত; 2 (আল.) অত্যন্ত অশুভকর বা কালো ও কদাকার ব্যক্তি। [বাং. কাল2 + পেঁচা]। 29)
কক্ষ
(p. 156) kakṣa বি. 1 ঘর, প্রকোষ্ঠ, কামরা; 2 বাহুমূল, বগল (কক্ষপুট); 3 গ্রহগুলির পরিভ্রমণপথ, orbit (কক্ষচ্যুত নক্ষত্র); 4 (উদ্ভি.) কাণ্ডপাতার মধ্যেকার কোণ, axil. [সং. কষ্ + স]। ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. কক্ষ বা নির্দিষ্ট পথ থেকে পতিত বা বিচ্যুত। ̃ তল বি. 1 গৃহতল, ঘরের মেঝে; 2 বগল। ̃ পুট বি. বগল। 21)
কুস্বভাব
(p. 202) kusbabhāba বি. অসত্ চরিত্র; মন্দ প্রকৃতি। বিণ. দুশ্চরিত্র। [সং. কু + স্বভাব]। বিণ. স্ত্রী. কুস্বভাবা। 10)
কট-কবালা
(p. 156) kaṭa-kabālā বি. শর্তযুক্ত দলিল। [বাং. কট2 + আ. কবালা]। 64)
কুঁচিয়া, কুঁচে1
(p. 192) kun̐ciẏā, kun̐cē1 বি. সর্পাকৃতি মাছবিশেষ। [সং. কুচিকা]। 21)
কোনও, কোনো
(p. 210) kōnō, kōnō সর্ব. বিণ. 1 অনির্দিষ্ট একটি বা একজন (কোনো বিষয়, কোনো লোক); 2 বহুর মধ্যে এক (কোনো বই-ই পড়েনি)। [তু. হি. কৌন প্রাকৃ. কৌণকি]। কোনও কোনও, কোনো কোনো সর্ব. বিণ. 1 অনির্দিষ্ট একাধিক (কোনো কোনো লোক, কোনো কোনোটি বেশ ভালো); 2 মাঝে মাঝে এক-এক (কোনো কোনো দিন বৃষ্টি হয়)। ̃ মতে, ̃ রকমে ক্রি-বিণ. কোনো উপায়ে (কোনোমতে তাকে রাজি করিয়েছি)। 16)
কুর-নিশ, কুর্নিশ
কাঠুরিয়া, কাঠুরে
(p. 179) kāṭhuriẏā, kāṭhurē বি. কাঠ কেটে বিক্রি করা যার পেশা। [বাং. কাঠ + উরিয়া, উরে]। 38)
কুন্ত2
(p. 196) kunta2 বি. 1 বাণ বা তির; 2 বর্শার আকৃতিবিশিষ্ট অস্ত্রবিশেষ। [সং. কু + অন্ত]। 26)
কানা2
(p. 181) kānā2 বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ̃ কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ̃ মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্হায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাত্ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার। 27)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
কাওয়া
(p. 174) kāōẏā বি. কফির মতো গন্ধ। [আ. কওয়া]। 32)
কদাচার, কদাচরণ
কিনা1
(p. 190) kinā1 অব্য. যেহেতু (যাবে কিনা, তাই গাড়ি ডেকেছে) [কি না দ্র]। 10)
করণিক
(p. 167) karaṇika বি. কেরাণি, clerk (স. প.)। 5)
কুসীদ
(p. 202) kusīda বি. 1 সুদ; 2 ঋণদান-ব্যবসায়; 3 সুদের কারবার, তেজারাতি। [সং. √ কুস্ (সংযোগ) + ঈদ]। ̃ জীবী (-বিন্) বিণ. বি. সুদে টাকা ধার দিয়ে অর্থাত্ তেজারতি করে জীবিকার্জনকারী, সুদখোর। ̃ ব্যবহার বি. তেজরতি; সুদকষা। 2)
কুলত্থ
(p. 199) kulattha বি. কলাইবিশেষ। [প্রাকৃ. কুলত্থ সং. কুলস্হ (কুল + √ স্হা + অ)]। 36) &searchhws=yes'>
কখন
(p. 156) kakhana অব্য. ক্রি-বিণ. 1 কোন সময়ে (কখন যাবে?); 2 বহুক্ষণ আগে (সে তো কখন চলে গেছে)। [বাং. কোন্ + খন (সং. ক্ষণ)]। কখনোই, কখনো অব্য. ক্রি-বিণ. কোনো সময়েই, কোনো অবস্হাতেই, কোনো কারণেই। কখনো কখনো, কখনোসখনো অব্য. ক্রি-বিণ. সময়ে সময়ে, মাঝে মাঝে। 24)
কেদার2, কেদারা1
কেন্নো, কেন্নুই, কেন্নাই
(p. 206) kēnnō, kēnnui, kēnnāi বি. (সাধারণত গাঢ় বাদামি বা মেরুন রঙের) বহুপদ কীটবিশেষ, যা ভয় পেলেই গোল হয়ে গুটিয়ে যায়, কানকোঁটারি। [দেশি]। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069301
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767013
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364169
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720344
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697059
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593926
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543036
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541887

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন