Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চণ্ডী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চণ্ডী এর বাংলা অর্থ হলো -

(p. 276) caṇḍī বি. 1 দুর্গার রূপবিশেষ; 2 মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য; 3 চণ্ডিকাদেবীর মাহাত্ম্যকথা; 4 অতি কোপনস্বভাবা স্ত্রীলোক।
[সং. চণ্ড + ঈ]।
মঙ্গল
বি. চণ্ডীর মাহাত্ম্যকথা সম্বন্ধে রচিত বাংলার মধ্যযুগীয় কাব্যবিশেষ।
মণ্ডপ
বি. 1 যে মণ্ডপে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়; 2 ঠাকুরদালান।
মঙ্গল-চণ্ডী বি. শুভদা চণ্ডী, দুর্গা।
রণ-চণ্ডী বি. 1 দানবদের সঙ্গে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী; 2 (আল.) অতি কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী।
বিণ. রণোন্মত্তা, উগ্রা (রণচণ্ডী মূর্তি)।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চিত্রণ
(p. 288) citraṇa দ্র চিত্র। 50)
চঞ্চরীক
চিটা2, চিটে2
(p. 288) ciṭā2, ciṭē2 বিণ. চিটযুক্ত, ঈষত্ চটচটে বা আঠালো। বি. চিটা গুড়। [বাং. চিট + আ, এ]। ̃ গুড় বি. (সচ. তামাক মাখার কাজে ব্যবহৃত) ঘন কালো চটচটে গুড়বিশেষ, কোতরা গুড়। 17)
চেনা, চেনাচিনি, চেনানো, চেনা পরিচয়
(p. 294) cēnā, cēnācini, cēnānō, cēnā paricaẏa দ্র চিনা। 68)
চালচিত্র
(p. 281) cālacitra দ্র চাল2। 166)
চুমা, চুমু, চুমো
(p. 294) cumā, cumu, cumō বি. চুম্বন। [তু. হি. চুম্পা]। ̃ চুমি বি. পরস্পর চুম্বন। চুমু খাওয়া, চুমো খাওয়া ক্রি. চুম্বন করা। 8)
চিন্তন
(p. 290) cintana বি. 1 মনন; 2 ধ্যান; 3 স্মরণ; 4 ভাবনা, মনে মনে আলোচনা (পরের অনিষ্ট চিন্তন); 5 অনুধাবন। [সং. √ চিন্ত্ + অন)। 15)
চলাচল
চটকা2
(p. 275) caṭakā2 বি. 1 ঘুমের আবেশ, তন্দ্রা, আচ্ছন্নতা (সেই শব্দে আমার চটকা ভেঙে গেল); 2 অন্যমনস্কতা। [দেশি-তু. সং. √চট্ (আবরণ)]। চটকা ভাঙা ক্রি. বি. 1 নিদ্রাবেশ দূর হওয়া, সজাগ হওয়া; 2 অসতর্ক ভাব কেটে যাওয়া। 21)
চড়া৩
(p. 276) caḍ়ā3 ক্রি. 1 আরোহণ করা, উপরে ওঠা (গাছে চড়া); 2 বৃদ্ধি পাওয়া (দাম চড়ে গেছে); 3 আক্রমণ করা, চড়াও হওয়া (বিপক্ষের উপর চড়া)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ + বাং. আ-তু. হি. চঢ়না]। 13)
চারণ৩, চারণা
(p. 281) cāraṇa3, cāraṇā বি. চালনা (পদচারণ, স্মৃতিচারণা)। [সং. √চর্ + ণিচ্ + অন, + আ]। 147)
চাকু
(p. 281) cāku বি. মুড়ে বা ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি। [তুর্. চাকু]। 68)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্তবিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চোটা2
(p. 297) cōṭā2 বি. চিটাগুড়। [হি. চোট]। 14)
চিমটা
(p. 290) cimaṭā বি. জ্বলন্ত কয়লা কাঠ ইত্যাদি বা তপ্ত কোনোকিছু ধরবার জন্য লোহার তৈরি যন্ত্রবিশেষ। [দেশি-তু. হি. চিম্টা]। 29)
চিরনি
(p. 290) cirani দ্র চিরুনি। 38)
চালান
চাদর
চকোর
(p. 274) cakōra বি. (জ্যোত্স্না পান করে তৃপ্ত হয় বলে কথিত) পাখিবিশেষ। [সং. √চক্ (=তৃপ্তি) + ওর]। স্ত্রী. চকোরী, (কাব্যে) চকোরিণী। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070721
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767535
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364821
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720596
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697349
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594146
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543963
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542011

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন