Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চরণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চরণ এর বাংলা অর্থ হলো -

(p. 279) caraṇa বি. 1 পা, পদ; 2 কবিতার পদ বা পঙ্ক্তি, শ্লোকের একচতুর্থাংশ; 3 ভ্রমণ, বিচরণ; 4 শীল, আচরণ, অনুষ্ঠান।
[সং. √চর্ + অন]।
কমল বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম।
চারণ
বি. পদচারণা, পায়চারি।
চারী
(-রিন্) বিণ. বি. পথিক, পদব্রজে গমনকারী।
চিহ্ন
বি. পায়ের চিহ্ন।
ধুলা,ধূলি,রেণু
বি. পদধূলি।
পদ্ম
বি. পাদপদ্ম।
প্রান্ত
বি. পদপ্রান্ত, পাদমূল, পায়ের কাছে।
বন্দনা
বি. পাদপূজা, পায়ের আরাধনা।
রেখা
বি. পদচিহ্ন।
সেবা
বি. পাদপূজা; পা টেপা।
চরণামৃত বি. বিগ্রহাদি বা পূজনীয় ব্যক্তির পা-ধোয়া জল।
চরণাম্বুজ, চরণারবিন্দ বি. পাদপদ্ম।
চরণাশ্রয় বি. পায়ের কাছে আশ্রয়, পা-কে আশ্রয় করা।
চরণাশ্রিত বিণ. পায়ে আশ্রয় নিয়েছে এমন।
চরণোপান্ত বি. পদপ্রান্ত।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চন্দ্রিমা
চূড়া
(p. 294) cūḍ়ā বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ̃ করণ, ̃ কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয়বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ̃ ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ̃ মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ̃ মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ। 36)
চতুর্দোলা, চতুর্দোল
(p. 277) caturdōlā, caturdōla বি. চারজনে বয়ে নেয় এমন শিবিকাবিশেষ। [সং. চতুর্ (বাহিত) + দোলা, দোল]। 15)
চীন
চুষা, চোষা
(p. 294) cuṣā, cōṣā ক্রি. মুখ দিয়ে রস প্রভৃতি শোষণ করা। বি. শোষণ। বিণ. 1 শোষণকারী; শোষক (রক্তচোষা. চর্মচোষা); 2 শোষিত (বাদুড়চোষা ফল)। [সং. √চুষ্ + বাং. আ]। 33)
চাইতে2
(p. 281) cāitē2 অনু. চেয়ে, অপেক্ষা (তোমার চাইতে সে বয়সে বড়)। [হি. চাহি]। 21)
চুর
(p. 294) cura বি. চূর্ণ, গুঁড়ো (লোহাচুর, আমচুর)। বিণ. 1 বিহ্বল; মাতাল, নেশাগ্রস্ত (মদে চুর হয়ে থাকা); 2 চূর্ণ; 3 নষ্ট, ধ্বংস ('যশ অর্থ মান স্বাস্হ্য সকলি করেছে চুর': র. সে.)। [সং. চূর্ণ]। ̃ মার বিণ. একেবারে চূর্ণ এবং ধ্বংস (শিশি-বোতলগুলো ভেঙে চুরমার হয়ে গেল)। 20)
চুটকি1
(p. 290) cuṭaki1 বি. (মৃদুব্যঙ্গে) টিকি ('যাও ঠাকুর চৈতন চুটকি নিয়া': রবীন্দ্র)। [হি. চুটিয়া সং. চূড়া]। 76)
চম্পূ
চালিত
(p. 281) cālita দ্র চালন। 180)
চুয়াল্লিশ
(p. 294) cuẏālliśa বি. বিণ. 44 সংখ্যা বা সংখ্যক। [তু. হি. চৌবালীস]। 19)
চিড়-বিড়
(p. 288) ciḍ়-biḍ় অব্য. বি. 1 অস্হিরতার ভাব (এমন চিড়বিড় করছ কেন?); 2 শরীরের কোনো স্হানে চুলকানি বা সুড়সুড়ির মতো অনুভূত হওয়া (পিঠে কেমন যেন চিড়বিড় করছে)। [দেশি-ধ্বন্যা.]। 22)
চতুস্তল
চামাটি, চামাতি
চিচ্ছক্তি
চরণ
(p. 279) caraṇa বি. 1 পা, পদ; 2 কবিতার পদ বা পঙ্ক্তি, শ্লোকের একচতুর্থাংশ; 3 ভ্রমণ, বিচরণ; 4 শীল, আচরণ, অনুষ্ঠান। [সং. √চর্ + অন]। ̃ কমল বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ চারণ বি. পদচারণা, পায়চারি। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পদব্রজে গমনকারী। ̃ চিহ্ন বি. পায়ের চিহ্ন। ̃ ধুলা, ̃ ধূলি, ̃ রেণু বি. পদধূলি। ̃ পদ্ম বি. পাদপদ্ম। ̃ প্রান্ত বি. পদপ্রান্ত, পাদমূল, পায়ের কাছে। ̃ বন্দনা বি. পাদপূজা, পায়ের আরাধনা। ̃ রেখা বি. পদচিহ্ন। ̃ সেবা বি. পাদপূজা; পা টেপা। চরণামৃত বি. বিগ্রহাদি বা পূজনীয় ব্যক্তির পা-ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ বি. পাদপদ্ম। চরণাশ্রয় বি. পায়ের কাছে আশ্রয়, পা-কে আশ্রয় করা। চরণাশ্রিত বিণ. পায়ে আশ্রয় নিয়েছে এমন। চরণোপান্ত বি. পদপ্রান্ত। 28)
চান্দ্র
চক্রী
(p. 275) cakrī (ক্রিন্) বিণ. 1 চক্রধারী; 2 চক্রান্তকারী; 3 খল, কুটিল। বি. 1 বিষ্ণু; 2 কৃষ্ণ; 3 সাপ। [সং. চক্র + ইন্]। 5)
চন্দ্রাপীড়
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্তবিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070255
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767386
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364621
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720505
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697261
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594067
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543748
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541977

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন