Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চার্বাক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চার্বাক এর বাংলা অর্থ হলো -

(p. 281) cārbāka বি. নাস্তিক মুনিবিশেষ-ইনি বেদ আত্মা পরলোক ইত্যাদির অস্তিত্ব স্বীকার করতেন না।
[সং. চারু + বাক্]।
দর্শন
বি. চার্বাকের দর্শন বা মত; চার্বাকের নাস্তিক্য বা লোকায়ত মত।
159)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চেটিকা, চেটী, চেড়ী
(p. 294) cēṭikā, cēṭī, cēḍ়ī বি. (স্ত্রী.) 1 দাসী; 2 অন্তঃপুরের নারীপ্রহরী; 3 রামায়ণে বর্ণিত রাবণের অন্তঃপুরের নারীপ্রহরী। [সং. চেট]। বি. (পুং.) (বিরল) চেট, চেটক, চেড়। 56)
চড়াত্
(p. 276) caḍ়āt অব্য. শক্ত জিনিস ফেটে যাওয়ার শব্দ। [ধ্বন্যা.]। 19)
চেলো
(p. 294) cēlō বি. বেহালার মতো কিন্তু আকারে বড় বাদ্যযন্ত্রবিশেষ। [ইং. cello]। 82)
চাকর
চন্দ্রাহত
(p. 278) candrāhata বিণ. পাগল। [সং. চন্দ্র + আহত, moonstruck শব্দের অনুকরণে]। 21)
চণক
(p. 276) caṇaka বি. ছোলা, চানা, বুট। [সং. √চণ্ + অ + ক (স্বার্থে)-তু. হি. চনা]। 23)
চির1
(p. 290) cira1 বি. 1 ফাট, বিদারণ; 2 লম্বা ফালি বা টুকরো (কাগজটাকে তিন চির করে কাটো; ফেটে চৌচির)।[সং. চীর]। ̃ কূট বি. 1 কাগজের টুকরো; 2 অতি ক্ষুদ্র চিঠি (তাঁর কাছে একটা চিরকুট পাঠিয়ে দিল); 3 ছেঁড়া ময়লা পুরনো কাপড়। 34)
চার্ম
(p. 281) cārma বিণ. চর্মসম্বন্ধীয়, চামড়াসম্বন্ধীয়। [সং. চর্ম + অ]। 160)
চূল, চূলক
(p. 294) cūla, cūlaka বি. চূল, কেশ। [সং. চুল-তু. সং. চূড়]। 40)
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যামধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
চালু
(p. 281) cālu বিণ. 1 প্রচলিত (কথাটা চালু হয়ে গেছে); 2 চলতি, চলন্ত (চালু মাল, চালু ব্যাবসা); 3 প্রবর্তিত (এই মত চালু করা সহজ নয়); 4 (সচ. নিন্দায়) অতিরিক্ত চালাক, ফন্দিবাজ (চালু ছেলে)। [বাং. √চলা + উ-তু. হি. চালু]। চালু মাল 1 বাজারে চলতি পণ্য; 2 (বিদ্রূপে) (অশোভন) ফন্দিবাজ লোক; লোকের মন জয় করে নিজের কাজ আদায় করতে দক্ষ ব্যক্তি। 182)
চাঙা, চাঙ্গা
(p. 281) cāṅā, cāṅgā বিণ. 1 সবল, সতেজ; 2 রোগমুক্ত, সুস্হ (ফল দুধ খেয়ে দুদিনেই চাঙা হয়ে উঠল)। [প্রাকৃ. চঙ্গ; সং. চাঙ্গ ('চাঙ্গস্তু শোভনে দক্ষে')। 76)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
চরাচর
(p. 279) carācara বি. বিণ. 1 যা চলে এবং যা চলে না অর্থাত্ জঙ্গমস্হাবর সমস্ত কিছু; 2 সমস্ত পৃথিবী। [সং. √চর্ + অ + অচর]। 32)
চোয়া, চোয়ানো, চোয়ানি
(p. 298) cōẏā, cōẏānō, cōẏāni যথাক্রমে চুয়া, চুয়ানোচুয়ানি -র চলিত রূপ। 17)
চরিতার্থ
(p. 279) caritārtha বিণ. 1 সফল, কৃতকার্য, কৃতার্থ (আমার বাসনা চরিতার্থ হয়েছে); 2 সাফল্যের জন্য সন্তুষ্ট বা ধন্য। [সং. চরিত (=সম্পন্ন) + অর্থ (=প্রয়োজন)]। বি. ̃ তা। 34)
চাঁদনি1
চন-চন
চাতুরী, চাতুর্য
(p. 281) cāturī, cāturya বি. 1 চতুরতা; 2 নৈপুণ্য (গঠনচাতুর্য); 3 শঠতা, ধূর্ততা, চালাকি। [সং. চতুর + অ + ঈ, চতুর + য]। 98)
চালিত
(p. 281) cālita দ্র চালন। 180)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071185
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767679
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365075
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720675
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697425
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594219
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544157
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542064

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন