Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চিদাত্মা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চিদাত্মা এর বাংলা অর্থ হলো -

(p. 290) cidātmā (-ত্মন্) বি. 1 চৈতন্যরূপ আত্মা; 2 জ্ঞানময় ব্রহ্ম।
[সং. চিত্ + আত্মন্]।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যামধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
চলত্
(p. 281) calat বিণ. 1 চলনশীল, গতিশীল; 2 প্রচলিত, চলিত। [সং. √চল্ + অত্]। ̃ শক্তি (অশু.) বি. চলনশক্তি, চলবার ক্ষমতা। 2)
চিতা৪
(p. 288) citā4 ক্রি. চিত হওয়া বা করা (মাছটা চিতিয়ে রয়েছে) 2 ফোলানো (বুক চিতিয়ো না)। [চিত্2 দ্র]। ̃ নো ক্রি. চিতা, চিত হওয়া বা করা (বুক চিতানো)। 38)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্তবিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চাঁট, চাট
(p. 281) cān̐ṭa, cāṭa বি. ঘোড়া গোরু প্রভৃতি পশুর লাথি। [দেশি]। 36)
চিলতা, চিলতে
(p. 290) cilatā, cilatē বি. লম্বা ও সরু ফালি (কাগজের বা কলাপাতার চিলতে)। বিণ. লম্বা ও সরু ফালি-করা (চিলতে কাগজ)। 52)
চম্পট
(p. 279) campaṭa বি. পলায়ন; তাড়াতাড়ি সরে পড়া (তাকে দেখেই চম্পট দিলাম)। [তু. হি. চম্পত্]। 17)
চতুর্দশ
চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
চুমরা
চিকেন
(p. 288) cikēna বি. মুরগি বা মুরগির মাংস। [ইং. chicken]। 4)
চিকনিয়া
(p. 281) cikaniẏā অস-ক্রি. চিকন করে, সুন্দর করে ('চিকনিয়া গাঁথিনু সজনি ফুলমালা': মধু.)। [বাং. √চিকনা (নামধাতু) + ইয়া]। 200)
চরস
চিরাগত
(p. 290) cirāgata বিণ. আবহমানকাল ধরে চলে আসছে এমন, আবহমানকালে ধরে প্রচলিত (চিরাগত প্রথা, চিরাগত সংস্কার)। [সং. চির1 + আগত]। 42)
চমত্-কার
চাঙ্গাড়ি, চাঙ্গারি
চাঁদা1
(p. 281) cān̐dā1 দ্র চাঁদি2। 45)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণহনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
চাড়, চাড়া1
(p. 281) cāḍ়, cāḍ়ā1 বি. 1 কোনো ভারী বস্তু তোলবার জন্য প্রযুক্ত বল বা জোর (চাড় দেওয়া); 2 চেষ্টা, উত্সাহ, উদ্যম (লেখাপড়ায় চাড় নেই); 3 চাপ, বোঝা (কাজের চাড়)। [দেশি]। 91)
চঞ্চল
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070812
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767554
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364848
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720614
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697354
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594157
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543971
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542022

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন