Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চোপ-রও, চোপ-রাও এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চোপ-রও, চোপ-রাও এর বাংলা অর্থ হলো -

(p. 298) cōpa-rō, cōpa-rāō (অনুজ্ঞাসূচক) ক্রি. চুপ করো।
[হি. চুপ্ রহ]।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চ্যবন
(p. 299) cyabana বি. পৌরাণিক মুনিবিশেষ। [সং. চ্যু + অন]। ̃ প্রাশ বি. কবিরাজি ওষুধবিশেষ-অশ্বিনীকুমারের ব্যবস্হানুযায়ী এই ওষুধ সেবন করে পৌরাণিক চ্যবন মুনি নবযৌবন লাভ করেছিলেন। [সং. চ্যবন + প্র + √অশ্ + অ]। 29)
চরিত
চিবা
(p. 290) cibā ক্রি. চর্বণ করা। [সং. √চর্ব্ + বাং. আ]। ̃ নো, চিবোনো ক্রি. চর্বণ করা (বাদাম চিবোচ্ছে, এত শক্ত পেয়ারা চিবানো যায় না)। বি. বিণ. উক্ত অর্থে। চিবিয়ে চিবিয়ে কথা বলা ক্রি. বি. বক্তব্য পরিষ্কার করে না বলা। চিবুনি বি. চর্বণ। 26)
চিক্কুর1
চোরা2
(p. 298) cōrā2 বিণ. 1 অপহৃত, চোরাই (চোরা টাকা); 2 গুপ্ত, অদৃশ্য, অজানিত (চোরা ঘুসি; চোরা গর্ত); 3 চুরিঘটিত, বেআইনি (চোরাকারবার)। [বাং. চুরি + আ]। ̃ কারবার বি. শুল্ক ফাঁকি দিয়ে গোপনে অনুষ্ঠিত বেআইনি ব্যাবসা। ̃ গর্ত বি. বালি ঘাস মাটি প্রভৃতিতে ঢাকা থাকায় অদৃশ্য গর্ত। ̃ গলি বি. গলির ভিতর প্রায়-অদৃশ্য কানা গলি। ̃ গোপ্তা বিণ. যে কাজের কর্তা অদৃশ্যঅজানিত; গোপনে করা হয় এমন (চোরাগোপ্তা আক্রমণ)। ̃ চালান বি. অবৈধভাবেগোপনে মাল চালান, smuggling. ̃ পথ বি. গুপ্ত এবং সচ. অবৈধ পথ। ̃ বালি বি. বাইরে শক্ত কিন্তু ভিতরে তলতলে, ভিজে ও গভীর এমন বালুচর যার উপর পড়লে জীবজন্তু নৌকা প্রভৃতি তলিয়ে যায়। 22)
চোঙ-দার
(p. 297) cōṅa-dāra বি. সৈন্যদলের অধিপতি, সেনাদলের নেতা। [মরা. চুংগ (সৈন্য) + ফা. দার]। 10)
চিন্তিত
চুরট, চুরুট
(p. 294) curaṭa, curuṭa বি. ধুমপানের জন্য পাকানো তামাকপাতার মোটা শলাকা। [তামি. শুরুট্টু-তু. ইং. cheroot]। 21)
চূর্ণ
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চালচিত্র
(p. 281) cālacitra দ্র চাল2। 166)
চুয়ানো, চোয়ানো
(p. 294) cuẏānō, cōẏānō ক্রি. 1 অল্প অল্প করে বা ফোঁটা ফোঁটা করে ঝরা বা ঝরানো, ক্ষরানো বা ক্ষরিত হওয়া (হাঁড়ি থেকে রস চোয়াচ্ছে); 2 চোলাই করা, distil (মদ চোয়ানো হচ্ছে)। বিণ. 1 চুইয়ে পড়েছে এমন (চোয়ানো রস); 2 পরিস্রুত (চোয়ানো মদ)। বি. 1 ক্ষরণ; 2 চোলাই করা; চোলাইয়ের কাজ। চুয়ানি বি. চোয়ানো বা পরিস্রুত জিনিস। 17)
চট-চট2
(p. 275) caṭa-caṭa2 অব্য. আঠালো ভাব প্রকাশ (চটচট করছে)। [দেশি]। চট-চটে বিণ. আঠালো। 24)
চিকনিয়া
(p. 281) cikaniẏā অস-ক্রি. চিকন করে, সুন্দর করে ('চিকনিয়া গাঁথিনু সজনি ফুলমালা': মধু.)। [বাং. √চিকনা (নামধাতু) + ইয়া]। 200)
চণক
(p. 276) caṇaka বি. ছোলা, চানা, বুট। [সং. √চণ্ + অ + ক (স্বার্থে)-তু. হি. চনা]। 23)
চুনি
(p. 290) cuni বি. রক্তবর্ণ বহুমূল্য রত্ন, পদ্মরাগ মণি, ruby. [হি. চুন্নী সং. শোণী]। 90)
চতূরশীতি
(p. 277) catūraśīti বি. বিণ. 84 চুরাশি। [সং. চতুর্ + অশীতি]। ̃ তম বিণ. 84 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 5)
চিদ্রূপ
(p. 290) cidrūpa বি. চৈতন্যস্বরূপ জ্ঞানময় আত্মা, ব্রহ্ম। [সং. চিত্ + রূপ]। 7)
চন্দ্রিকা
চ্যাং1, (বর্জি.) চেঙ্গ
(p. 299) cyā1, (mbarji.) cēṅga বি. শোলজাতীয় মাছবিশেষ। [দেশি]। ̃ মুড়ি বিণ. বি. চ্যাং মাছের মতো ছোট মাথাবিশিষ্ট ('চেঙ্গমুড়ী কাণী: বি. গু.)। 30)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071850
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767938
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365365
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720770
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697588
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594305
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544486
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542134

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন