Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছিনা৩, ছিনানো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছিনা৩, ছিনানো এর বাংলা অর্থ হলো -

(p. 304) chinā3, chinānō ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)।
[বাং. √ ছিনা-তু. হি. ছীন্]।
ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।
71)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছলন, ছলনা
(p. 301) chalana, chalanā বি. 1 কপটতা, শঠতা, প্রতারণা ('আশার ছলনে ভূলি': মধু); 2 ধোঁকা। [সং. √ ছলি + অন + আ]। ছলিত বিণ. প্রতারিত। 53)
ছাঁটা
(p. 303) chān̐ṭā ক্রি. 1 অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা); 2 কাঁড়ানো (চাল ছাঁটা); 3 বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া); 4 অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]। ̃ ই বি. 1 কর্তন; 2 বাদ দেওয়া; 3 অমান্য বা অগ্রাহ্য করা; 4 বর্জন; 5 বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা; 6 ছেঁটে বাদ দেওয়া। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)। বি. বিণ. উক্ত অর্থে। 17)
ছাড়ান
(p. 304) chāḍ়āna (উচ্চা. ছাড়ান্) বি. মুক্তি, রেহাই, নিষ্কৃতি, খালাস (ওর হাত থেকে সহজে ছাড়ান পাবে না)। [ছাড়া দ্র]। 5)
ছন্দো-বদ্ধ
ছোলা1
(p. 304) chōlā1 বি. চণক, চানা, বুট। [সং. চণক হি. চনা]। 170)
ছিঁচকা2, (কথ্য) ছিঁচকে2
(p. 304) chin̐cakā2, (kathya) chin̐cakē2 বিণ. সামান্য জিনিস চুরি করে এমন, হাতের কাছে যা পায় তাই চুরি করে এমন (ছিঁচকে চোর)। [দেশি-তু. হি. উচক্কা]। 53)
ছুটা, ছোটা
(p. 304) chuṭā, chōṭā ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ̃ ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ̃ নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 105)
ছিনতাই
(p. 304) chinatāi দ্র ছিনা3। 68)
ছাড়া
(p. 304) chāḍ়ā ক্রি. 1 ত্যাগ করা (সংসার ছাড়বে); 2 পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); 3 যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); 4 মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); 5 দূর হওয়া (জ্বর ছেড়েছে); 6 অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); 7 উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); 8 ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); 9 শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); 1 জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); 11 ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); 12 স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); 13 প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে); 14 নিক্ষেপ করা (বাণ ছাড়া); 15 অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো); 16 সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না); 17 নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)। বিণ. 1 পরিত্যক্ত (ছাড়া ভিটা); 2 বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া); 3 স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু); 4 বর্জিত (লক্ষ্মীছাড়া); 5 বহির্ভূত (সৃষ্টিছাড়া)। বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছা়ড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)। অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)। [পা. √ ছড্ড √ ছর্দ্]। ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)। ̃ ছাড়ি বি. বিচ্ছেদ। 4)
ছিয়াশি
(p. 304) chiẏāśi বি. বিণ. 86 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছাসীই]। 84)
ছুঁচি-বাই
ছত্রাক, ছত্রাকার
(p. 301) chatrāka, chatrākāra দ্র ছত্র3। 27)
ছদ্ম
(p. 301) chadma (-দ্মন্) বিণ. 1 কপট, ছলনাকারী; 2 আচ্ছাদক। [সং. √ ছদ্ (=গোপন) + ণিচ্ + মন্]। ̃ নাম বি. প্রকৃত নাম গোপন করার জন্য গৃহীত অন্য নাম। ̃ বেশ বি. আত্মগোপনের জন্য পরিধেয় বেশ। ̃ বেশী (শিন্) বিণ. ছদ্মবেশধারী। স্ত্রী. ̃ বেশিনী। 33)
ছুলা, ছোলা
(p. 304) chulā, chōlā ক্রি. 1 ছাল বা খোসা ছাড়ানো (নারকেল ছুলছে, বাঁশ ছোলা); 2 চাঁচা, পরিষ্কার করা (জিভ ছোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছোল্ল]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা খোসা বা ছাল ছাড়ানো; চাঁচানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 117)
ছেবলা, ছ্যাবলা
(p. 304) chēbalā, chyābalā বিণ. 1 লঘুপ্রকৃতি; বালকের মতো চপল; 2 বাচাল, প্রগল্ভ। [তু. সং. চপল]। ̃ মি, ̃ মো বি. ছেবলা আচরণ বা স্বভাব। 143)
ছোঁ
(p. 304) chō বি. হঠাত্ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করা বা কামড় বা ছোবল দেওয়া বা কেডে নেবার চেষ্টা করা (ছোঁ মারা, ছোঁ মেরে নিয়ে যাওয়া)। [সং. ছুপ]। 146)
ছোঁচা1
ছাদ
(p. 304) chāda বি. পাকা বাড়ির উপরের আচ্ছাদন, ছাত। [সং. √ ছদ্ + ণিচ্ + অ]। ̃ ক বিণ. 1 আচ্ছাদনকারী; 2 ছাদ নির্মাণকারী, ঘরামি। ̃ ন বি. 1 আচ্ছাদন; 2 ছাদ নির্মাণ; 3 ঘর ছাওয়া; 4 যা দিয়ে আচ্ছাদিত করা হয়। ছাদিত বিণ. 1 আচ্ছাদিত; 2 ছাদবিশিষ্ট। 18)
ছ্যাঁত্
(p. 304) chyān̐t বি. অব্য. ভয়ের ভাব, ভয়ে শিউরে ওঠা (বুকটা ভয়ে ছ্যাঁত্ করে উঠল)। [দেশি-তু. ছাঁত্]। 176)
ছাতা2
(p. 304) chātā2 বি. 1 কোঁড়ক; 2 ছাতলা। [সং. ছত্রাক]। ̃ ধরা, ̃ পড়া বিণ. ছাতলাযুক্ত। ব্যাঙের ছাতা বি. কোঁড়ক, mushroom. 10)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072135
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768015
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365442
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720806
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697647
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594358
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544549
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542149

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন