Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জন্ম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জন্ম এর বাংলা অর্থ হলো -

(p. 312) janma (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)।
[সং. √ জন্ + মন্]।
জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা।
জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া।
কুণ্ডলী
বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র।
গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)।
গ্রহণ
বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি।
জন্ম
বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে।
জন্মান্তর
বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম।
জয়ন্তী
বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব।
তিথি
বি. জন্মকালীন তিথি।
দ,দাতা
(-তৃ) বি. পিতা, জনক।
স্ত্রী.দা,দাত্রি।
দান বি. উত্পাদন।
দুঃখী
বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন।
স্ত্রী.দুঃখিনী।
নক্ষত্র
বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক।
পত্র,পত্রিকা
বি. কোষ্ঠী।
বৃত্তান্ত
বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী।
ভূমি
বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি।
শাসন
বি. জন্মনিয়ন্ত্রণ, birth control.শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো।
জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)।
74)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জাত৪
(p. 321) jāta4 বি. 1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা); 2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)। বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]। জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা। জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া। জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা। ̃ পাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা। ̃ ভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক। জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া। জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া। 9)
জলদ-গম্ভীর
জয়োস্তু
(p. 312) jaẏōstu ক্রি. জয় হোক, জয়তু। [ সং. জয়ঃ + অস্তু]। 129)
জালি-বোট
(p. 324) jāli-bōṭa বি. স্টিমারের সঙ্গে যে ছোট নৌকা বাঁধা থাকে। [ইং. jolly-boat]। 14)
জিরা1
(p. 325) jirā1 ক্রি. জিরানো, বিশ্রাম করা। [আ. জিরিয়ান্]।
জোখা, জুখা
(p. 327) jōkhā, jukhā ক্রি. 1 পরিমাণ নির্ণয় করা; 2 ওজন করা; 3 পাশাপাশি রেখে তুলনামূলকভাবে মাপা। বি. বিণ. উক্ত সব অর্থে (লেখাজোখা)। [হি √ জুখ]। 97)
জেট
(p. 327) jēṭa বি. জেটইঞ্জিনচালিত বিমানপোত। [ইং. jet]। 61)
জন্মানো
(p. 312) janmānō দ্র জন্মা। 77)
জাহাজ
জাগ
(p. 320) jāga বি. কাঁচা ফল পাকাবার জন্য বা পাট পচাবার জন্য খড় পাতা প্রভৃতির চাপ (পাট জাগ দেওয়া, জাগে পাকানো)। [সং. হি. জকড়]। 9)
জ্ঞানী
জটিল
জাজ্বল্য
জনাব
জীবাণু
(p. 327) jībāṇu বি. অতি সূক্ষ্ম প্রাণী বা উদ্ভিদ, microbe. [সং. জীব + অণু]। রোগ-জীবাণু - বি. যে জীবাণু জীবদেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, bacillus. 10)
জল-পাই
জুগুপ্সা
(p. 327) jugupsā বি. 1 কুত্সা, নিন্দা; 2 ঘৃণা। [সং. √ গুপ্ + সন্ + অ + আ]। জুগুপ্সিত বিণ. নিন্দিত; ঘৃণিত। 22)
জাদু1
জটা
(p. 312) jaṭā বি. 1 বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ খাওয়া কেশরাশি, জট; 2 কেশর; 3 গাছের ঝুরি (বটের জটা)। [সং. √ জট (পরস্পর লগ্ন) + অ + আ]। ̃ জাল, ̃ জূট বি. জটারাশি; লম্বিত অবিন্যস্ত কেশরাশি। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ জূট-ধারী বিণ. মাথায় জটা আছে এমন (জটাজূটধারী সন্ন্যাসী)। বি. জটাধারী শিব। ̃ মাংসী বি. ছোট গুল্মজাতীয় গাছ থেকে প্রস্তুত মলমের মতো সুগন্ধ দ্রব্যবিশেষ। ̃ ল বিণ. জটাযুক্ত। 20)
জেঠি1, জেঠিমা
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072147
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768015
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365443
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720809
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697647
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594362
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544552
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542149

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন