Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জ্ঞান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জ্ঞান এর বাংলা অর্থ হলো -

(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)।
[সং. √ জ্ঞা + অন]।
কাণ্ড
বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু।
কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ)কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia.গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য।
গম্যি
বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি।
গরিমা
বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা।
গর্ভ
বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ।
চক্ষু
বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি।
ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে।
তৃষ্ণা
বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ।
দ বিণ. জ্ঞানদায়ক।
দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী।
পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি।
পাপী
(-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন।
পিপাসা
- জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ।
বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত।
বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী।
ল্ত্রী.বতী।
বৃদ্ধ
বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞানঅভিজ্ঞতায় সমৃদ্ধ।
ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ।
বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য।
যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র।
লিপ্সা
বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা।
শক্তি
বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়।
শূন্য,হীন
বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ।
জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জাদ
(p. 322) jāda বি. চুল বাঁধার ফিতে। [দেশি]। 2)
জ্ঞানাতীত
(p. 331) jñānātīta বিণ. জ্ঞানের অতীত, জ্ঞানের দ্বারা যা লভ্য নয়। [সং. জ্ঞান + অতীত]। 15)
জাঙ্গাল, জাঙাল
(p. 320) jāṅgāla, jāṅāla বি. 1 বাঁধ, dam. 2 সেতু; 3 জমির আল বা আলি; 4 পথ; 5 পতিত জমি। [সং. জঙ্গাল]। 23)
জমাদার
জাহ্নবী
(p. 324) jāhnabī বি. জহ্নুমুনির কন্যা, গঙ্গাদেবী। [সং. জহ্নু + অ + ঈ]। 26)
জীরক
(p. 327) jīraka বি. মশলাবিশেষ, জিরে। [সং. জীর + ক]। 18)
জাম-বাটি
(p. 322) jāma-bāṭi বি. কাঁসার বড় বাটি। [ফা. জাম (=পাত্র) + বাং. বাটি]। 38)
জ্বালা-মালিনী
জাপানি
জ্বলুনি
(p. 331) jbaluni বি. 1 দহন, জ্বলন; 2 জ্বালা, যন্ত্রণা। [বাং. জ্বলা + উনি]। 33)
জঙ্গি
(p. 312) jaṅgi দ্র জঙ্গ2। 13)
জ্যান্ত
(p. 331) jyānta বিণ. জিয়ন্ত, জীবন্ত। [সং. জীবন জিয়ন্ত জ্যান্ত]। 51)
জঘন
জাম্বীর
(p. 322) jāmbīra বিণ. জামিরসম্বন্ধীয়; জামির থেকে জাত বা উত্পন্ন। [সং. জম্বীর + অ]। 50)
জর-জর
(p. 312) jara-jara বিণ. 1 অতিশয় ক্লিষ্ট (দুঃখে জরজর); 2 জীর্ণ; 3 জারিত (নুনে জরজর); 4 দুঃখে বা আনন্দে বিহ্বল ('তার পুলকিত তনু জরজর', 'শোকে হিয়া জরজর': রবীন্দ্র)। [সং. জর্জর]। 130)
জড়া
(p. 312) jaḍ়ā ক্রি. জড়ানো। বিণ. জড়িয়ে আছে বা জড়িয়ে ধরেছে এমন। [সং. √ জট্ + বাং. আ-তু. হি. √ জ়ড়]। 27)
জুঝা, যুঝা
(p. 327) jujhā, yujhā ক্রি. 1 লড়া, যুদ্ধ করা; 2 বাধাবিঘ্নের মোকাবিলা করা (দারিদ্রের সঙ্গে যুঝতে হচ্ছে)। বি. উক্ত অর্থে। [সং. √ যুধ্]। ̃ নো ক্রি. লড়াই করানো; লড়াইয়ে বাধ্য বা উত্সাহিত করা। বি. বিণ. উক্ত অর্থে। [জোঝা দ্র]। 26)
জোতা
(p. 330) jōtā ক্রি. যুক্ত বা যোজিত করা; সংযোজিত করা (এখন গাড়িতে বলদ জোতা হয়নি)। [জুতা1 দ্র]। 12)
জমা1
(p. 312) jamā1 ক্রি. 1 সঞ্চিত বা সংগৃহীত হওয়া (টাকা জমছে); 2 স্তূপীকৃত হওয়া (ময়লা জমে); 3 বুদ্ধি পাওয়া (পসার জমছে না, মেঘ জমছে); 4 জমাট বাঁধা, ঘন বা কঠিন হওয়া (বরফ জমছে); 5 সমবেত বা একত্র হওয়া (লোক জমছে); 6 উপভোগ্য হওয়া, সরগরম হওয়া (গানটা বেশ জমেছে, আসর জমেছে); 7 অসাড় বা ঠাণ্ডা হওয়া (হাত-পা জমে যাচ্ছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র]। 104)
জানা
(p. 322) jānā বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ ন (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 11)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072047
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768007
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365403
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720797
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697630
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594334
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544536
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542140

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন