Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তুড়িং-বিড়িং এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তুড়িং-বিড়িং এর বাংলা অর্থ হলো -

(p. 375) tuḍ়i-mbiḍ়i বি. (ফড়িঙের মতো) হঠাত্ হঠাত্ লাফিয়ে ওঠার ভাব; বারবার লাফানো বা অত্যন্ত চঞ্চলতা প্রকাশের ভাব।
[দেশি]।
118)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তুল-তুল
(p. 375) tula-tula বি. অব্য. অত্যন্ত কোমলতার ভাব (একেবারে নরম তুলতুল করছে)। [তলতল দ্র]। তুল-তুলে বিণ. অতিশয় কোমল, টিপলেই আঙুল বসে যায় এমন নরম ('মুখখানি তার তুলতুলে': স. দ.)। 219)
তকত, তক্ত, তখত
(p. 363) takata, takta, takhata বি. সিংহাসন ('একদিকে দিল্লীর বাদশাহী তক্ত, আর একদিকে চিতোরের রাজসিংহাসন': অবনীন্দ্র); (আল.) গদি। [ফা. তখ্ত্]। ̃ তাউস বি. ময়ূরসিংহাসন। [ফা. তখত্ + আ. তাউস (=ময়ূর)]। 10)
তুল2
(p. 375) tula2 বি. 1 দাঁড়িপাল্লা; 2 তৌল করা (তুল করে দেখা)। [সং. তুলা]। 215)
তাদর্থ্য
তাজিম
তামা
(p. 375) tāmā বি. লালচে রঙের নমনীয় মিশ্র ধাতুবিশেষ, copper. [ পা. তম্ব সং. তাম্র]। ̃ টে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ। তামা-তুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন। 45)
ত্রস্নু
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
তোলো
তুরস্ক-মণি
(p. 375) turaska-maṇi বি. উপরত্নবিশেষ, ফিরোজা, নীলকান্তমণি, turquoise. [সং. তুরস্ক + মণি]। 206)
তরাস
তৃষা, তৃষ্ণা
তিরস্করণী, তিরস্করিণী, তিরস্কারিণী
তেঁএ
(p. 375) tēm̐ē অব্য. (প্রা. বাং.) তদ্দ্বারা। [সং. তেন]। 257)
তা2
(p. 372) tā2 বি. 1 ডিম ফোটাবার জন্য ডিমের উপর বসে স্ত্রী পাখির দেওয়া তাপ (ডিমে তা দেওয়া); 2 (আল.) উসকানি, নীরবে বা গোপনে উত্সাহ দেওয়া (ওদের ঝগড়ায় তুমি কেন তা দিচ্ছ?)। [সং. তাপ]। 21)
ত2, তো
(p. 363) ta2, tō অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবত্]। 3)
তর্জা
(p. 371) tarjā ক্রি. আস্ফালন করা; শাসানো। [সং. √ তর্জ্ + বাং. আ]। ̃ নো ক্রি. তর্জন করা। বি. তর্জন। তর্জিত বিণ. 1 ভর্ত্ সিত; 2 ভয় দেখানো হয়েছে এমন। 9)
তথৈবচ
(p. 365) tathaibaca অব্য. 1 সেই রকমই (তুমিও তো দেখছি তথৈবত); 2 প্রকৃত প্রস্তাবে তেমনই (তার বিদ্যা তো নেই-ই, বুদ্ধিও তথৈবচ)। [সং. তথা + এব + চ]। 13)
তেজ-পত্র, তেজ-পাতা, (কথ্য) তেজ-পাত
(p. 375) tēja-patra, tēja-pātā, (kathya) tēja-pāta বি. মশলা হিসাবে ব্যবহৃত গাছবিশেষের শুকনো পাতা। [বাং. তেজ + সং. পত্র]। 271)
তলাতল
(p. 371) talātala বি. পুরাণে বর্ণিত সপ্তপাতালের অন্যতম। [সং. তল + অতল]। 23)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2064451
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765405
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1362195
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719441
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 696052
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593294
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541517
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 540156

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন