Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ত্বক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ত্বক এর বাংলা অর্থ হলো -

(p. 387) tbaka (ত্বচ্) বি. 1 গায়ের চামড়া; 2 ছাল, বাকল (বৃক্ষত্বক); 3 খোসা (ফলাদির ত্বক); 4 স্পর্শেন্দ্রিয়।
[সং. √ ত্বচ্+ ক্বিপ্]।
57)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তছু
(p. 364) tachu সর্ব. (ব্রজ.) তাঁর ('তছু পায়ে মঝু পরণাম': গো. দা.)। [সং. তস্য]। 9)
ত্বাদৃশ
(p. 387) tbādṛśa বিণ. তোমার সদৃশ, তোমার তুল্য। [সং. ত্বদ্ (=যুষ্মদ্) + √ দৃশ্ + অ]। 68)
তুষ
(p. 375) tuṣa বি. ধানের বা অনুরূপ শস্যের খোসা। [সং. √ তুষ্ + অ]। তুষের আগুন - তুষানল -এর অনুরূপ। 231)
তদ্-গত, তদ্গত
(p. 365) tad-gata, tadgata বিণ. 1 (তাতে) নিমগ্ন বা অভিনিবিষ্ট; 2 একাগ্র। [সং. তদ্ + গত]। ̃ চিত্ত বিণ. অনন্যমনা, তন্ময় (তদ্গতচিত্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন)। 15)
তেহাই2
তেইশ
(p. 375) tēiśa বি. বিণ. 23 সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রয়োবিংশ]। তেইশে বি. বিণ. মাসের তেইশ তারিখ বা তারিখের। 254)
তথা
(p. 365) tathā অব্য. 1 সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণমহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ̃ কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ̃ কার বিণ. সেখানকার। ̃ গত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। বিণ. সেই প্রকারে আগত বা গত। ̃ গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ̃ চ, ̃ পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ̃ বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ̃ ভূত বিণ. 1 সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; 2 সেইভাবে উত্পন্ন বা জাত। ̃ য় অব্য. বি. সেখানে, সেই স্হানে ('সত্বর তথায় গমন কর')। ̃ স্তু অব্য. তাই হোক। 10)
তা৬
তিষ্য
তম্বি
তৈসন, তৈসে
(p. 375) taisana, taisē যথাক্রমে তৈছন ও তৈছে -র রূপভেদ। 337)
তায়-দাদ
তরফ2, তড়প
তাঁরা
(p. 373) tām̐rā সর্ব. (তাঁহারা-র চলিত রূপ)। সেই ব্যক্তিরা। 12)
তেজস্ক্রিয়
(p. 375) tējaskriẏa বিণ. (বিজ্ঞা.) যা থেকে এমন এক রশ্মি বিকীর্ণ হয় যাতে অস্বচ্ছ পদার্থের ভিতর দিয়ে দেখা যায়, radio-active (বি.প.)। [সং. তেজস্ + √ কৃ + অ]। বি. ̃ তা, তেজস্ক্রিয়া। 274)
ত্র্যহ
(p. 391) tryaha বি. তিন দিনের সমষ্টি। [সং. ত্রি + অহন্]। ̃ .স্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ তিথি বলে বিদিত ('জন্ম মোদের ত্র্যহস্পর্শে সকল অনাসৃষ্টি': রবীন্দ্র)।
তর-কারি
তাঁহা, তাঁহি
(p. 373) tām̐hā, tām̐hi অব্য. (ব্রজ.) সেখানে। [সং. তস্মিন্, তত্]। 13)
তবিয়ত
(p. 367) tabiẏata বি. 1 স্বাস্হ্য, শারীরিক অবস্হা (আজ তাঁর তবিয়ত ঠিক নেই); 2 মেজাজ। [আ. তবীঅত্]। 59)
তেল
(p. 375) tēla বি. 1 তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস; 2 (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)। [সং. তৈল]। তেল দেওয়া ক্রি. বি. 1 যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেস মাখানো বি. ক্রি. 1 (অন্যের শরীরে) তেল লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া। ̃ কাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)। ̃ কাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়। ̃ কুচ-কুচে, ̃ চুক-চুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে। ̃ চিটে বিণ. তৈলাক্তমলিন। ̃ তেলা, ̃ তেলে বিণ. তৈলাক্তবত্; মসৃণ বা পিছল। ̃ পড়া বি. (রোগ দূরীকরণের জন্য) মন্ত্রপূত তেল। 310)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070752
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767537
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364827
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720600
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697351
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594149
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543965
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542015

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন