Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দানেশ-মন্দ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দানেশ-মন্দ এর বাংলা অর্থ হলো -

(p. 402) dānēśa-manda বি. পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি।
[ফা. দানিশ্-মন্দ্]।
দানেশ-মন্দি বিণ. পাণ্ডিত্যপূর্ণ বা জ্ঞানগর্ভ (দানেশমন্দি রচনা)।
79)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দৌবারিক
(p. 426) daubārika বি. দারোয়ান, দ্বাররক্ষক। [সং. দ্বার + ইক]। 2)
দুর্ধর্ষ
(p. 414) durdharṣa বিণ. 1 যাকে পরাজিত করা কষ্টকর, দুর্জয়, প্রবল পরাক্রমশালী; 2 যার ক্ষতিসাধন করা কষ্টকর। [সং. দুর্ + √ ধৃষ্ (হিংসা) + অ]। বি. ̃ তা। 29)
দোদমা
(p. 421) dōdamā বি. ফাটবার পর দুবার শব্দ হয় এমন পটকাবিশেষ। [দেশি]। 82)
দুর্বিনীত
(p. 414) durbinīta বিণ. 1 অবিনয়ী, উদ্ধত; 2 অশিষ্ট, অভদ্র। [সং. দুর্ + বিনীত]। 51)
দোলমা, দোরমা
(p. 421) dōlamā, dōramā বি. পটোলের মধ্যে মাছ-মাংসের পুর দিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [দেশি]। 113)
দার1
(p. 406) dāra1 বি. পত্নী (অকৃতদার, মৃতদার)। [সং. √ দৃ + অ]। ̃ কর্ম, ̃ গ্রহণ, ̃ পরিগ্রহ, ̃ পরিগ্রহ বি. বিবাহ। 11)
দুর্ভর
(p. 414) durbhara বিণ. 1 দুর্বহ, গুরুভার, বহন করা শক্ত এমন; 2 দুঃসহ, অসহ্য। [সং. দুর্ + √ ভৃ + অ]। বি. ̃ তা। 62)
দোলাচল-চিত্ত
(p. 425) dōlācala-citta বিণ. অস্হিরচিত্ত, চঞ্চল, দোদুল্যমান, দ্বিধাগ্রস্ত। বি. দ্বিধা, অস্হিরচিত্ততা। [সং. দোলা (√ দুল্ + অ + আ (স্ত্রী.) + চল (=চঞ্চল) + চিত্ত]। 4)
দর্প
(p. 400) darpa বি. অহংকার, দম্ভ। [সং. √ দৃপ্ + অ]। ̃ হারী (-রিন্) বিণ. দর্পনাশকারী (দর্পহারী শ্রীমধুসূদন)। দর্পিত বিণ. 1 দর্পযুক্ত, গর্বিত (দর্পিত আচরণ, দর্পিত উক্তি); 2 দৃপ্ত। দর্পী (-র্পিন্) বিণ. দর্পকারী, দাম্ভিক, অহংকারী। 5)
দর2
(p. 399) dara2 বি. 1 মূল্য, দাম; 2 মূল্যের হার, নিরিখ; 3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)। [তু. হি. দর্]। ̃ কষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি। ̃ দস্তুর, ̃ দাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি। 9)
দারা
(p. 406) dārā বি. দার 1-এর চলিত বাংলা রূপ ('দারাপুত্র পরিবার তুমি কার': হেম.)। 16)
দিবা
(p. 408) dibā বি. দিনমান, দিনের বেলা (দিবালোকে, কিবা রাত কিবা দিবা)। ক্রি-বিণ. দিনমানে, দিনের বেলায় (দিবা দ্বিপহরে ঘুমানো)। [সং. √ দিব্ + আ]। ̃ কর, ̃ বসু বি. সূর্য। ̃ নিদ্রা বি. দিনের বেলায় ঘুম। ̃ নিশি, ̃ রাত্র, ̃ রাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ। ̃ ন্ধ বিণ. দিনের বেলা দেখতে পায় না এমন। বি. প্যাঁচা। ̃ ব-সান বি. দিনের শেষ, সন্ধ্যা। ̃ বিহার বি. দিনের বেলায় বা দুপুরের খেলা বা বিশ্রাম। ̃ ভাগ বি. দিনের বেলা। ̃ ভীত বি. প্যাঁচা। ̃ বসু দ্র দিবাকর। ̃ রাত্র - দিবানিশি -র অনুরূপ। ̃ লোক বি. 1 দিনের আলো; 2 দিনমান, দিবাভাগ। ̃ স্বপ্ন বি. 1 দিবানিদ্রায় দেখা স্বপ্ন; 2 অলীক কল্পনা। 31)
দংশ
(p. 395) daṃśa বি. ডাঁশ, বড় মশা। [সং. √ দন্শ্ + অ]। স্ত্রী. দংশী। 7)
দাউ-দাউ
(p. 402) dāu-dāu ক্রি-বিণ. অব্য. প্রবলভাবে আগুন জ্বলার অব্যক্ত আওয়াজ বা ভাবসূচক (দাউদাউ করে জ্বলছে)। [ধ্বন্যা.]। 20)
দুর্বাসিত
(p. 414) durbāsita বিণ. দুর্গন্ধযুক্ত, যাতে খারাপ গন্ধ আছে এমন। [সং. দুর্ + √ বাসি (নামধাতু) + ত]। 48)
দুর্ভেদ্য
(p. 414) durbhēdya বিণ. 1 ভেদ করা শক্ত এমন (দুর্ভেদ্য পাথর); 2 বোঝা যায় না এমন, দুর্জ্ঞেয় (দুর্ভেদ্য রহস্য); 3 দুষ্প্রবেশ্য, প্রবেশ করা যায় না এমন (দুর্ভেদ্য ব্যুহ, দুর্ভেদ্য জঙ্গল)। [সং. দুর্ + √ ভিদ্ + য]।বি. ̃ তা। 68)
দুরারোহ
(p. 413) durārōha বিণ. 1 আরোহণ করা শক্ত এমন; অত্যন্ত উঁচু; 2 দুর্গম। [সং. দুর্ + আ + √ রুহ্ + অ]। 29)
দাব1
(p. 405) dāba1 বি. 1 প্রচণ্ড চাপ; 2 শাসন, দমন (দাবে রাখা); 3 তাড়না, ভর্ত্সনা, তিরস্কার। [হি. দাব্]। 7)
দেহাত্ম-বাদ
(p. 421) dēhātma-bāda বি. দেহই আত্মা বা দেহ থেকে স্বতন্ত্র আত্মা নেই-এই মত, চার্বাকের জড়বাদী দর্শন। [সং. দেহাত্মন্ + বাদ]। দেহাত্ম-বাদী (-দিন্) বিণ. বি. দেহাত্মবাদে বিশ্বাসী। 48)
দুহুঁ, দুঁহুঁ
(p. 416) duhu, n̐dum̐hu দ্র দুঁহু। 57)
Adbid12 Bangla Font
Adbid12
Download
View Count : 6258
Mukti Narrow Bangla Font
Mukti Narrow
Download
View Count : 12788
Ekushey Puja Bangla Font
Ekushey Puja
Download
View Count : 21712
BhagirathiMJ Bangla Font
BhagirathiMJ
Download
View Count : 13380
KumarkhaliMJ Bangla Font
KumarkhaliMJ
Download
View Count : 205380
Lipi Rajanigandha Bangla Font
Lipi Rajanigandha
Download
View Count : 4326

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন