Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দোলাচল-চিত্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দোলাচল-চিত্ত এর বাংলা অর্থ হলো -

(p. 425) dōlācala-citta বিণ. অস্হিরচিত্ত, চঞ্চল, দোদুল্যমান, দ্বিধাগ্রস্ত।
বি. দ্বিধা, অস্হিরচিত্ততা।
[সং. দোলা (√ দুল্ + অ + আ (স্ত্রী.) + চল (=চঞ্চল) + চিত্ত]।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুধ
(p. 411) dudha বি. 1 দুগ্ধ, পয়ঃ, স্তন্য; 2 দুধের মতো সাদা রস বা তরল পদার্থ (নারকেলের দুধ)। [সং. দুগ্ধ]। দুধকলা দিয়ে কালসাপ পোষা ক্রি. বি. মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা। ̃ কুসুম্ভা বি. দুধে ঘোঁটা সিদ্ধির শরবত। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া। দুধ তোলা ক্রি. বি. শিশুর পান-করা দুধ বমি করে দেওয়া। ̃ দাঁত, দুধে দাঁত বি. শিশুর প্রথম যে দাঁত গজায় এবং পরে ছ-সাত বছরে যা পড়ে যায়। ̃ ভাত বি. শুধু দুধসহযোগে ভাত যা মূলত শিশুর, বৃদ্ধেররোগীর খাদ্য। ̃ রাজ, ̃ কমল বি. হেমন্তকালের ধানবিশেষ। দুধালো, দুধেল বিণ. দুধ দেয় এমন, দুগ্ধবতী (দুধেল গাই)। দুধে-আলতা রং বি. দুধে-আলতা মেশালে যে উজ্জ্বল গৌরবর্ণ হয়। দুধে-ভাতে থাকা ক্রি. বি. (আল.) সচ্ছল অবস্হায় বাস করা। দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু। দুধের সাধ ঘোলে মেটানো ক্রি. বি. বাঞ্ছিত বস্তুর অভাবে অপেক্ষাকৃত নিকৃষ্ট বস্তু দিয়ে কাজ চালানো। 21)
দুস্হ
(p. 416) dusha দ্র দুঃস্হ। 53)
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
দুমদাম
(p. 411) dumadāma দ্র দুম। 36)
দুরব-গম, দুরব-গম্য
(p. 413) duraba-gama, duraba-gamya বিণ. দুরধিগম্য, দুর্জ্ঞেয়, সহজে আয়ত্ত করা যায় না এমন। [সং. দুর্ + অবগম, অবগম্য]। ন্ত্রী. দুরব-গম্যা। বি. ̃ তা। 10)
দরবার
দীপাধার
দুপেয়ে
(p. 411) dupēẏē দ্র দু। 30)
দুরুত্তর
(p. 414) duruttara বি. কটু বা অন্যায় উত্তর। বিণ. 1 যার (অর্থাত্ যে প্রশ্নের) উত্তর দেওয়া কষ্টসাধ্য; 2 দুস্তর, যা উত্তীর্ণ হওয়া বা পার হওয়া দুঃসাধ্য এমন। [সং. দুর্ + উত্তর, উত্তর=উত্তরণ]। 2)
দিব্য
(p. 408) dibya বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 স্বর্গীয় (দিব্যাস্ত্র); 3 অলৌকিক (দিব্য জীবন, দিব্য শক্তি); 4 মনোহর, সুন্দর (শিশুটি দিব্য দেখতে)। বি. শপথ (দিব্য দেওয়া, দিব্য করা, আমার মাথার দিব্য রইল)। [সং. √ দিব্ + য]। ̃ চক্ষু (-ক্ষুস্), ̃ দৃষ্টি, ̃ নেত্র বি. অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু বা বিষয় বোঝা যায়। ̃ জ্ঞান বি. অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দিব্যদৃষ্টিসম্পন্ন। ̃ দৃষ্টি-দিব্যচক্ষুঅনুরূপ। ̃ নারী, দিব্যাঙ্গনা বি. অপ্সরা। ̃ যোনি বি. পরমেশ্বর, ভগবান। ̃ রথ বি. শূন্যপথে অর্থাত্ আকাশে বিচরণ করতে পারে এমন রথ। ̃ লোক বি. স্বর্গ, দেবতাদের আবাসস্হল। ̃ দিব্যাঙ্গনা দ্র দিব্যনারী। দিব্যাস্ত্র বি. দেবতাদের অস্ত্র, দেবতাদের তেজ বা শক্তিতে পূর্ণ অস্ত্র যথা ব্রহ্মাস্ত্র। দিব্যোদক বি. 1 বৃষ্টি; 2 শিশির। 32)
দিগ্বি়জয়, দিগ্-বিজয়
দুর্গম
(p. 414) durgama বিণ. 1 যেখানে অতিকষ্টে যাওয়া যায় ('দুর্গম গিরি': নজরুল, দুর্গম পথ); 2 দুর্বোধ্য; 3 দুর্জ্ঞেয় (দুর্গম রহস্য); 4 দুর্লভ। [সং. দুর্ + √ গম্ + অ]। বি. ̃ তা। 11)
দক্ষিণী
দেশি, দেশী
(p. 421) dēśi, dēśī বিণ. 1 দেশে নির্মিত বা উত্পন্ন (দেশি চাল, দেশি কাপড়, দেশি যন্ত্রপাতি); 2 স্বদেশে প্রচলিত (দেশি আচার ব্যবহার); 3 দেশ থেকে আগত (পরদেশি); 4 সংগীতের রাগবিশেষ। [সং. দেশ + ইন্]। 38)
দুর্মূল্য
দস্ত-বদস্ত
(p. 402) dasta-badasta ক্রি-বিণ. (আদা.) হাতে হাতে। [ফা. দস্তবদস্ত]। 3)
দূতাবাস
দেহ2
(p. 421) dēha2 বি. শরীর। [সং. √ দিহ্ + অ]। ̃ কোষ বি. 1 প্রাণী বা উদ্ভিদের দেহের সূক্ষ্ম অংশ, cell; 2 গায়ের চামড়া, ত্বক। ̃ ক্ষয় বি. 1 দেহের ক্ষতি বা ধ্বংস; স্বাস্হ্যহানি; 2 মৃত্যু। ̃ চর্চা বি. শরীরের বা স্বাস্হ্যের উন্নতির জন্য ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়া। ̃ জ বিণ. দেহ থেকে উত্পন্ন (দেহজ মল)। বি. পুত্র। বিণ. স্ত্রী. ̃ জা। ̃ তত্ত্ব বি. 1 অঙ্গসংস্হানবিদ্যা, শারীরস্হানবিদ্যা, anatomy; 2 দেহের মধ্যেই সমস্ত সত্যের অবস্হান-এই তত্ত্ব (দেহতত্ত্বের গান)। ̃ ত্যাগ বি. মৃত্যু, প্রাণত্যাগ। ̃ দান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ। ̃ ধারণ বি. 1 প্রাণধারণ, জীবনযাপন, বেঁচে থাকা; 2 দেবতাদের মানবদেহ বা মানবজন্ম পরিগ্রহ। ̃ ধারী (-রিন্) বিণ. শরীরী, অঙ্গ বা মূর্তিবিশিষ্ট। ̃ পাত বি. 1 দেহের ক্ষয় বা ধ্বংস (কার জন্য দেহপাত করছি); 2 মৃত্যু। ̃ পিঞ্জর বি. পিঞ্জরস্বরূপ দেহ, দেহ; শরীরের কাঠামো। ̃ ভৃত্ বি. দেহ। ̃ যাত্রা বি. জীবনযাপন। ̃ রক্ষা বি. মৃত্যু (দেহরক্ষা করা)। ̃ রক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে। দেহ রাখা ক্রি. বি. মারা যাওয়া (কাশীতে দেহ রেখেছেন)। ̃ শোভা, ̃ শ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি। ̃ সৌন্দর্য, ̃ সৌষ্ঠব বি. দেহশ্রী -র অনুরূপ। 42)
দোরঙা
(p. 421) dōraṅā বিণ. দুই রংবিশিষ্ট (দোরঙা শাল)। [বাং. দু (দো) + রং + আ]। 105)
দাবা2
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070342
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767425
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364659
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720518
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697282
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594085
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543803
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541981

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন