Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নভো-মণ্ডল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নভো-মণ্ডল এর বাংলা অর্থ হলো -

(p. 447) nabhō-maṇḍala বি. নভস্তল, আকাশ, সমগ্র আকাশ বা আকাশপট।
[সং. নভঃ + মণ্ডল]।
33)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিনু
(p. 461) ninu বিণ. (আঞ্চ.) 1 নিচু, হেঁট; 2 হীন। [তু. নিচু, নত-তু. হি. নিনৌনা=নিচু হওয়া, to bend]। 37)
নিথর
(p. 461) nithara বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ, নিস্তব্ধ (নিথর দেহ, নিথর বনভূমি)। [বাং. নি + থর < সং. স্হির। তু. হি. নিথরনা (চুইয়ে পড়া)। 16)
নাপাক
(p. 454) nāpāka বিণ. অপবিত্র, অশুচি। [ফা. নাপাক]। 31)
নাসিকা
(p. 454) nāsikā বি. নাসা, নাক। [সং. নাসা + ক (স্বার্থে) + আ (স্ত্রী)]। 97)
নির্ভয়
(p. 468) nirbhaẏa বিণ. ভয়হীন, অভয়, নিঃশঙ্ক। [সং. নির্ + ভয়]। বি. ̃ তা। নির্ভয়ে ক্রি-বিণ. ভয় না পেয়ে; সাহসের সঙ্গে। 123)
নরকান্তক
(p. 447) narakāntaka বি. নরকাসুর বধকারী শ্রীকৃষ্ণ। [সং. নরক + অন্তক]। 66)
নির্লেপ
(p. 473) nirlēpa বিণ. 1 যাতে কোনো কিছু মাখানো হয়নি, প্রলেপহীন; 2 নিঃসম্পর্ক, সম্পর্কহীন; 3 স্বতন্ত্র; 4 নির্লিপ্ত। [সং. নির্ + √ লিপ্ + অ]। 12)
নগদা, নগদানগদি, নগদি
(p. 444) nagadā, nagadānagadi, nagadi দ্র নগদ। 11)
নাট
(p. 452) nāṭa বি. 1 নৃত্য, নাচ; 2 অভিনয় (নাটমঞ্চ); 3 লীলা ('সাক্ষাত্ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাট':চৈ. চ); 4 রঙ্গকৌতুক ('দেখিতে আইনু নাট': ভা. চ.); 5 রঙ্গমঞ্চ ('ধন্য হরি ভবের নাটে')। [সং. √ নট্ + অ]। ̃ মন্দির বি. দেবমন্দিরের সম্মুখস্হ যে ঘরে নৃত্যগীত হয়। 55)
নিরীশ্বর
নিরম্বু
(p. 467) nirambu বিণ. জলহীন; যাতে জলটুকুও পান করা নিষিদ্ধ (নিরম্বু উপবাস)। [সং. নির্ + অম্বু]। 2)
নাবিক
(p. 454) nābika বি. জলযানের চালক; যে নৌকা জাহাজ প্রভৃতি চালনার কাজ করে। [সং. নৌ + ইক]। ̃ বিদ্যা বি. নৌচালনার বিদ্যা। 40)
নিরঞ্জন
নবম
(p. 447) nabama বিণ. 9 সংখ্যক। [সং. নবন্ + ম]। নবমী বিণ. (স্ত্রী.) নবম -এর স্ত্রীলিঙ্গ। বি. (স্ত্রী.) তিথিবিশেষ। 7)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্যবিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয়বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নিচ্ছিদ্র
(p. 460) nicchidra বিণ. 1 ছিদ্রহীন; 2 নিখুঁত। [বাং. নি + সং. ছিদ্র, তু. সং. নিশ্ছিদ্র]। 24)
নেপো
(p. 479) nēpō বি. অনধিকারী ধূর্ত লোক; বাটপাড়। [দেশি]। যার ধন তার ধন নয় নেপোয় মারে দই যারা পরিশ্রম করে তারা পরিশ্রমের ফল ভোগ করে না, চালাক লোকে ফাঁকি দিয়ে সে ফল ভোগ করে। 31)
নিরাকার
(p. 467) nirākāra বিণ. আকারহীন, মূর্তিহীন। বি. 1 আকাশ; 2 পরব্রহ্ম। [সং. নির্ + আকার]। 15)
নিশিত
(p. 473) niśita বিণ. শাণিত, অত্যন্ত ধারালো। [সং. নি + √ শো + ত]। 30)
নিখরচা
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071650
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365334
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720748
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697549
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594285
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544424
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542122

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন