Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাতি2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নাতি2 এর বাংলা অর্থ হলো -

(p. 454) nāti2 বিণ-বিণ. অনতি, অনধিক, বেশি নয় এমন (নাতিশীতোষ্ণ, নাতিদীর্ঘ, নাতিস্হূল)।
[সং. ন + অতি]।
দীর্ঘ
বিণ. খুব দীর্ঘ নয় এমন (নাতিদীর্ঘ বক্তৃতা)।
দূর বি. বিণ. বেশি দূর নয় এমন ('নাতিদূরে তর হাসি উন্মথে নীরবতা': সু. দ)।
শীতোষ্ণ
বিণ. বেশি ঠাণ্ডাও নয়, বেশি গরমও নয় এমন, ঠাণ্ডা-গরম কোনোটিই বেশি নয় এমন।
শীতোষ্ণ-মণ্ডল
বি. উত্তর বা দক্ষিণ হিমমণ্ডলগ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল, যেখানে শীত বা গরম কোনোটিই প্রবল নয়, temperate zone. 11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিরপরাধ, (বাং.) নিরপরাধী
(p. 461) niraparādha, (bā.) nniraparādhī বিণ. অপরাধ করেনি এমন, অপরাধহীন, নির্দোষ। [সং. নির্ + অপরাধ]। বিণ. স্ত্রী. নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী। 138)
নরা-নর1
(p. 447) narā-nara1 এর বিকৃত রূপ ('নরা গজা বিশে শয়': খনার বচন)। 69)
নেশা
(p. 480) nēśā বি. 1 মাদক দ্রব্য (নেশা ধরেছে); 2 মাদক দ্রব্যের ব্যবহার (নেশা করা); 3 মাদক দ্রব্য ব্যবহারজনিত মত্ততা (নেশার ঘোর); 4 প্রবল আসক্তি আকর্ষণ টান বা ঝোঁক (কাজের নেশা, গানের নেশা, খেলার নেশা); 5 মোহ, বিহ্বলতা (চোখের নেশা)। [আ. নেশা]। নেশা করা ক্রি. বি. মাদক সেবন করা। ̃ খোর বি. মাদকসেবী। 10)
নিষ্ফলা2
(p. 475) niṣphalā2 বিণ. ফলহীন, ফল ধরে না এমন (নিষ্ফলা গাছ)। [সং. নির্ + ফল + বাং. আ (স্বার্থে)]। নিষ্ফলা বার যে দিনে কোনো ক্রিয়াকর্ম করলে ফলের সম্ভাবনা নেই। 41)
নিশ্চল
(p. 473) niścala বিণ. 1 অচল, স্হির (নিশ্চল সংস্কার, নিশ্চল পর্বত); 2 স্তব্ধ, গতিহীন (গাড়িটা নিশ্চল হয়ে গেল)। [সং. নির্ + √ চল্ + অ]। বি. ̃ তা। নিশ্চলা বিণ. (স্ত্রী.) অচলা, স্হির (নিশ্চলা ভক্তি)। 36)
নাগর-দোলা
(p. 452) nāgara-dōlā বি. নীচ থেকে উপরে ঘুরপাক খাবার দোলনাবিশেষ, merry-go-round. [সং. নগর + বাং. দোলা]। 20)
নিট2
(p. 461) niṭa2 বিণ. 1 আনুষঙ্গিক খরচখরচা বাদে যা থাকে এমন (নিট আয়, নিট লাভ); 2 মোটমাট যা দাঁড়ায় এমন (এত পরিশ্রমের ফলে নিট লাভ কী হল?)। [ইং. net]। 3)
নির্ভর
(p. 468) nirbhara বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)। বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক। [সং. নির্ + √ ভৃ + অ]। নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা। ̃ তা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা। ̃ যোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)। ̃ শীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. ̃ শীলতা। 124)
নাজিম
নির্বাদ
(p. 468) nirbāda বিণ. নিন্দা, দুর্নাম, অপবাদ। [সং. নির্ + বাদ]। 91)
নিষ্ক্রয়
নির্বর্ষ
(p. 468) nirbarṣa বিণ. বর্ষাহীন বা বৃষ্টিহীন (নির্বর্ষ দিন)। [সং. নির্ + বর্ষা]। 82)
নির্নিগড়
(p. 468) nirnigaḍ় বিণ. 1 নিগড়হীন, শিকল নেই এমন; 2 বাধাহীন, অবাধ ('নির্নিগড় বিভীষিকা বিচরিছে গগনে গগনে': সু. দ.)। [সং. নির্ + নিগড়]। 74)
নমন
(p. 447) namana বি. 1 নত হওয়া; নতি; 2 প্রণাম; 3 নামানো; 4 নোয়ানো; 5 বাঁকানো। [সং. √ নম্ + অন, √ নম্ + ণিচ্ + অন]। ̃ শীল বিণ. নতিযুক্ত; নত হয় এমন। 36)
নলিচা, নলচে
(p. 447) nalicā, nalacē বি. হুঁকোর যে দণ্ডের উপর কলকে বসানো থাকে। [ফা. নাইচা-তু. হি. নৈচা]। 87)
নিরস্ত
(p. 467) nirasta বিণ. 1 ক্ষান্ত (তর্কে নিরস্ত হওয়া, চেষ্টায় নিরস্ত হওয়া); 2 বিরত, নিবৃত্ত (সকলে মিলে তাকে নিরস্ত করলাম); 3 দূরীভূত। [সং. নির্ + √ অস্ + ত]। 10)
ন যযৌ ন তস্হৌ
(p. 447) na yayau na tashau বি. কর্তব্য স্হির করতে না পারার দরুন স্হির হয়ে থাকা (ব্যাপার দেখে আমার তো তখন ন যযৌ ন তস্হৌ অবস্হা)। [সং.]। 49)
নিরালম্ব
নির্মোচ্য
(p. 473) nirmōcya বিণ. মোচনযোগ্য, মোচন করতে হবে বা করা উচিত এমন। [সং. নির্ + √ মুচ্ + য]। 2)
নেপো
(p. 479) nēpō বি. অনধিকারী ধূর্ত লোক; বাটপাড়। [দেশি]। যার ধন তার ধন নয় নেপোয় মারে দই যারা পরিশ্রম করে তারা পরিশ্রমের ফল ভোগ করে না, চালাক লোকে ফাঁকি দিয়ে সে ফল ভোগ করে। 31)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071260
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767705
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365108
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720682
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697431
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594222
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544193
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542068

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন