Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিরতীত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিরতীত এর বাংলা অর্থ হলো -

(p. 461) niratīta বিণ. অতীত হয়ে যায়নি এমন ('নিরতীত নৈরাজ্যের রূঢ় নিমন্ত্রণ': সু.দ.)।
[সং. নির্ + অতীত]।
131)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নোনা1
(p. 481) nōnā1 বি. আতাজাতীয় ফলবিশেষ। [পো. anona]। 14)
-নয়নী
নিষ্ফল
(p. 475) niṣphala বিণ. 1 ফলহীন, ফল ধরে না এমন (নিষ্ফল গাছ); 2 বিফল, ব্যর্থ, পণ্ড (নিষ্ফল তর্ক, নিষ্ফল প্রয়াস); 3 অনর্থক, অকারণ (নিষ্ফল পূলক, নিষ্ফল আক্রোশ)। [সং. নির্ + ফল]। বি. ̃ তা। নিষ্ফলা বিণ. (স্ত্রী.) ফলহীনা; বন্ধ্যা। 39)
নির্দ্বিধ
(p. 468) nirdbidha বিণ. 1 দ্বিধা নেই এমন, সংকোচ নেই এমন; 2 সংশয় নেই এমন (নির্দ্বিধ উক্তি, নির্দ্বিধ ঘোষণা)। [সং. নির্ + দ্বিধা]। নির্দ্বিধা বি. (বাং.) নিঃসংশয়তা, দ্বিধাহীনতা (একথা নির্দ্বিধায় বলতে পারি)। 67)
নিযুত
(p. 461) niyuta বি. বিণ. দশ লক্ষ, million. [সং. নি + √ যু + ত]। 108)
নেমক, নেমক-হারাম
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্যবিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয়বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নিষ্ক্রান্ত
(p. 475) niṣkrānta বিণ. বহির্গত, বেরিয়ে গেছে এমন (দ্রুতবেগে ঘর থেকে নিষ্ক্রান্ত হল)। [সং. নির্ + √ ক্রম্ + ত]। 14)
নামাঙ্কিত
(p. 454) nāmāṅkita বিণ. 1 নাম আঁকা লেখা বা খোদাই করা আছে এমন (তাঁর নামাঙ্কিত খাম আমি কেন নেব?); 2 নামযুক্ত; 3 স্বাক্ষরিত (নামাঙ্কিত সিলমোহর)। [সং. নাম + অঙ্কিত]। 51)
নিলম্বন
(p. 473) nilambana বি. 1 কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত স্হগিত বা মুলতুবি রাখা; 2 অস্হায়ী বা সাময়িক পদচ্যুতি, suspension (স. প.)। [সং. নি + √ লম্ব্ + অন]। নিলম্বিত বিণ. মুলতুবি, মুলতুবি রাখা হয়েছে এমন; সাময়িকভাবে বরখাস্ত বা পদচ্যুত করা হয়েছে এমন, suspended (স. প.)। নিলম্বিত গণিতক কাঁচা হিসাব, suspense accounts (স. প.)। 16)
নিপাত
(p. 461) nipāta বি. 1 মরণ, মৃত্যু, ধ্বংস, বিনাশ (নিপাত হওয়া, নিপাত যাওয়া); 2 অধঃপাত। [সং. নি + √ পত্ + অ]। 48)
নহিলে
(p. 451) nahilē (কথ্য ও চলিত) নইলে অব্য. নচেত্, নতুবা, অন্যথায়, না হলে (যেয়ো কিন্তু, নইলে রাগ করব)। [বাং. না + হইলে]। 7)
নিত-কনে
(p. 461) nita-kanē বি. বিবাহকালে যে সখী বা ছোট মেয়ে কনের সঙ্গে থাকে, মিতকনে। [সং. মিত্রকন্যা]। 6)
নিক্ষত্র
নিষ্ক্রিয়
নারদ
(p. 454) nārada বি. (কলহসংগঠক বলে খ্যাত) দেবর্ষিবিশেষ। [সং. নার + √ দা + অ]। 67)
নত
(p. 444) nata বিণ. 1 হেঁট, আনত (নত হয়ে দেখা); 2 প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া); 3 বিনীত, নম্র (নতভাবে কথা বলা); 4 নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির); 5 নিচু, অনুন্নত। [সং. √ নম্ + ত]। ̃ জানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন। ̃ দৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন। ̃ নাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা। ̃ মস্তক, ̃ শির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)। ̃ মুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। নতি বি. 1 নত অবস্হা বা ভাব; 2 ঝোঁক, প্রবণতা; 3 প্রণাম; 4 পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা); 5 বিনয়, নম্রতা; 6 বিনীত প্রার্থনা বা আবেদন; 7 (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)। 44)
নয়2
(p. 447) naẏa2 ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ̃ কো ক্রি. হয় না, নহে। ̃ তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)। 51)
নেহাত
নগণ্য
(p. 444) nagaṇya বিণ. 1 গণনার অযোগ্য (সংখ্যা নগণ্য); 2 তুচ্ছ, সামান্য, উপেক্ষা করার মতো, বাজে (নগণ্য লোক)। [সং. ন + গণ্য]। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069494
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767059
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364208
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720367
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697083
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543067
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541902

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন