Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিরলস এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিরলস এর বাংলা অর্থ হলো -

(p. 467) niralasa (বাং.) বিণ. আলস্যহীন (নিরলস চেষ্টা)।
[সং. নির্ + আলস্য]।
স্ত্রী. নিরলসা।
তু. সং. নিরালস্য।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নৌবল, নৌবহর, নৌবাহ, নৌবাহিনী, নৌবাহ্য, নৌবিদ্যা, নৌযুদ্ধ, নৌসেনা
(p. 481) naubala, naubahara, naubāha, naubāhinī, naubāhya, naubidyā, nauyuddha, nausēnā দ্র নৌ। 23)
নোয়া1
(p. 481) nōẏā1 বি. (লোহা -র আঞ্চ. রূপ) হিন্দু সধবা নারীর হাতে পরিধেয় লোহার বালাবিশেষ। 16)
নেহ৩, নেহা
(p. 480) nēha3, nēhā বি. (প্রা. বাং. ও ব্রজ.) স্নেহ, আদর। [সং. স্নেহ]। 13)
নাগরা, নাগরাই
(p. 452) nāgarā, nāgarāi বি. চামড়ার তৈরি ভারী ও জমকালোধরনের জুতাবিশেষ। [দেশি]। 21)
নিজ
(p. 460) nija বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)। সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)। [সং. নি + √ জন্ + অ]। ̃ কীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য। ̃ ত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)। ̃ মূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)। ̃ স্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। বি. স্বকীয় ধন বা সম্পত্তি। নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)। নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)। নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 27)
নেভা, নেভানো
(p. 479) nēbhā, nēbhānō যথাক্রমে নেবা ও নেবানো -র অধিকতর প্রচলিত রূপ।
নৈগম
নিশীথ
(p. 473) niśītha বি. 1 অর্ধরাত্রি; 2 গভীর রাত্রি ('নিশীথ শয়নে': রবীন্দ্র); 3 রাত্রি ('নিশীথে কী কয়ে গেল': রবীন্দ্র)। বিণ. গভীর ('নিশীথ রাতের প্রাণ': রবীন্দ্র)। [সং. নি + √ শী + থ]। 32)
নাকা1
(p. 452) nākā1 বিণ. খোনা, নাকি। [বাং. নাক2 + আ]। 3)
নিদর্শক
(p. 461) nidarśaka বিণ. নির্দেশক, নির্দেশ করে এমন (চিত্তচাঞ্চল্যের নিদর্শক); সূচক। [সং. নি + √ দর্শি + অক]। 17)
নির্বাচক
(p. 468) nirbācaka বিণ. বি. নির্বাচনকারী; নির্বাচনে যোগ দিতে বা ভোট দিতে অধিকারী ব্যক্তি; elector, voter (স. প.)। [সং. নির্ + √ বচ্ + ণিচ্ + অক]। ̃ মণ্ডল, ̃ মণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)। 87)
নহবত
(p. 451) nahabata দ্র নওবত। 2)
নাস2
(p. 454) nāsa2 বি. নাক (ছিন্ননাস)। [সং. নাসা]। 94)
নিক্ষেপ
নাতজামাই, নাতনি, নাতবউ
(p. 454) nātajāmāi, nātani, nātabu দ্র নাতি1। 9)
নাবো
(p. 454) nābō দ্র নাবাল। 41)
নিগরণ
(p. 460) nigaraṇa বি. গেলা, গলাধঃকরণ; খাওয়া, ভক্ষণ। [সং. নি + √ গৃ + অন]। 9)
নিবুনিবু
(p. 461) nibunibu দ্র নিবা। 78)
নিত্য
(p. 461) nitya ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্হায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ̃ কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ̃ কাল বি. চিরকাল। ̃ তা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ̃ ধাম বি. স্বর্গ। ̃ নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ̃ প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ̃ প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ̃ বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ̃ যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ̃ যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ̃ যৌবনা। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ̃ সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ̃ সেবা বি. দৈনিক পূজা। 14)
নৈকষেয়
(p. 480) naikaṣēẏa বি. নিকষার পুত্র অর্থাত্ রাবণ, কুম্ভকর্ণবিভীষণ। [সং. নিকষা + এয়]। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071520
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767835
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365263
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720723
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697509
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594265
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544380
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542107

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন