Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্ভর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নির্ভর এর বাংলা অর্থ হলো -

(p. 468) nirbhara বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)।
বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক।
[সং. নির্ + √ ভৃ + অ]।
নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা।
তা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা।
যোগ্য
বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)।
শীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী।
বি.শীলতা।
124)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নুর
(p. 475) nura বি. 1 আলোক (নুরজাহান); 2 কেবল চিবুকে রক্ষিত দাড়ি। [আ. নূর]। 115)
নিন্দন
(p. 461) nindana বি. নিন্দা করা; নিন্দা। [সং. √ নিন্দ্ + অন]। 39)
নিউট্রন বোমা
নামা৩
(p. 454) nāmā3 ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]। নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা। ̃ নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 50)
নিমিষ, নিমেষ
(p. 461) nimiṣa, nimēṣa বি. 1 পলক, চোখের পাতা ফেলা ('এক দৃষ্টে চাহে সবে না করে নিমিষ': বি. গু. নিমেষহীন নয়নে); 2 চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে (নিমিষে নিমিষে); 3 (আল.) মুহূর্তকাল ('নিমিষের তরে নিয়েছি মা দেখে': রবীন্দ্র)। [সং. নি + √ মিষ্ + অ]। এক নিমেষে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে (এক নিমেষে ব্যাপারটা ঘটে গেল)। 98)
নীলা
(p. 475) nīlā বি. মূল্যবান নীলবর্ণ পাথরবিশেষ, নীলকান্তমণি, sapphire. [সং. নীল + বাং. আ]। 96)
নাক1
(p. 451) nāka1 বি. স্বর্গ; 2 আকাশ।[সং. ন + অক (দুঃখ)]। 26)
নিলীন
(p. 473) nilīna বিণ. 1 অবস্হিত; 2 লুকানো রয়েছে এমন; 3 নিমগ্ন। [সং নি + লীন]। নিলীয়-মান বিণ. নিলীন হচ্ছে এমন। 20)
নোড়া
নিরলস
নবহুঁ
(p. 447) nabahu বিণ. (প্রা. কাব্যে) নতুন, নবীন। [নব1 দ্র]। 9)
নমস্য
নির্ভয়
(p. 468) nirbhaẏa বিণ. ভয়হীন, অভয়, নিঃশঙ্ক। [সং. নির্ + ভয়]। বি. ̃ তা। নির্ভয়ে ক্রি-বিণ. ভয় না পেয়ে; সাহসের সঙ্গে। 123)
নির্ধন
নির্জলা1
(p. 468) nirjalā1 দ্র নির্জল। 52)
নিকা1,
নিরুদ্বেগ
(p. 468) nirudbēga বিণ. উদ্বেগহীন, শান্ত। বি. উদ্বেগহীনতা। [সং. নির্ + উদ্বেগ]। 24)
নিকেতন, নিকেত
(p. 459) nikētana, nikēta বি. আলয়, আবাস, গৃহ ('মন চল নিজ নিকেতনে')। [সং. নি + √ কিত্ + অন, অ]। 19)
নিরানব্বই, (কথ্য) নিরানব্বুই
(p. 467) nirānabbi, (kathya) nirānabbui বি. বিণ. 99 সংখ্যা বা সংখ্যক। [সং. নবনবতি]। 24)
নড়া2
(p. 444) naḍ়ā2 ক্রি. 1 আন্দোলিত বিচলিত বা কম্পিত হওয়া ('জল পড়ে পাতা নড়ে'); 2 এক স্হান থেকে অন্য স্হানে যাওয়া, স্হানান্তরে যাওয়া (সে এখান থেকে নড়তে চায় না); 3 সরে যাওয়া, চলা (নড়ার ক্ষমতা নেই); 4 শিথিল বা আলগা হওয়া (দাঁত নড়ছে); 5 অন্যথা হওয়া (আমার কথা নড়বে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নড়্ + বাং. আ]। ̃ চড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)। ̃ নো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্হানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। 41)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070157
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767347
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364574
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720484
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697229
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594052
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543642
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541963

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন