Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্মোহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নির্মোহ এর বাংলা অর্থ হলো -

(p. 473) nirmōha বিণ. মোহহীন; মোহ নেই বা মোহ দূরীভূত হয়েছে এমন (নির্মোহ মন)।
[সং. নির্ + মোহ]।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্যবিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয়বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নিমকি
(p. 461) nimaki বি. ময়দায় প্রস্তুত নোনতা খাবারবিশেষ। বিণ. নোনতা। [বাং. নিমক + ই]। 90)
নিষ্প্রাণ
নীপ
(p. 475) nīpa বি. কদম ফুল বা তার গাছ ('এসো নীপবনে ছায়াবীথিতলে': রবীন্দ্র)। [সং. √ নী + প]। 81)
নৌ
(p. 481) nau বি. নৌকা; জলযান, পোত (নৌ-চলাচলের উপযোগী নদী)। [সং. √ নুহ্ + ঔ]। ̃ চলাচল বি. নৌকাদি জলযানের যাতায়াত। ̃ চালক বি. নৌকাদি জলযানের চালক। ̃ জীবী, ̃ জীবিক বি. নৌকাচালক, মাঝি। ̃ বল বি. জলযুদ্ধের উপযোগী জাহাজসৈন্যদলের সমষ্টি। ̃ বহর বি. যুদ্ধে ব্যবহৃত নৌকাসমূহ বা জাহাজসমূহ। ̃ বাহ বি. 1 নৌকাবাহক, দাঁড়ি; 2 জাহাজচালনা, navigation (স. প.)। ̃ বাহিনী, ̃ সেনা, ̃ সৈন্য বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য। ̃ বাহী বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)। বি. বিণ. নৌকাচালনাকারী ('নৌবাহী নৌকা টাণঅ গুণে': চর্যা.)। ̃ বাহ্য বিণ. জাহাজাদি চালাবার উপযুক্ত (নৌবাহ্য নদী), navigable. ̃ বিদ্যা বি. নৌকাদি নির্মাণ বা চালনার বিদ্যা। ̃ যুদ্ধ বি. জলযুদ্ধ। 21)
নিদর্শন
নারঙ্গ, নারঙ্গি
(p. 454) nāraṅga, nāraṅgi বি. কমলালেবু বা তার গাছ। [সং. নারঙ্গ]। 66)
নির্বীর্য
(p. 468) nirbīrya বিণ. পৌরুষহীন, বীর্যহীন; কাপুরুষ। [সং. নির্ + বীর্য]। বি. ̃ তা। 114)
নোয়া2, নোয়ানো
(p. 481) nōẏā2, nōẏānō ক্রি. বি. নত করা, উপর থেকে নীচে টেনে আনা (মাথা নোয়াও, গুরুজনের সামনে মাথা নোয়ানো উচিত)। [বাং. √ নু (ণিজন্ত) সং. + নম্]। 17)
নিষুপ্ত
নিষ্পুণ্য
নাসিক্য
নিষ্পেষ, নিষ্পেষণ
নোঙর
(p. 481) nōṅara বি. শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশবিশেষ, যা জলের নীচে ফেলে জাহাজ নৌকা প্রভৃতি জলযান বেঁধে রাখা হয়। [ফা. লঙ্গর্]। নোঙর করা, নোঙর ফেলা ক্রি. বি. নোঙরের সাহায্যে জলযানের গতিরোধ করা। নোঙর তোলা ক্রি. বি. নোঙর উঠিয়ে জলযান চালু করা। 7)
নয়া
(p. 447) naẏā বিণ. 1 নতুন, অভিনব (নয়া কায়দা, নয়া মতলব, নয়া সাম্রাজ্যবাদ); 2 নব্য, আধুনিক (নয়া যুগ)। [হি. নয়া সং. নব]। নয়া জমানা বি. 1 নতুন রাজত্ব বা রাজত্বকাল; 2 নতুন শাসনব্যবস্হা; 3 নতুন যুগ। নয়া পয়সা বি. ভারতের নিম্নতম মূল্যের, পূর্বতন পয়সা, পয়সা। 62)
নিবসতি
(p. 461) nibasati বি. 1 বাসকরণ, বাস করা; 2 বাসস্থান, গৃহ। [সং. নি + √ বস্ + অতি]। 64)
নির্বচন
নাবাল, (আঞ্চ) নাবো, (আঞ্চ) নামো
(p. 454) nābāla, (āñca) nābō, (āñca) nāmō বিণ. 1 নিচু, নিম্ন (নাবাল জমি); 2 ঢালু (নাবাল পথ)। [বাং. নামা (নাবা) + ল, ও]। 37)
নিষ্ক
(p. 473) niṣka বি. 1 স্বর্ণ, সোনা; 2 স্বর্ণমুদ্রা; 3 সোনার পরিমাণবিশেষ, ষোলো মাষা। [সং. √ নিষ্ক্ + অ]। 56)
নেয়া, নেয়ানো
(p. 480) nēẏā, nēẏānō যথাক্রমে নেওয়ানেওয়ানো -র কথ্য রূপ। 4)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2059950
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1763788
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1360575
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 718682
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695060
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 592794
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541243
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 538167

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন