Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরে1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পরে1 এর বাংলা অর্থ হলো -

(p. 502) parē1 ক্রি-বিণ. 1 পিছনে, পশ্চাতে (সে পরে আসছে); 2 অনন্তর, অতঃপর (পরে সেখানে গেলাম); 3 ভবিষ্যতে (পরে মজা টের পাবে); 4 কোনো ঘটনা সম্পন্ন বা শেষ হয়ে গেলে (ট্রেন ছাড়ার পরে সে স্টেশনে গেছে)।
[সং. পর3 + বাং. এ]।
পরে-পরে ক্রি-বিণ. একটির পর একটি করে (পরে-পরে সাজানো)।
15) বি. পরাধীনতা, পরতন্ত্রতা।
[সং. পরতন্ত্র + য]।
94)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পরা-ক্রান্ত
পতিত
পালঙ্ক, (কথ্য) পালং, পালঙ
(p. 513) pālaṅka, (kathya) pāla, mpālaṅa বি. মূল্যবান খাট, পর্যঙ্ক। [সং. পল্যঙ্ক, পর্যঙ্ক]। 163)
পোঁত
(p. 533) pōn̐ta বি. মাটির নীচের অংশের পরিমাণ, প্রোথিত অংশ (বাঁশের তিন হাত পোঁত)। [বাং. √ পুঁত্ + অ]। 33)
প্রমারা
(p. 548) pramārā বি. বাজি ধরে তাসের খেলাবিশেষ। [পো. primeiro]। 49)
পথিক
(p. 488) pathika বিণ. বি. পথ দিয়ে (পায়ে হেঁটে) গমনকারী, পথচারী, পান্হ। [সং. পথিন্ + ক]। স্ত্রী. (বিরল) পথিকা ('দু চোখ বিভোর ভাবছে পথিকা': অ. চ.)। 28)
পরি-ব্যক্ত
পিনদ্ধ
(p. 521) pinaddha বিণ. বন্ধন করা বা পরিধান করা হয়েছে এমন (ঘনপিনদ্ধ)। [সং. অপি + √ নহ্ + ত]। 15)
প্রমাণ
(p. 548) pramāṇa বি. 1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়; 2 বিশ্বাসের হেতু; 3 সাক্ষ্য, নজির; 4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ। বিণ. (বাং.) 1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ); 2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)। [সং. প্র + √ মা + অন]। ̃ ত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে। ̃ পঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা। ̃ পত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট। ̃ পুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। ̃ সই বিণ. পূর্ণ পরিমাণ। ̃ সাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে। ̃ সিদ্ধ বিণ. যথার্থ বলে প্রমাণিত। প্রমাণিত, প্রমাণী-কৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ। 44)
পালং1, পালঙ
(p. 513) pāla1, mpālaṅa বি. বড়ো পাতাযুক্ত ভোজ্য শাকবিশেষ। [অসম. পালং-তু. হি. পালক]। 158)
পিঁড়ি, (কথ্য) পিঁড়ে
(p. 519) pin̐ḍ়i, (kathya) pin̐ḍ়ē বি. 1 ছোটো ও নিচু কাঠের আসনবিশেষ; 2 আসন (লক্ষ্মীর পিঁড়ি)। [সং. পিণ়্ডি]। 19)
প্রাঞ্জল
(p. 554) prāñjala বিণ. 1 সরল, সহজবোধ্য; 2 স্বচ্ছ, পরিষ্কার। [সং. প্র + √ অন্জ্ + অল]। ̃ তা বি. সরলতা, সহজবোধ্যতা; স্বচ্ছতা। 22)
পয়ান
(p. 488) paẏāna বি. (পদ্যে) প্রয়াণ -এর কোমল রূপ। 95)
পথ
(p. 488) patha বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ̃ কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ̃ কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ̃ খরচ, ̃ খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ̃ চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ̃ জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ̃ প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ̃ ভোলা, ̃ ভ্রষ্ট, ̃ ভ্রান্ত, ̃ হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ̃ মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ̃ শ্রম বি. পথে চলার কষ্ট। ̃ শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীনঅনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী। 27)
পরশ্ব
পরি-সম্পত্
(p. 499) pari-sampat বি. যে সম্পত্তি বা সম্পদ ঋণাদি পরিশোধে ব্যবহার করা যায়, assets (স.প.)। [সং. পরি + সম্পত্]। 83)
পড়-পড়
পূজা
প্রেপ্সু
(p. 554) prēpsu বিণ. পেতে ইচ্ছুক। [সং. প্র + √ আপ্ + সন্ +উ]। 105)
প্রক্ষেপ
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072210
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768027
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365459
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720821
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697661
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594377
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544556
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন