Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পার্সেল, পারসেল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পার্সেল, পারসেল এর বাংলা অর্থ হলো -

(p. 513) pārsēla, pārasēla বি. ডাকযোগে পাঠানো বাণ্ডিল, প্যাকেট ইত্যাদি।
[ইং. parcel]।
152)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রচ্ছাদন
(p. 538) pracchādana বি. 1 আচ্ছাদন, আবরণ; 2 উত্তরীয়বস্ত্র; 3 আবরণবস্ত্র। [সং. প্র + √ ছদ্ + ণিচ্ + অন]। প্রচ্ছাদিত বিণ. আবৃত, আচ্ছাদিত, ঢাকা। 25)
পুলিন্দা
(p. 526) pulindā বি. ছোটো পুঁটলি, বাণ্ডিল, গাঁঠরি। [হি. পুলিন্দা]। 75)
পড়ি-মরি
(p. 486) paḍ়i-mari বি. অত্যন্ত ব্যস্ততার ভাব (পড়িমরি করে ছোটা)। [বাং. পড়া + মরা]। 44)
প্রাতি-হার, প্রাতি-হারক, প্রাতি-হারিক
(p. 554) prāti-hāra, prāti-hāraka, prāti-hārika বি. 1 প্রতিহারীর বা দৌবারিকের কাজ; 2 বাজিকর, ঐন্দ্রজালিক। বিণ. মায়াবী। [সং. প্রতিহার + অ, ক, ইক]। 41)
পদ্ম-ভূষণ
(p. 488) padma-bhūṣaṇa বি. ভারত সরকার কর্তৃক প্রদত্ত উপাধিবিশেষ, পদ্মবিভূষণ অপেক্ষা নিম্নতর উপাধিবিশেষ। [সং. পদ্ম + ভূষণ]। 55)
পেষা
(p. 533) pēṣā বি. পেষণ, মর্দন (গম পেষা)। [সং. √ পিষ্ + বাং. আ]। 16)
পত্রী1
(p. 488) patrī1 বি. চিঠি; 2 পত্রিকা। [সং. পত্র + ঈ]। 25)
পাল৩
(p. 513) pāla3 বি. 1 বাতাসের সাহায্যে চালাবার জন্য নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা (পালে হাওয়া লাগা); 2 চাঁদোয়া। [হি. পাল]। ̃ তোলা বিণ. চালাবার সময় পাল খাটানো হয় এমন (পালতোলা নৌকা)। 155)
প্যান-প্যান
(p. 534) pyāna-pyāna বি. নাকিকান্না বিরক্তিকর অনুনয় ইত্যাদির ভাব (সবসময় কানের কাছে প্যানপ্যান কোরো না)। [দেশি]। প্যান-প্যানানি বি. ঘ্যানঘ্যান; প্যানপ্যান করা। প্যান-প্যানানো বি. ক্রি. প্যানপ্যান করা। প্যান-পেনে বিণ. প্যানপ্যান করে এমন। 85)
পরমানন্দ
(p. 488) paramānanda বি. গভীর আনন্দ ('সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ': রবীন্দ্র)। [সং. পরম + আনন্দ]। 171)
প্রথম
(p. 546) prathama বিণ. 1 আদি, আদিম (প্রথম যুগ, প্রথম প্রাণের আবির্ভাব); 2 আরম্ভকালীন (প্রথমাবস্হা); 3 শ্রেষ্ঠ, প্রধান (প্রথম পুরস্কার); 4 জ্যেষ্ঠ (প্রথম সন্তান); 5 নতুন, নবীন, অভিনব (প্রথম যৌবন); 6 পয়লা, এক নম্বর (মাসের প্রথম দিন); 7 সর্বাগ্রবর্তী (প্রথম সারি); 8 সর্বোত্কৃষ্ট, সর্বোচ্চ (পরীক্ষায় প্রথম হওয়া)। [সং. √ প্রথ্ + অম]। স্ত্রী. প্রথমা। ̃ ত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রথমে, আগে; প্রধানত। প্রথম-প্রথম ক্রি-বিণ. গোড়ার দিকে। প্রথমোক্ত বিণ. প্রথমে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এমন (প্রথমোক্ত পুস্তকটি)। 11)
পার্ট-নার
(p. 513) pārṭa-nāra বি. অংশীদার; ব্যাবসা কাজকর্ম ইত্যাদিতে সহযোগী। [ইং. partner]। 136)
পারমাণব, পারমাণবিক
(p. 513) pāramāṇaba, pāramāṇabika বিণ. পরমাণুসম্বন্ধীয়; পরমাণুজাত, atomic (পারমাণবিক ক্ষেপণাস্ত্র)। [সং. পরমাণু + অ, ইক]। 104)
পটপট
(p. 486) paṭapaṭa দ্র পট1। 6)
প্রসারিত, প্রসারী, প্রসার্য
(p. 552) prasārita, prasārī, prasārya দ্র প্রসার। 11)
প্রতর, প্রতরণ
(p. 538) pratara, prataraṇa বি. তরণ, পার হওয়া। [সং. প্র + তর, তরণ]। 57)
প্রস্হ2
(p. 552) prasha2 বি. 1 চওড়ার মাপ (দৈর্ঘ্য ও প্রস্হ); 2 বিস্তার, পরিসর; 3 পর্বতের সানুদেশ (হিমাদ্রিপ্রস্হ); 4 সমতল ভূমি (ইন্দ্রপ্রস্হ)। [সং. প্র + √ স্হা + অ]। ̃ চ্ছেদ বি. (বিজ্ঞা.) cross-section. ̃ দেশ বি. পর্বতের সানুদেশ। 27)
পদ্ম
(p. 488) padma বি. 1 (সচ.) লাল, নীল, গোলাপি ও সাদা রঙের জলজ ফুলবিশেষ, কমল, পঙ্কজ, উত্পল 2 তন্ত্রশাস্ত্রোক্ত দেহের চক্রবিশেষ 3 দশ লক্ষ কোটি সংখ্যা বা এক কোটি মিলিয়ন। [সং. √পদ্ + ম]। ̃ .আঁখি বি. শ্রীকৃষ্ণ রামচন্দ্র। ̃ .গোখরো বি. ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপ। ̃ .নাভ বি. (নাভিতে পদ্ম আছে বলে) বিষ্ণু। ̃ .নেত্র বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুযুক্ত, কমললোচন। ̃ .পলাশ বি. পদ্মের পাতা বা পদ্মফুলের পাপড়ি। ̃ .পলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট। বি. বিষ্ণু। ̃ .পাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে 2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট। বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ। ̃ মুখ বি. পদ্মের মতো সুন্দর মুখ। বিণ. পদ্মের মতো সুন্দর মুখবিশিষ্ট। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। ̃যোনি, ̃ভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা। ̃ রাগ বি. মূল্যবান মণিবিশেষ, ruby, চুনি (বি.প.)। ̃ লোচন বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট। স্ত্রী. ̃ লোচনা। 53)
পইঠা
(p. 483) piṭhā বি. 1 সোপান, সিঁড়ি; 2 ধাপ। [সং. প্রতিষ্ঠা]। 4)
প্রাশস্ত্য
(p. 554) prāśastya বি. 1 প্রশস্ততা, উত্কর্ষ; 2 প্রসার, বিস্তার। [সং. প্রশস্ত + য়]। 83)
Ekushey Puja Bangla Font
Ekushey Puja
Download
View Count : 21712
MohanondaMJ Bangla Font
MohanondaMJ
Download
View Count : 85858
DestinyMJ (Bijoy) Bangla Font
DestinyMJ (Bijoy)
Download
View Count : 13689
TuragSushreeMJ Bangla Font
TuragSushreeMJ
Download
View Count : 22246
Signature Bangla Font
Signature
Download
View Count : 6831
Lipi Bangla Font
Lipi
Download
View Count : 12919

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন