Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রমোহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রমোহ এর বাংলা অর্থ হলো -

(p. 550) pramōha বি. সম্মোহন, সম্মোহ, সংবেশন, হিপনোটিজম।
[সং. প্র + √ মুহ্ + অ]।
ন বি. সম্মোহন, সম্মোহিতকরণ।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পিণ্ডি2, পিণ্ডিকা, পিণ্ডী
(p. 521) piṇḍi2, piṇḍikā, piṇḍī বি. 1 বেদি; 2 চক্রের কেন্দ্রস্থল; 3 রোয়াক; 4 পায়ের গুলি। [সং. √ পিণ্ড্ + ই, + কা, + ঈ]। 2)
প্রত্যেক
(p. 546) pratyēka বিণ. প্রতিটি বা প্রতিজন, আলাদা আলাদা করে সকলে (প্রত্যেক দিন, প্রত্যেক মানুষ)। সর্ব. এক এক করে সকলে (প্রত্যেকই গিয়েছিল)। [সং. প্রতি + এক]। 10)
পদ্মশ্রী
(p. 488) padmaśrī বি. 1 (বৌ. সা.) বোধিসত্ত্ববিশেষ; 2 ভারত সরকারের প্রদত্ত উপাধিবিশেষ। [সং. পদ্ম + শ্রী + অ]। 56)
প্রাত্যহিক
প্যাডেল
(p. 534) pyāḍēla বি. পায়ের চাপ দিয়ে যন্ত্র বা যান চালাবার পাদানবিশেষ। [ইং. paddle]। 82)
প্রত্যাগত
প্রাঞ্জল
(p. 554) prāñjala বিণ. 1 সরল, সহজবোধ্য; 2 স্বচ্ছ, পরিষ্কার। [সং. প্র + √ অন্জ্ + অল]। ̃ তা বি. সরলতা, সহজবোধ্যতা; স্বচ্ছতা। 22)
পথ
(p. 488) patha বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ̃ কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ̃ কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ̃ খরচ, ̃ খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ̃ চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ̃ জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ̃ প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ̃ ভোলা, ̃ ভ্রষ্ট, ̃ ভ্রান্ত, ̃ হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ̃ মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ̃ শ্রম বি. পথে চলার কষ্ট। ̃ শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীনঅনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী। 27)
পরাগ
(p. 495) parāga বি. ফুলের রেণু, পুষ্পরজ, pollen [সং. পরা2 + √গম্ + অ]। ̃ কেশর বি. ফুলের যে কেশরে পরাগ থাকে, stamen. ̃ ধানী বি. পরাগকেশরের শীর্ষভাগ-যেখানে পরাগ থাকে, anther (বি.প.)। ̃ মিলন বি. ফুলের গর্ভকেশরে পরাগ ছড়ানো, pollination (বি. প.)। পরাগিত বিণ. পরাগযুক্ত, pollinated (বি. প.)। ̃ স্হলী বি. পরাগধানীর কোটর যার মধ্যে পরাগ থাকে, plooen-sac (বি.প.)। 16)
পেটিকা
(p. 532) pēṭikā দ্র পেটক। 7)
পাল৪
(p. 513) pāla4 বি. দল (ভেড়ার পাল)। [সং. পালি]। পালের গোদা (সচ. মন্দার্থে) দলের সর্দার। 156)
পেটি2
(p. 532) pēṭi2 বি. 1 মাছের কোল বা পেটের অংশ; 2 কোমরবন্ধ। [বাং. পেট + ই]। 6)
পরিধায়ী
(p. 498) paridhāẏī (-য়িন্) বিণ. পরিধানকারী, পরে বা পরেছে এমন (নববস্ত্রপরিধায়ী)। [সং. পরি + √ ধা + ইন্]। 22)
পেরোনো, পেরনো
(p. 533) pērōnō, pēranō বি. ক্রি. 1 পার হওয়া, অতিক্রম করা (নদী পেরোনো; রাস্তা পেরিয়েছে); 2 অতিবাহিত হওয়া (দশ দিন পেরিয়েছে, বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে)। [পারানো দ্র]। 2)
প্লায়ার্স
(p. 559) plāẏārsa বি. তার বাঁকাবার বা কোনোকিছু শক্ত করে ধরার সাঁড়াশিবিশেষ। [ইং. pliers]। 9)
পূব, পূবালী
(p. 529) pūba, pūbālī যথাক্রমে পুব ও পুবালি -র বর্জি. বানান। 12)
পরওয়ানা, পরোয়ানা
(p. 488) parōẏānā, parōẏānā বি. 1 লিখিত আদেশ; 2 আদেশপত্র। [ফা. পর্বানা]। 103)
পরি-চর
(p. 497) pari-cara বি. অনুচর; ভৃত্য। [সং. পরি + √ চর্ + অ]। 12)
প্রাতিস্বিক
পেটি1
(p. 532) pēṭi1 দ্র পেটক। 5)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071285
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767712
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365119
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720684
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697436
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594223
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544206
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542068

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন