Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফাঁসুড়ে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফাঁসুড়ে এর বাংলা অর্থ হলো -

(p. 564) phām̐suḍ়ē বি. পথিকের গলায় দড়ির ফাঁস পরিয়ে তাদের হত্যা করে এমন দস্যু।
[বাং. ফাঁস + উড়িয়া উড়ে]।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফুকন
(p. 565) phukana বি. ফুঁ দেওয়া, ফুত্কার। [হি. ফুঁক + বাং. অন]। ফুকন নল বি. স্যাকরার ব্যবহৃত আগুনে ফুঁ দেবার নল, blowpipe. 45)
ফর্ম, ফর্মা, ফর্সা
(p. 560) pharma, pharmā, pharsā যথাক্রমে ফরম, ফরমা ও ফরসা -র বানানভেদ। 55)
ফুট1
ফান্ড, ফাণ্ড
(p. 564) phānḍa, phāṇḍa বি. তহবিল (রাজ্যপালের ফাণ্ডে টাকা জমা দেওয়া)। [ইং. fund]। 18)
ফুলা, (কথ্য) ফোলা
(p. 567) phulā, (kathya) phōlā ক্রি. বি. 1 স্ফীত হওয়া (হাত পা ফোলে, মুখ ফুলছে); 2 ফেঁপে ওঠা (নদী ফুলে উঠেছে); 3 মোটা হওয়া (লোকটা দিন দিন ফুলছো); 4 (আল.) স্বাস্হ্যবান, ধনবান বা গর্বিত হওয়া (ব্যাবসা করে সে অল্পদিনেই ফুলে উঠেছে); 5 ফুলানো। [প্রাকৃ. √ ফুল সং. √ ফুল্ল্ -তু. হি. ফুলনা + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 স্ফীত করা (বুক ফুলিয়ে হাঁটা); 2 ফাঁপানো (বেলুন ফোলানো); 3 মোটা করা; 4 (আল.) গর্বিত বা বর্ধিত করা (অত বাহবা দিয়ে ছেলেকে আর ফুলিয়ো না)। বিণ. উক্ত সব অর্থে। 25)
ফিরতি
(p. 565) phirati বিণ. ফেরত এসেছে এমন (ফিরতি টাকা)। বি. 1 যা ফিরেছে (পাঁচ টাকা ফিরতি); 2 প্রত্যাগমন (ফিরতির পথে); 3 ফেরবার সময় (ফিরতিতে যাব)। ক্রি-বিণ. ফেরবার সময়ে (দেশ থেকে ফিরতি ওখানেও যাব)। [বাং. √ ফির্ + অতি]। 25)
ফেলসানি
ফাইল2
(p. 562) phāila2 বি. উখা, রেতি, ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার যন্ত্রবিশেষ। [ইং. file]। 32)
ফারম1, ফার্ম1
(p. 564) phārama1, phārma1 বি. ব্যাবসা প্রতিষ্ঠান। [ইং. firm]। 27)
ফেনিল
(p. 569) phēnila বিণ. ফেনাযুক্ত, সফেন (ফেনিল সমুদ্র, ফেনিল তরঙ্গ)। বি. ফেনিলতা। [সং. ফেন + ইল]। 5)
ফুক
(p. 565) phuka বি. অতি দ্রুততার ভাব (ফুক করে উড়ে গেল)। [ধ্বন্যা.-তু. ফুড়ুক]। 44)
ফাণিত
(p. 564) phāṇita বি. 1 ফেনি বাতাসা, বড়ো বাতাসাবিশেষ; 2 ঘন করা আখের গুড়। [সং. √ ফাণ্ + ণিচ্ + ত]। 15)
ফাঁশ2
(p. 563) phām̐śa2 বিণ. (গোপন ব্যাপার) প্রকাশিত, ব্যক্ত (সব কথা ফাঁস করে দিয়েছে)। [ফা. ফাশ]। 22)
ফেজ
(p. 567) phēja বি. তুর্কি টুপি বা ওইজাতীয় অন্য টুপি। [তুর. ফেজ. ইং fez]। 42)
ফাংশান
(p. 563) phāṃśāna বি. অনুষ্ঠান, উত্সব। [ইং. function]। 6)
ফুঁসা, ফুঁসানো, ফোঁসা, ফোঁসানো
(p. 565) phum̐sā, phum̐sānō, phōm̐sā, phōm̐sānō ক্রি. বি. 1 ফোঁস ফোঁস শব্দ করা; 2 রাগে চাপা গর্জন করা। [ধ্বন্যা.]। ফুঁসানি, ফোঁসানি বি. ফোঁস ফোঁস আওয়াজ; চাপা গর্জন। 43)
ফর-ফর
(p. 560) phara-phara বি. 1 পাতলা জিনিস হাওয়ায় ওড়ার শব্দ (পতাকা ফরফর করে, ঘুড়ি ফরফর করে ওড়ে); 2 ক্ষুদ্র প্রাণীর ক্রমাগত নড়াচড়ার ভাব বা শব্দ (পুঁটিমাছ ফরফর করছে, ফড়িং ফরফর করছে)। [ধ্বন্যা.]। ফর-ফরানি বি. ফরফর করার ভাব। ফর-ফরে বিণ. ফরফর করে এমন; চঞ্চল। তু. ফড়ফড়। 38)
ফেরি1
(p. 569) phēri1 বি. পথে পথে ঘুরে পণ্যবিক্রয় (খেলনা ফেরি করে)। [হি. ফেরী]। ̃ ওয়ালা বি. যে ফেরি করে। 12)
ফটক
ফল
(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ দ, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য। 56)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070677
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767526
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364804
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720593
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697345
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594140
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543954
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542010

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন