Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফাটা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফাটা এর বাংলা অর্থ হলো -

(p. 564) phāṭā ক্রি. 1 বিদীর্ণ হওয়া (বুক ফেটে যায়, 'দেখিয়া পরাণ ফাটে': চণ্ডী); 2 চিরে যাওয়া, চিড় খাওয়া (তক্তা ফাটা, ছাদ ফেটে জল পড়ে); 3 ফাটানো (দেওয়ালটা ফাটাচ্ছে কেন? চেঁচিয়ে আকাশ ফাটায়)।
বিণ. বিদীর্ণ।
বি. 1 বিদারণ; 2 বিদীর্ণ স্হান, ফাটল।
[সং. √ স্ফট্ বাং. √ ফাট্ + আ]।
ফাটা কপাল বি. দুর্ভাগ্য।
নো ক্রি. বি. বিদীর্ণ করা, ফাড়া।
বিণ. বিদীর্ণ।
ফাটি
বি. পরস্পর মারামারি; প্রবল দ্বন্দ্ব (মাথা-ফাটাফাটি)।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফেনক
(p. 569) phēnaka বি. দুধফেনি পিঠে। [সং. ফেন + ক]। 2)
ফাবড়া
(p. 564) phābaḍ়ā বি. ছোটো মোটা লাঠি, পাবড়া, খেটে (মাথায় মারল ফাবড়ার বাড়ি)। [বাং. পাব ( সং. পর্ব) ফাব + ড়া]। 22)
ফলন
(p. 560) phalana বি. 1 উত্পত্তি; 2 ফল বা শস্য জন্মানো (গমের ফলন এবার আশানুরূপ হয়নি); 3 ফলে যাওয়া, সত্য হওয়া (জ্যোতিষীর কথার ফলন)। [সং. √ ফল্ + অন]। 59)
ফুট৩
(p. 565) phuṭa3 বি. ছোটো দাগ বা ফোঁটা। [বাং. ফোঁটা সং. স্ফুট]। ফুট ফুট বিণ. ছোটো ছোটো দাগ বা ফোঁটা (তার সর্বাঙ্গে ফুট ফুট দাগ হয়েছে)। 55)
ফায়দা
(p. 564) phāẏadā বি. সুফল, লাভ, উপকার (এতে কী এমন ফায়দা হবে?)। [আ. ফাইদহ্ হি. ফায়দা]। ফায়দা তোলা, ফায়দা উঠানো ক্রি. বি. সুযোগ নেওয়া। 23)
ফ্লানেল
(p. 571) phlānēla বি. পশমি কাপড়বিশেষ। [ইং. flannel]। 11)
ফেরতা
(p. 569) phēratā বি. 1 ঘের (ফেরতা দিয়ে কাপড় পরা); 2 বদল (হাতফেরতা); 3 ফিরে আসা (তালফেরতা)। বিণ. প্রত্যাগত (বিলেত ফেরতা)। ক্রি-বিণ. ফেরার সময়ে (অফিস ফেরতা ওখানে যাব)। [দ্র ফিরা]। 9)
ফাল৩
(p. 564) phāla3 বি. (আঞ্চ.) লাফ। [বাং. লাফ]। 35)
ফজলি
(p. 560) phajali বি. মূলত মালদহের বড়ো আমবিশেষ। [আ. ফজ্ল্]। 13)
ফোঁড়
(p. 569) phōn̐ḍ় বি. 1 বেঁধন (ছুঁচের ফোঁড়); 2 ছিদ্র; 3 সেলাই (ছুঁচ দিয়ে ফোঁড় তোলা)। বিণ. ভেদ করে উঠেছে এমন (ভুঁইফোঁড়)। [বাং. ফুঁড় + অ]। এফোঁড়-ওফেঁড় বিণ. এক দিক থেকে অন্য দিক পর্যন্ত বিদ্ধ (তলোয়ার দিয়ে এফোঁড়-ওফোঁড় করেছে)।
ফ্যাসাদ
ফাস্ট
(p. 565) phāsṭa বিণ. 1 যতটা উচিত তার চেয়ে বেশি বেগসম্পন্ন (ঘড়িটা ফাস্ট যাচ্ছে); 2 বেগসম্পন্ন (ফাস্ট ট্রেন)। [ইং. fast]। 4)
ফুটা2, (কথ্য) ফোটা
(p. 567) phuṭā2, (kathya) phōṭā ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, নাফোটা ডাল; আ-ফোটা কথা)। 7)
ফলসা
(p. 562) phalasā বি. ছোটো অম্লমধুর ফলবিশেষ। [ফা. ফালসা]। 2)
ফেলা
(p. 569) phēlā ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্হাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল); 1 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)। [ হি. ফেকা]। ̃ ছড়া, ̃ ফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)। ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)। 21)
ফ্রেঞ্চ-কাট
(p. 571) phrēñca-kāṭa বি. বিণ. (দাড়ি সম্বন্ধে) কেবল থুতনিতে গোটির মতো রাখা দাড়ি। [ভারতীয় ইং. french-cut]। 8)
ফোন
ফোঁপরা
ফার-খত, ফার-কত
ফর-মুলা
(p. 560) phara-mulā বি. গণিতের বা অন্য কোনো বিষয়ের সমস্যাসমাধানের সূত্র বা সংকেত। [ইং. formula]। 45)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072203
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768027
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365459
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720814
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697658
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594377
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544556
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন