Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফ্যা ফ্যা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফ্যা ফ্যা এর বাংলা অর্থ হলো -

(p. 570) phyā phyā বি. ব্যর্থ ঘোরাঘুরি, অনর্থক ঘোরাঘুরির ভাব (সারাদিন চাকরির জন্যে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে)।
[ধ্বন্যা.]।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফুটা1, (কথ্য) ফুটো
(p. 567) phuṭā1, (kathya) phuṭō বি. ছিদ্র, রন্ধ্র (কাপড়ের ফুটো, জানলায় ফুটো)। বিণ. সচ্ছিদ্র, ছিদ্রযুক্ত ('এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে': রবীন্দ্র)। [বাং. ফুট4 + আ]। 6)
ফাঁদ
ফতো
(p. 560) phatō বিণ. 1 অন্তঃসারশূন্য; 2 ভিতরে ধনহীন কিন্তু বাইরের জাঁকজমক বজায় রাখে এমন (ফতো নবাব, ফতো বাবু)। [আ. ফৌত্]। ফতো নবাব, ফতো বাবু যার নবাবের মতো কেবল চালচলন আছে অথচ তার উপযুক্ত সম্বল কিছুই নেই। 30)
ফিরিস্তি
(p. 565) phiristi বি. ফর্দ, তালিকা। [ফা. ফেহ্রিস্ত]। 28)
ফরিয়াদ
ফলনা
(p. 560) phalanā বি. (বর্ত. অপ্র.) অমুক ব্যক্তি। [আ. ফলানা]। 60)
ফোটা1, ফুটা
(p. 570) phōṭā1, phuṭā ক্রি. (অশি.) 1 চলে যাওয়া, সরে পড়া (তুমি এখান থেকে ফোটো); 2 মরে যাওয়া (ঝি বেটি ফুটে গেছে)। [দেশি]। 11)
ফেনা
(p. 569) phēnā বি. ফেন, গাঁজ; একত্রে উদ্ভূত বুদবুদসমূহ (সমুদ্রের ঢেউয়ের ফেনা)। বিণ. সফেন; ফেন বা মাড়যুক্ত (ফেবাভাত)। ক্রি, ফেনানো, ফেনিয়ে তোলা। [সং. ফেন + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 নেড়ে নেড়ে ফেনিল করে তোলা বা গাঁজানো (রস জ্বাল দিয়ে ফেনানো); 2 (আল.) ইনিয়েবিনিয়ে কথা বাড়িয়ে তোলা; 3 অতিরঞ্জিত করা। বিণ. উক্ত সব অর্থে। ̃ য়.মান বিণ. ফেনাযুক্ত হচ্ছে এমন। ̃ য়িত বিণ. ফেনাযুক্ত হয়েছে এমন (ফেনায়িত দুধ, ফেনায়িত ঢেউ)। 3)
ফেরু
(p. 569) phēru বি. শিয়াল। [সং. ফে + রু]। 14)
ফয়তা
ফাঁড়ি
ফাল৩
(p. 564) phāla3 বি. (আঞ্চ.) লাফ। [বাং. লাফ]। 35)
ফাইন
(p. 562) phāina বি. জরিমানা, অর্থদণ্ড। [ইং. fine]। 28)
ফোঁস
ফেঁসো
(p. 567) phēm̐sō বি. 1 পাট প্রভৃতির আঁশ; 2 সুতোর সূক্ষ্ম অংশ। [বাং. ফাঁস + উয়া ও]। 39)
ফ্যাশন
(p. 570) phyāśana বি. 1 রেওয়াজ, চাল, ধরন, ঢং (এসব সেকালের ফ্যাশন); 2 বাবুগিরি (এইটুকু ছেলের অত ফ্যাশন ভালো নয়); 3 শৌখিন রীতি। [ইং. fashion]। 30)
ফল
(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ দ, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য। 56)
ফুঁপা, ফোঁপা
(p. 565) phum̐pā, phōm̐pā ক্রি. ফোঁস ফোঁস শব্দ করে কাঁদা, ফুঁপিয়ে কাঁদা। [ধ্বন্যা.]। ̃ নি বি. 1 গুমরে কাঁদা; 2 চাপা গর্জন। ̃ নো ক্রি. বি. 1 গুমরে কাঁদা, ফুলে ফুলে কাঁদা; 2 রাগে বা দুঃখে চাপা গর্জন করা। 42)
ফায়দা
(p. 564) phāẏadā বি. সুফল, লাভ, উপকার (এতে কী এমন ফায়দা হবে?)। [আ. ফাইদহ্ হি. ফায়দা]। ফায়দা তোলা, ফায়দা উঠানো ক্রি. বি. সুযোগ নেওয়া। 23)
ফণী
(p. 560) phaṇī (-ণিন্) (সাধারণত ফণাবিশিষ্ট বলে) সাপ, ভুজঙ্গ। [সং. ফণা + ইন্]। স্ত্রী. ̃ ফণিনী। ̃ ন্দ্র, ̃ শ্বর বি. নাগরাজ, বাসুকি। ̃ মনসা বি. ফণার মতো আকারবিশিষ্টা ছোটো কাঁটাগাছবিশেষ। 26)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069402
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767044
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364203
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720360
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697074
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593945
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543059
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541894

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন