Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বন এর বাংলা অর্থ হলো -

(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী।
[সং. √ বন্ + অ]।
কপোত
বি. বুনো পায়রা।
কুক্কুট
বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে।
চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)।
চারী
(-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন।
জ,জাত
বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)।
জঙ্গল
বি. ঝোপঝাড়।
জ্যোত্স্না
বি. মল্লিকা ফুল।
তুলসী
বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ।
দেবতা
বি. বনের দেবতা।
পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)।
বাদাড়
বি. ঝোপঝাড়, বনজঙ্গল।
বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন।
বাসী
(-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন।
স্ত্রী.বাসিনী।
বিড়াল
বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ।
বিবি
বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী।
বিহারী
(-রিন্) বি. শ্রীকৃষ্ণ।
বিণ. অরণ্যচারী, বনে বিচরণআমোদপ্রমোদ করে এমন।
বীথিকা
বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)।
ভোজ,ভোজন
বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্নাখাওয়াদাওয়া, চড়ুইভাতি।
মল্লিকা
বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল।
মহোত্সব
বি. বৃক্ষরোপণ উত্সব।
মানুষ
বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ।
মালা
বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা।
মালী
(-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ।
মোরগ
বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে।
রাজি
বি. বনশ্রেণি, বনের সারি।
শ্রী
বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী।
স্পতি
বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ।
স্হ বিণ. বনে অবস্হিত বা জাত।
61)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিমোক্ষ, বিমোক্ষণ
(p. 621) bimōkṣa, bimōkṣaṇa বি. 1 মুক্তি, উদ্ধার; 2 নিঃসারণ (রক্তবিমোক্ষণ)। [সং. বি + √ মোক্ষ্ + অ, অন]। 80)
বক্কাল
বিবরা
(p. 619) bibarā ক্রি. (কাব্যে) বিবৃত করা, বিশদভাবে বলা ('কহ মোরে বিবরিয়া': মধু.)। [সং. বি + √ বৃ + বাং. আ]। 44)
বিচর্চিকা
(p. 610) bicarcikā বি. খোসপাঁচড়াদি চর্মরোগ। [সং. বি + √ চর্চ্ + অক + আ]। 14)
বাদন
(p. 598) bādana বি. বাদ্য করা, বাজানো (বংশীবাদন)। [সং. √ বদ্ + ণিচ্ + অন]। বাদক বিণ. বি. বাদ্যকর, বাজিয়ে (বীণাবাদক, মুরশিদাবাদ থেকে বাদকের দল এসেছে)। 8)
বিজ্ঞান
বয়া
বাদানু-বাদ
বোল2
বিষয়
(p. 627) biṣaẏa বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্হান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)। [সং. বি + √ সি + অ]। ̃ আশয় বি. ধনসম্পত্তি। ̃ ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)। ̃ কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ। ̃ জ্ঞান বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান। ̃ তৃষ্ণা, ̃ বাসনা, ̃ লালসা বি. ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ। ̃ পরায়ণ বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী। ̃ বস্তু বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)। ̃ বিতৃষ্ণা, ̃ বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য। ̃ বুদ্ধি বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি। ̃ সূচি বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর বি. অন্য বিষয়। বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ। বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী। বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়। বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত। 39)
বিকাশ, (অপ্র.) বিকাস
বৈচিত্ত্য
(p. 644) baicittya বি. 1 (বৈ. শা.) চিত্তের অন্যথা ভাব (প্রেমবৈচিত্ত্য); 2 মোহ, মতিভ্রংশ। [সং. বিচিত্ত + য]। 11)
বারি1, বারী
(p. 602) bāri1, bārī বি. 1 হাতি বাঁধার দড়ি বা স্হান ('বারী-মাঝে নাদে গজ শ্রবণ বিদারি': মধু); 2 জলপাত্র, কলসি। [সং. √ বৃ + ণিচ্ + ই, ঈ]। 28)
বালি2
(p. 602) bāli2 বি. সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা। [তু. অসম. ওড়ি. বালি]। বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার ('বড়র পীরিতি বালির বাঁধ': ভা. চ.)। ̃ ঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ। 77)
বকরা
(p. 573) bakarā বি. ছাগ। [আ. বক্র-তু. সং. বর্কর]। বকরি বি. (স্ত্রী.) ছাগী। 10)
বাগ1
(p. 591) bāga1 বি. বাগান, উদ্যান, উপবন (গুলবাগ)। [ফা. বাগ]। 41)
বিজৃম্ভণ
বিচিত্র-বীর্য
বাচন
বিনায়ক
(p. 616) bināẏaka বি. 1 গণনায়ক, গণেশ; 2 শিক্ষক, গুরু; 3 বুদ্ধদেব; 4 গরুড়। [সং. বি + √নী + অক]। 48)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071199
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767687
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365090
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720680
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697426
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594219
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544165
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542064

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন