Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিকরাল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিকরাল এর বাংলা অর্থ হলো -

(p. 605) bikarāla বিণ. অতি ভয়ংকর, অত্যন্ত ভয়াল।
[সং. বি + করাল]।
81)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিভব
বিদরি
(p. 614) bidari বি. এক ধাতুপাত্রে অন্য ধাতু দিয়ে খোদাই করা নকশা বা কারুকার্য। [হি. বিদরী]। 6)
বিট-কেল
বাহ্লিক, বাহ্লীক
(p. 605) bāhlika, bāhlīka বি. 1 আফগানিস্তানের সন্নিহিত আধুনিক বালখ দেশের প্রাচীন নাম; 2 উক্ত দেশের ঘোড়া; 3 কুঙ্কুম; 4 হিং। [সং. √ বল্হ্ + ইক, ঈক]। 61)
বিচেষ্ট
(p. 611) bicēṣṭa বিণ. চেষ্টাহীন, উদ্যমহীন। [সং. বি + চেষ্টা]। 8)
বারিক
(p. 602) bārika বি. সৈন্যদলের বাসগৃহ, ব্যারাক। [ইং. barrack]। 30)
বিতরি-বত
(p. 633) bitari-bata বিণ. 1 অশিক্ষিত; 2 কুশিক্ষাপ্রাপ্ত; 3 অভদ্র; 4 আদব-কায়দা জানে না এমন। [ফা. বে + বাং. তরিবত ফা. তরবীয়ত্]। 169)
বুভুত্সা
(p. 633) bubhutsā বি. বোঝার বা জানার ইচ্ছা ('জাগরণ ঘুম নিরানন্দ বুভুত্সায় কেটে যায়': বিষ্ণু)। [সং. √ বুধ্ + সন্ + অ + আ]। 39)
বাজেয়াপ্ত
বাঁট-কুল
ব্যাজ2
(p. 648) byāja2 বি. 1 ছল ('কি কাজে এ ব্যাজ আমি বুঝিতে না পারি': মধু.); 2 কপটতা; 3 বিঘ্ন; 4 (বাং.) বিলম্ব; 5 সুদ। [সং. বি + √ অজ্ +অ]। ̃ স্তুতি বি. 1 কপট স্তুতি; 2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা 'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ': ভা. চ.)। ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা। 62)
বিলোম
(p. 626) bilōma বি. 1 প্রতিকূল, বিরুদ্ধ; 2 উলটো, বিপরীত (বিলোম পাঠ)। বি. সুরের অবরোহণ। [সং. বি + √ লোমন্ + অ]। 18)
বিনেতা
(p. 618) binētā (-তৃ) বিণ. 1 নিয়ন্তা, নিয়ন্ত্রণকারী; 2 শিক্ষক। [সং. বি + √ নী + তৃ]। স্ত্রী. বিনেত্রী। 17)
বিমোচন
বলা1
(p. 580) balā1 ক্রি. (আঞ্চ.) বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া (এত তোয়াজ করা হচ্ছে, তবু চারাগাছটা তেমন বলছে না)। [দেশি]। 171)
বিট2
(p. 611) biṭa2 বি. লালরঙের ভোজ্য কন্দবিশেষ। [ইং. beet]। ̃ পালং বি. 1 পালংশাক; 2 বিট। 55)
বাটিক
(p. 596) bāṭika বি. গলানো মোমের সাহায্যে কাপড়ে রঙের নকশা করার পদ্ধতিবিশেষ। [ইং. batik]। 14)
বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
বর্ত্ম
(p. 580) bartma (-র্ত্মন্) বি. 1 পথ, রাস্তা, মার্গ (লৌহবর্ত্ম); 2 আচার, ব্যবহার; 3 (আল.) উপায়। [সং. √ বৃত্ + মন্]। 122)
বমি
(p. 575) bami বি. 1 বমন, ন্যক্কার; 2 যা বমন করা হয়েছে (বমি পরিষ্কার করা)। [সং. √ বম্ + ই]। বমি-বমি ভাব বি. বমি পাচ্ছে এমন অবস্হা। 117)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070813
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767554
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364848
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720614
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697354
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594157
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543971
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542025

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন