Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিপল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিপল এর বাংলা অর্থ হলো -

(p. 619) bipala বি. কাল বা সময়ের পরিমাণবিশেষ।
(1 বিপল = 1/6 পল = 2/5 সেকেণ্ড)।
[সং. বি (=বিভক্ত) + পল]।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেসরকারি
বনাশ্রয়
ব্লটিং-পেপার
(p. 654) blaṭi-mpēpāra বি. শোষক কাগজ, চোষকাগজ, বাড়তি বা অতিরিক্ত কালি শুষে নেয় এমন কাগজ। [ইং. blotting paper]। 5)
বৃত্তাকার
(p. 633) bṛttākāra বিণ. গোলাকার। বি. বৃত্তের মতো আকার। [সং. বৃত্ত + আকার]। 61)
বায়ত
(p. 600) bāẏata ক্রি. বাজায়, বাজাচ্ছে ('বায়ত বহুবিধ খোল খমক ধুনি': নরহরি চক্রবর্তী)। [তু. ব্রজ. বাদত সং. বাদন]। 35)
বিচিত
(p. 610) bicita দ্র বিচয়। 21)
বেপথু, বেপন
(p. 641) bēpathu, bēpana বি. কম্প, শিহরন ('ব্যাপ্ত ব্রহ্মাণ্ডের বীতাগ্নি বেপথু': সু.দ.)। [সং. √ বেপ্ + অথু, অন]। বেপ-মান বিণ. কম্পমান। [সং. √ বেপ্ + মান (শানচ্)]। 6)
বিয়োজন
(p. 621) biẏōjana বি. 1 বিযুক্ত বা বিচ্ছিন্ন করা, পৃথক্করণ; 2 বিরহিত করা; 3 বিয়োগ করা। [সং. বি + √ যুজ্ + অন]। বিয়োজিত বিণ. বিযুক্ত বা বিচ্ছিন্ন বা পৃথক্কৃত করা হয়েছে এমন; বিরহিত। 92)
বামাচার
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বাট্টা
(p. 596) bāṭṭā বি. ক্রয়-বিক্রয়ের সময় প্রকৃত মূল্যের যে-অংশ বাদ বা ছাড় দেওয়া হয়, ধরাট, discount. [হি. বট্টা]। 17)
বীজ-গণিত
(p. 630) bīja-gaṇita বি. গণিতশাস্ত্রের শাখাবিশেষ যাতে সাংকেতিক চিহ্ন বহুল পরিমাণে ব্যবহৃত হয়, algebra। [সং. বীজ + গণিত]। 57)
বৈদুষ্য
(p. 644) baiduṣya বি. বিদ্যাবত্তা। তু. বিণ. বি. স্ত্রী. বিদূষী. [সং. বিদ্বস্ + য]। 30)
বাছা1
বাসনা1
ব্রজ
(p. 652) braja বি. 1 গোষ্ঠ (ব্রজবিহারী); 2 পথ ('বৃন্দাবনের ব্রজে ব্রজে', পদব্রজে); 3 সমূহ (গিরিব্রজ); 4 শ্রীকৃষ্ণের বাল্যলীলাভূমি বলে বর্ণিত মথুরার নিকটবর্তী গ্রামবিশেষ (ব্রজের কানাই)। [সং. ব্রজ্ + অ]। ̃ .কিশোর, ̃ .দুলাল, ̃ .বল্লভ, ̃ .মোহন, ̃ .রাজ, ̃ .সুন্দর বি. শ্রীকৃষ্ণ। ̃ .কিশোরী, ̃ .সুন্দরী বি. শ্রীরাধা। ̃ .বুলি বি. বৈষ্ণব পদাবলি-সাহিত্য ব্যবহৃত প্রাচীন মৈথিলি কবি বিদ্যাপতির ভাষার অনুকরণে সৃষ্ট কৃত্রিমমিশ্রভাষাবিশেষ। ̃ .ভাষা বি. হিন্দিভাষার শাখাবিশেষ। ̃ .লীলা বি. ব্রজধামে শ্রীকৃষ্ণের মধুর লীলা। ব্রজাঙ্গনা বি. ব্রজগ্রামের অধিবাসিনী গোপনারী। ব্রজেন্দ্র, ব্রজেশ্বর বি. শ্রীকৃষ্ণ। ব্রজেশ্বরী বি. শ্রীরাধা। ব্রজ্যা বি. ভ্রমণ, পর্যটন। 18)
বি এসসি
বালতি1
(p. 602) bālati1 বি. টবের মতো আকারবিশিষ্ট হাতলযুক্ত জলপাত্র। [পো. balde]। 63)
বিজ্বর
(p. 611) bijbara বিণ. জ্বরমুক্ত। [সং. বি + জ্বর]। 53)
বেবুন
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071398
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767760
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365169
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720689
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697469
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594234
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544252
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542075

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন