Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিভিন্ন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিভিন্ন এর বাংলা অর্থ হলো -

(p. 621) bibhinna বিণ. 1 নানারকম, বিবিধ (বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম); 2 অন্য, অন্যরকম (বিভিন্ন কথা, বিভিন্ন প্রসঙ্গ); 3 বিভক্ত, বিদীর্ণ (বিভিন্নবক্ষ)।
[সং. বি + √ ভিদ্ + ত]।
তা বি. পার্থক্য; বৈচিত্র্য।
বিভিন্নার্থ, বিভিন্নার্থক বিণ. বিবিধ বা নানান অর্থযুক্ত।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেটা
(p. 633) bēṭā বি. 1 পুত্র, ছেলে (বাপের বেটা); 2 (আদরে) শিশপুত্র, খোকা (বেটা বেশ হাঁটতে শিখেছে); 3 (অবজ্ঞায় বা ভর্ত্সনায়) পুরুষ লোক (এক বেটা, সে বেটা গেল কোথায়?)। বিণ. পুরুষজাতীয় (বেটা ছেলে)। [প্রাকৃ. বিট (=পুত্র) হি. বেটা]। স্ত্রী. বেটি। ̃ চ্ছেলে বি. (গালিতে) নচ্ছার লোক, পাজি লোক। ̃ ছেলে বি. পুত্রসন্তান; পুরুষমানুষ। 144)
বাকি
(p. 591) bāki বিণ. 1 অবশিষ্ট, উদ্বৃত্ত (বাকি টাকা পরে দেব); 2 অসম্পন্ন, অসমাপ্ত (কিছু কাজ বাকি রইল); 3 অনাদায়ি, প্রাপ্য (বাকি পাওনা); 4 আগামী (বাকি জীবন)। বি. 1 উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ ('বাকি কোথা নাহি জানে': রবীন্দ্র); 2 দেয় টাকা (বাকি শোধ); 3 পাওনা ইত্যাদি (বাকি আদায়)। [আ. বাকী]। ̃ জায় বি. অনাদায়ি খাজনার তালিকা। বাকি পড়া ক্রি. বি. অনাদায়ি থাকা। ̃ বকেয়া বিণ. অন্যের কাছে পাওনা। 36)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হসন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
ব্যাধি
(p. 651) byādhi বি. 1 রোগ, পীড়া; 2 দৈহিক অপুটতা। (তু. আধি)। [সং. বি + আ + √ ধা + ই]। ̃ ত বিণ. ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। ̃ .মন্দির বি. 1 রোগের আলয়; 2 শরীর, দেহ। 6)
বালেন্দু
(p. 602) bālēndu বি. শুক্লা প্রতিপদের চাঁদ। [সং. বাল + ইন্দু]। 86)
বর্ত্ম
(p. 580) bartma (-র্ত্মন্) বি. 1 পথ, রাস্তা, মার্গ (লৌহবর্ত্ম); 2 আচার, ব্যবহার; 3 (আল.) উপায়। [সং. √ বৃত্ + মন্]। 122)
বেলোয়ারি
বাচক
(p. 591) bācaka বিণ. 1 বোধক, অর্থজ্ঞাপক (গুণবাচক, ক্রিয়াবাচক); 2 পাঠক; 3 কথক। [সং. √ বচ্ + অক]। 90)
বিচয়, বিচয়ন
(p. 610) bicaẏa, bicaẏana বি. 1 বেছে নিয়ে একত্র করা; 2 সংগ্রহ; 3 অনুসন্ধান; 4 ফুল ইত্যাদি চয়ন। [সং. বি + √ চি + অ, অন]। বিচিত বিণ. একত্রীকৃত; সংগৃহীত; অনুসন্ধিত; চয়িত। 11)
বিপিতা
বহির্বিশ্ব
বেল2
(p. 642) bēla2 বি. ঘণ্টা বা ঘণ্টার ধ্বনি (ছুটির বেল বেজেছে)। [ইং. bell]। 8)
বাসন্তী
বেপরদা
ব্যব-হিত
(p. 648) byaba-hita বিণ. 1 ব্যবধানে অবস্হিত; ফারাক বা তফাত আছে এমন, ব্যবধানবিশিষ্ট; 2 দূরীকৃত, অন্তরিত; 3 আচ্ছাদিত; 4 অন্তর্হিত। [সং. বি + অব + √ ধা + ত]। 40)
বেপথু, বেপন
(p. 641) bēpathu, bēpana বি. কম্প, শিহরন ('ব্যাপ্ত ব্রহ্মাণ্ডের বীতাগ্নি বেপথু': সু.দ.)। [সং. √ বেপ্ + অথু, অন]। বেপ-মান বিণ. কম্পমান। [সং. √ বেপ্ + মান (শানচ্)]। 6)
বহি-বই1
(p. 580) bahi-bi1 এর অপ্র. রূপ (হিসাবের বহি)। [আ. বহী]। 238)
বিষ্ণু
(p. 630) biṣṇu বি. 1 নারায়ণ, হরি; 2 জগত্পালক। [সং. √ বিষ্ + নু]। ̃ প্রিয়া বি. লক্ষ্মীদেবী। ̃ বাহন বি. গরুড়। ̃ লোক বি. বৈকুণ্ঠ। 3)
বম, বম-বম, ববম-বম, বোম, বোম-বোম
বরশা, বর্শা
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071797
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767921
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365361
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720765
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697583
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594298
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544470
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542133

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন