Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিষ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিষ এর বাংলা অর্থ হলো -

(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)।
[সং. √ বিষ্ + অ]।
কণ্ঠ
বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব।
বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট।
কন্যা
বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী।
কাঁটালি
বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna.কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ।
ক্রিয়া
বি. দেহের মধ্যে বিষের প্রভাব।
ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক।
ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)।
বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা।
দ বিণ. বিষদায়ক।
দন্ত,
(কথ্য)দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি।
দিগ্ধ
বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা।
স্ত্রী.দিগ্ধা।
দুষ্ট
বিণ. বিষাক্ত।
দৃষ্টি,নয়ন
বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ।
ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ।
বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ।
নাশক
বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন।
বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন।
প্রয়োগ
বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো।
ফল বি. বিষাক্ত ফল।
ফোড়া
বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ।
বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)।
বিদ্যা
বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা।
বৃক্ষ
বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়।
বৈদ্য
বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা।
বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)।
বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া।
মুখ বি. বিষযুক্ত মুখ।
বিণ. কটুভাষী।
হর বিণ. বিষনাশক।
স্ত্রী.হরা।
হরী বি. (স্ত্রী.) মনসাদেবী।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিমূর্ত
(p. 621) bimūrta বিণ. 1 মূর্তিহীন (বিমূর্তভাব); 2 বিষয়-নিরপেক্ষ ভাবমূলক, abstract (বি. প.)। [সং. বি + √ মূর্ছ্ + ত (নি.)]। 76)
বেয়াড়া
বিদ্যুজ্জিহ্ব
বিশদ
(p. 626) biśada বিণ. 1 স্পষ্ট, প্রকট (বিশদ বিবরণ); 2 শুভ্র; 3 নির্মল 4 (বাং.) বিস্তারিত। [সং. বি + √ শদ্ + অ]। 24)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিকমানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
ব্যাজ1
(p. 648) byāja1 বি. দল পেশা ইত্যাদির নির্দেশক তকমা। [ইং. badge]। 61)
বিশে, (অপ্র.) বিশা
(p. 627) biśē, (apra.) biśā বি. মাসের কুড়ি তারিখ। বিণ. কু়ড়ি তারিখের (বিশে চৈত্র)। [বাং. বিশ + আ এ]। 11)
বিষ্টি-ভদ্রা
বিধায়ক, বিধায়ী
বৃত্তাকার
(p. 633) bṛttākāra বিণ. গোলাকার। বি. বৃত্তের মতো আকার। [সং. বৃত্ত + আকার]। 61)
বীজ-মন্ত্র
বৌ, বৌদিদি
(p. 646) bau, baudidi দ্র বউ। 69)
বুঝা, বোঝা
(p. 633) bujhā, bōjhā ক্রি. বি. 1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না); 2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও); 3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও); 4 টের পাওয়া, অনুভব করা (বুঝতে পারছি সে রেগেছে, বুঝতে পারছি পেট খারাপ হবে)। বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ.বুজ্ঝ + আ]। ̃ নো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)। বোঝা-পড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা। বোঝা-বুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা (ভুল বোঝাবুঝি)। 14)
বিজৃম্ভণ
বায়ক2
(p. 600) bāẏaka2 বিণ. বি. বাদক, যে বাজায়। [সং. বাদক]। 34)
বাস-স্হান
(p. 605) bāsa-shāna বি. 1 নিবাস, আবাস, বাস; 2 বাসগৃহ (বাসস্হান নির্মাণ করা)। [সং. বাস2 + স্হান]। 15)
বেতাল1
বাত্যা
(p. 598) bātyā বি. প্রবল বায়ু, ঝড় (বাত্যাবিধ্বস্ত)। [সং. বাত2 + য + আ]। ̃ তাড়িত বিণ. ঝড়ের বেগে দূরে নিক্ষিপ্ত বা চালিত ('বাত্যাতাড়িত পতঙ্গের মত': ব. চ.)। ̃ পীড়িত বিণ. ঝড়ের মুখে পড়েছে এমন, ঝটিকাহত। ̃ বিক্ষুব্ধ বিণ. ঝড়ের মুখে পড়েছে এমন; ঝড়ে বিধ্বস্ত। 2)
বিটঙ্ক
(p. 611) biṭaṅka বি. 1 পায়রার থাকার জায়গা, পায়রার খোপ; 2 পায়রা ইত্যাদির বসার দণ্ড হিসাবে নির্মিত উঁচু বাঁশের মাচা; 3 পাখি ধরার ফাঁদ। [সং. বি + √ টঙ্ক্ (=বন্ধন) + অ]। 58)
বেহুঁশ
(p. 642) bēhum̐śa বিণ. 1 হুঁশ নেই এমন, খেয়ালহীন; 2 অচৈতন্য, মূর্ছিত, চেতনাহীন (আঘাত পেয়ে বেহুঁশ)। [ফা. বে + আ. হোশ]। 66)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072167
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768020
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365451
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720811
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697649
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544554
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542149

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন