Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বৃহত্ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বৃহত্ এর বাংলা অর্থ হলো -

(p. 633) bṛhat বিণ. 1 প্রকাণ্ড, বড়ো (বৃহত্ অট্টালিকা); 2 মহত্, উদার (বৃহত্ হৃদয়); 3 সমারোহপূর্ণ (বৃহত্ ব্যাপার, বৃহত্ আয়োজন)।
[সং. √ বৃহ্ + অত্]।
বৃহতী বিণ. (স্ত্রী.) প্রকাণ্ড; মহতী।
বি. ছোটো বেগুনবিশেষ।
বৃহত্ত্ব বি. প্রকাণ্ডতা, বিশালতা।
বৃহত্তর বিণ. 1 অপেক্ষাকৃত বৃহত্, আরও বৃহত্ (বৃহত্তর আন্দোলন); 2 বিস্তৃততর (বৃহত্তর ভারত)।
বৃহত্তম বিণ. সবচেয়ে বৃহত্ (বৃহত্তম দেশ, বৃহত্তম সমুদ্র)।
85)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বরিখ, বরিখন, বরিখা
(p. 580) barikha, barikhana, barikhā যথাক্রমে বর্ষা, বর্ষণবর্ষা -র কোমল রূপ। 75)
বীজন
(p. 630) bījana বি. 1 ব্যজন, বাতাস দেওয়া; 2 বাতাস দেবার জন্য ব্যবহৃত পাখা চামর প্রভৃতি। [সং. √ বিজ্ + অন]। 59)
বির-খণ্ডি
বিরাশি
(p. 621) birāśi বি. বিণ. 82 সংখ্যা বা সংখ্যক। [তু. হি. বয়াসী প্রাকৃ. বিঅসী]। বিরাশি সিক্কা (আল.) খুব ভারী ওজন বা শক্তি (বিরাশি সিক্কা ওজনের চড়)। 106)
বালি-য়াড়ি
(p. 602) bāli-ẏāḍ়i বি. সমুদ্র বা নদনদীর বালিপূর্ণ উঁচু তীরভূমি। [তু. বালি + আড়া (ভাঙা)]। 79)
বাউরি
বাব
(p. 600) bāba বি. 1 হিসাবের ভাগ বা খাত; 2 রাজস্বের প্রকারভেদ। [আ. বাব]। 9)
বাসনা2
(p. 605) bāsanā2 বি. (উচ্চা. বাশ্না) কলা গাছের শুকনো পাতা বা ছাল। [দেশি-তু. বাস1]। 5)
বিভাবসু
(p. 621) bibhābasu দ্র বিভা। 36)
বার-দরিয়া
(p. 602) bāra-dariẏā বি. বহিঃসমুদ্র, সমুদ্র বা বিশাল নদীর তীর থেকে দূরের অংশ। [বাং. বার1 + দরিয়া]। 6)
ব্যতি-রেক
বক্তা
(p. 573) baktā (-ক্তৃ) বিণ. বি. 1 বক্তৃতাকারী (সভায় দুজন বক্তা ছিলেন); 2 উক্তিকারী (সে-ই এই বক্তব্যের বক্তা); 3 বাক্পটু (তুমি হলে গিয়ে বক্তা লোক, তোমার সঙ্গে কথায় পারব না)। [সং. √ বচ্ + তৃ]। 25)
বিরাগ
বায়েন
(p. 600) bāẏēna বি. 1 বাদক; 2 দক্ষ বাদক। [সং. বাদন]। 44)
বিনি-বেশ
বর্তিত
(p. 580) bartita বিণ. নিষ্পাদিত, সম্পাদিত। [সং. √ বৃত্ + ণিচ্ + ত]। 118)
বাটিকা
(p. 596) bāṭikā বি. ছোটো বাড়ি (উদ্যানবাটিকা)। [সং. বাটী + ক + আ]। 15)
বেদন
বগল
(p. 573) bagala বি. 1 বাহুমূল, বাহুমূলের নিম্নদেশ, কক্ষ; 2 পার্শ্ব; 3 সামীপ্য, নৈকট্য। [ফা. বগল্]। ̃ দাবা বিণ. 1 বগলে চেপে ধরা বা চেপে রাখা হয়েছে এমন; 2 (আল.) বাগানো হয়েছে এমন, আত্মসাত্ (বইখানা বগলদাবা করেছে); 3 গোপনে অপহৃত। বগল বাজানো ক্রি. বি. 1 আনন্দ প্রকাশের জন্য বগলে করতল চেপে শব্দ করা; 2 (অশি.) জয়োল্লাস বা উল্লাস প্রকাশ করা। 45)
বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071345
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767742
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365150
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720688
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697459
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594230
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544229
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542070

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন