Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেদম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেদম এর বাংলা অর্থ হলো -

(p. 633) bēdama বিণ. 1 দম ফুরিয়ে গেছে এমন (ছুটে ছুটে বেদম হয়ে পড়েছে); 2 শ্বাসরোধী, ঊর্ধ্বশ্বাস (বেদম ছুট); 3 নিঃশ্বাস ফেলারও সময় পাওয়া যায় না এমন, নিরবকাশ (বেদম কাজ); 4 শ্বাস বা প্রাণবায়ু বার করে দেয় এমন মারাত্মক (বেদম প্রহার); 5 শ্বাস নেওয়ার জন্যও থামে না এমন (বেদম খাওয়া, বেদম ভোজন)।
[ফা. বে + দম]।
183)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ব়ডিস
বরকত
বিনষ্ট
(p. 616) binaṣṭa বিণ. বিনাশপ্রাপ্ত; ধ্বংস বা নষ্ট হয়েছে এমন। [সং. বি +নষ্ট]। বিনষ্টি বি. 1 বিনাশ ('যুদ্ধে যুদ্ধে বিপ্লবে বিপ্লবে/বিনষ্টির চক্রবৃদ্ধি দেখে': সু.দ.); 2 ক্ষয় (এত বিনষ্টি মেনে নেওয়া যায় না)। 42)
বাল-হস্ত
(p. 602) bāla-hasta বি. লোমশ লেজ, লোমযুক্ত লেজ। [হি. বাল (=চুল, লোম) + সং. হস্ত (সাদৃশ্যে)]। 66)
বিকৃষ্ট
(p. 605) bikṛṣṭa বিণ. 1 আকৃষ্ট; 2 পৃথক্কৃত; 3 (বাং.) বিপরীত দিকে আকৃষ়্ট। [সং. বি + √ কৃষ্ + ত]। 103)
বটে
(p. 575) baṭē অব্য. 1 (অবধারণার্থক) সত্যই, প্রকৃতই (ঠিক বটে, তাই বটে); 2 (সন্দেহসূচক বা বিস্ময়সূচক প্রশ্নে) তাই নাকি ? (বটে?); 3 পক্ষান্তরে, যদিও ('রমণীর প্রাণ অনেক সহিতে পারে বটে, তবু/তারো সীমা আছে': দ্বি. রা.); 4 ব্যঙ্গে (বীর বটে?); 5 শাসনে বা ভয় প্রদর্শনে (বটে রে, এক আস্পর্ধা)। [বটা দ্রা]। 14)
বর্মা
বিলগ্ন
(p. 625) bilagna বিণ. সংযুক্ত, বদ্ধ ('জাগ আলসশয়ন বিলগ্ন': রবীন্দ্র)। [সং. বি + লগ্ন]। 13)
বর্ণনীয়
(p. 580) barṇanīẏa দ্র বর্ণনা। 99)
বিট-কেল
বাঁদি-পোতা, বাঁধি-পোতা
বর্ণাট
(p. 580) barṇāṭa বি. চিত্রকর, চিত্রশিল্পী। [সং. বর্ণ (রং) + আট (প্রয়োগকারী)]। 102)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বিভীষিকা
(p. 621) bibhīṣikā বি. 1 ভীষণ ভয় বা আতঙ্ক; 2 ভয় প্রদর্শন; 3 ভীতিপূর্ণ বা ঘটনা (ভূমিকস্পের বিভীষিকা)। [সং. বি √ ভী + ণিচ্ + অক + আ]। ̃ পূর্ণ, ̃ ময় বিণ. অতি ভয়ংকর (বিভীষিকাময় দিনগুলির স্মৃতি)। 45)
বেবাক
(p. 641) bēbāka বিণ. বি. (বর্ত. প্রধানত আঞ্চ.) সমস্ত, সমুদায় (বেবাক সম্পত্তি, বেবাক লোক)। [ফা. বে + আ. বাকী]। 17)
বেহেশত্, বেহেস্ত
(p. 642) bēhēśat, bēhēsta বি. স্বর্গ ('তাদেরি তরে কি করে প্রতীক্ষা/বেহেশত শত দীপ জ্বালি': নজরুল)। [ফা. বিহিশ্ত্]। 69)
বোন
(p. 646) bōna বি. ভগিনী। [সং. ভগিনী। তু. হি. বহিন]। ̃ ঝি বি. বোনের মেয়ে। ̃ পো বি. বোনের ছেলে। বোনাই বি. ভগিনীপতি। 39)
বরাননা
(p. 580) barānanā বিণ. (স্ত্রী.) সুন্দর মুখবিশিষ্টা। [সং. বর + আনন + আ]। 67)
বাটোয়ারা
(p. 596) bāṭōẏārā বি. বণ্টন, বিভাজন, অংশ ভাগ করা, ভাগ করে বিতরণ (টাকাপয়সা ভাগবাটোয়ারা করা)। [তু. হি. বট্ওয়ানা]। 16)
বৈদ্যুত, বৈদ্যুতিক
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069738
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767131
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364293
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720412
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697124
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593981
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543207
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541924

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন