Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেহাগ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেহাগ এর বাংলা অর্থ হলো -

(p. 642) bēhāga বি. সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ।
[হি. বিহাগ]।
58)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিজাত
(p. 611) bijāta বিণ. জারজ, বেজন্মা, বেজাত। [সং. বি (বিরুদ্ধ) + জাত (উত্পন্ন)]। 37)
বাপী
(p. 600) bāpī বি. বড়ো পুকুর বা দিঘি। [সং. √ বপ্ + ই + ঈ]। 6)
বনসাই
(p. 575) banasāi বি. ঘর সাজানোর জন্য পূর্ণবয়স্ক গাছের আকারকে কৃত্রিম উপায়ে ছোটো করার জাপানি পদ্ধতিবিশেষ। [জাপ. ইং. bonsai]। 66)
বৈপিত্র, বৈপিত্রেয়
(p. 644) baipitra, baipitrēẏa বিণ. এক মাতার গর্ভে কিন্তু ভিন্ন পিতার ঔরসে জাত। [সং. বিপিতৃ + অ, এয়]। 44)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বিতংস, বীতংস
(p. 611) bitaṃsa, bītaṃsa বি. পাখি হরিণ প্রভৃতিকে বাঁধবার রজ্জু ফাঁদ বা জাল; ফাঁদ। [সং. বি + √ তন্স্ + অ, বিকল্পে বী]। 71)
বিমোক্ষ, বিমোক্ষণ
(p. 621) bimōkṣa, bimōkṣaṇa বি. 1 মুক্তি, উদ্ধার; 2 নিঃসারণ (রক্তবিমোক্ষণ)। [সং. বি + √ মোক্ষ্ + অ, অন]। 80)
বাঁই বাঁই
(p. 590) bām̐i bām̐i বি. জোরে ঘোরার ভাব। [ধ্বন্যা.]। বাঁই বাঁই করে ক্রি-বিণ. খুব জোরে ঘুরন্ত অবস্হায় (চাকাটা বাঁই বাঁই করে ঘুরছে)। 33)
বাচিক
(p. 591) bācika বিণ. বাচনিক, মৌখিক। [সং. বাচ্ + ইক]। 95)
বনাবনি
(p. 575) banābani দ্র বনানো। 72)
বেগার
(p. 633) bēgāra বি. 1 বিনা বেতনে (প্রধানত বাধ্যতামূলক) খাটুনি (বেগার শোধ, বেগার খেটে মরা); 2 যে ব্যক্তি বিনা বেতনে খাটে বা খাটতে বাধ্য হয়। [ফা. বেগার]। বেগার ঠেলা ক্রি. বি. অনিচ্ছাসত্ত্বেও বিনা বেতনে কাজ করা। ̃ ঠেলা বিণ. অনিচ্ছাসত্ত্বেও বিনা বেতনে কৃত। 127)
বড়ি
(p. 575) baḍ়i বি. 1 বটিকা, গুলি, ছোটো গোলাকার যেকোনো বস্তু, (কবিরাজি বড়ি); 2 বাটা ডাল রোদে শুকিয়ে প্রস্তুত ছোটো গুলি (ডালের বড়ি)। [সং. বটিকা]। 28)
বমি
(p. 575) bami বি. 1 বমন, ন্যক্কার; 2 যা বমন করা হয়েছে (বমি পরিষ্কার করা)। [সং. √ বম্ + ই]। বমি-বমি ভাব বি. বমি পাচ্ছে এমন অবস্হা। 117)
বিপিতা
বিলেপ, বিলেপন
(p. 626) bilēpa, bilēpana বি. 1 লেপ বা পোঁচ দেওয়া, মাখানো (গোময়ের বিলেপ); 2 যা মাখানো হয় (চন্দন-বিলেপ)। [সং. বি + লেপ, লেপন]। 11)
বেহেড
বলী2
(p. 580) balī2 (-লিন্) বিণ. বলবান (কোন বলে বলী? 'সম্মুখে বলী দেবাকৃতি রথী': মধু)। [সং. বল3 + ইন্]। ̃ ন্দ্র বিণ. সর্বাপেক্ষা অধিক শক্তিশালী; বীরশ্রেষ্ঠ। 188)
বড়দিন, বড়োদিন
(p. 575) baḍ়dina, baḍ়ōdina বি. 1 খ্রিস্টের জন্মদিন-25 ডিসেম্বর, Christmas; 2 23 ডিসেম্বর, যেহেতু এই তারিখ থেকে দিন ক্রমশ বড়ো এবং রাত্রি ক্রমশ ছোটো হতে থাকে। [বাং. বড়2 + দিন]। 21)
বল্লম
বাখারি
(p. 591) bākhāri বি. বাঁশের ফালি বা চটা। [দেশি]। বাখারি চুন বি. ঝিনুক-শামুক প্রভৃতি পুড়িয়ে প্রস্তুত চুন। 40)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2063327
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765098
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361798
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719260
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695809
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593205
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541422
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539857

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন