Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভঞ্জন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভঞ্জন এর বাংলা অর্থ হলো -

(p. 655) bhañjana বি. দূরীকরণ, নিবারণ, নিরসন (মানভঞ্জন, সন্দেহভঞ্জন)।
বিণ. দূরকারী, নিরসনকারী (বিপদভঞ্জন হরি)।
[সং. √ ভন্জ্ + অন]।
ভঞ্জক বি. ভঞ্জনকারী।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভাতুয়া
(p. 661) bhātuẏā দ্র ভেতো। 40)
ভট ভট
ভাঁড়ানো
(p. 660) bhān̐ḍ়ānō ক্রি. বি. ছলনা বা প্রতারণা করা; সত্য গোপন করা (নাম ভাঁড়িয়েছে)। [সং. ভণ্ড]। 2)
ভট্টারক
(p. 655) bhaṭṭāraka বি. 1 পণ্ডিত 2 ঋষি, মুনি; 3 (সংস্কৃত নাটকে উল্লেখ বা সম্বোধনে) রাজা; 4 রবি (ভট্টারক বার)। [সং. ভট্ট + √ ঋ + অ + ক]। 35)
ভূশণ্ডি, ভুশণ্ডি
ভুঞ্জন
(p. 668) bhuñjana বি. 1 ভোজন; 2 উপভোগ। [ সং. √ ভুজ্]। 2)
ভীমা, ভীমাকৃতি
(p. 667) bhīmā, bhīmākṛti দ্র ভীম। 12)
ভ্রম
ভেল2
(p. 670) bhēla2 বিণ. 1 কৃত্রিম, ঝুটো; 2 ভেজাল। [দেশি.]। 42)
ভেড়ি1
(p. 670) bhēḍ়i1 বি. চারদিকে বাঁধ দিয়ে আটকে রাখা জল, জল আটকাবার বাঁধ (মাছের ভেড়ি)। [দেশি]। 31)
ভেবড়া
(p. 670) bhēbaḍ়ā ক্রি. ভেবড়ানো [দেশী.]। ̃ .নো ক্রি. বি. ভয় বিস্ময় প্রভৃতিতে বিহ্বল বা হতবাক হওয়া, ঘাবড়ে যাওয়া। বিণ. উক্ত অর্থে। 37)
ভড়কা
(p. 655) bhaḍ়kā ক্রি. হঠাত্ ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা নিবৃত্ত হওয়া (তুমি ভড়কে গেলে নাকি?); ঘাবড়ে যাওয়া। ̃ নি বি. ঘাবড়ে যাওয়া। ̃ নো ক্রি. বি. 1 ভড়কা; 2 ভড়কে দেওয়া। [দেশি-তু. হড়কা]। 38)
ভাঁটুই
(p. 659) bhān̐ṭui বি. তৃণবিশেষ বা তার কাঁটাওয়ালা ফল যা সহজেই কাপড়ে ফুটে যায়। [দেশি]। 30)
ভল্ল
ভাইস-চ্যান্সেলর
ভস্ম
(p. 659) bhasma বি. ছাই, কঠিন পদার্থ আগুনে পুড়ে যাবার পর যে পাতলা হালকা পদার্থ অবশিষ্ট থাকে। [সং. √ ভস্ + মন্]। ̃ .কীট বি. অস্বাভাবিক ক্ষুদাযুক্ত কল্পিত কীটবিশেষ; (আল.) যে ব্যক্তির ক্ষুধা সহজে শান্ত হয় না (এত খাই খাই করছ কেন? পেটে কি ভস্মকীট ঢুকেছে?)। ̃ .লিপ্ত বিণ. ছাইমাখা (ভস্মলিপ্ত শরীর)। ̃ .লোচন বি. রামায়ণোক্ত রাক্ষস যার দৃষ্টিপাতে শত্রু পুড়ে ছাই হয়ে যেত। ̃ .সাত্ বিণ. ছাইয়ে পরিণত, পুড়ে ছাই হয়েছে এমন। ̃ .স্তূপ বি. ছাইয়ের গাদা। ভস্মাধার বি. ছাই রাখার পাত্র দাহ করার পর শবদেহের ছাই যে-পাত্রে রাখা হয়। ভস্মাবৃত, ভস্মাচ্ছাদিত বিণ. ছাইয়ে ঢাকা। ভস্মাব-শেষ বি. দগ্ধ পদার্থের যা অবশিষ্ট থাকে। ভস্মী-করণ বি. পুড়িয়ে ছাইয়ে পরিণত করা। বিণ. ভস্মী-কৃত। ভস্মী-ভূত বিণ. সম্পূর্ণ পুড়ে ছাইয়ে পরিণত; (আল.) সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। 12)
ভুঞ্জা
(p. 668) bhuñjā ক্রি. (কাব্যে) ভোগ করা, উপভোগ করা; (কন্টকশয়ানে/ভুঞ্জেছি, জাগর স্বপ্নে' সু. দ); ভোজন করা। [সং. √ ভুজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. ভোগ বা উপভোগ করানো; ভোজন করানো। ভুঞ্জিত বিণ. উপভোগ করা হয়েছে এমন; ভোজন করা হয়েছে এমন, ভুক্ত। 3)
ভব
(p. 655) bhaba বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ̃ .ঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ̃ .তারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। বি. বিষ্ণু। ̃ .তারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। বি. দুর্গা। ̃ .পার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ̃ .পারাবার বি. সংসারসমুদ্র। ̃ .বন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ̃ .ভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ̃ .ভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্হিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়। ̃ .ভার বি. সাংসারিকজাগতিক দুঃখকষ্টের বোঝা। ̃ .মণ্ডল বি. জগত্, পৃথিবী, সমগ্র সৃষ্টি। ̃ .যন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট। ̃ .লীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা। ̃ .লোক বি. পৃথিবী, মরজগত্। ̃ .সংসার, ̃ .সাগর, ̃ .সিন্ধু - ভবপারাপার -এর অনুরূপ। 54)
ভজা
(p. 655) bhajā ক্রি. 1 ভজনা করা, উপাসনা করা; 2 তোষামোদ করা (ওপরওয়ালাকে ভজাতে চেষ্টা করছে)। বি. উক্ত দুই অর্থে। বিণ. ভজনাকারী (কর্তাভজা)। [সং. ভজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 উপাসনা বা ভজনা করানো; 2 সাক্ষ্যপ্রমাণ দিয়ে প্রতিপন্ন করানো; 3 তোষামোদ করে রাজি করানো বা স্বপক্ষে আনা। বি. উক্ত সব অর্থে। বিণ. উপাসনা করানো হয়েছে এমন; ফুসলানো হয়েছে এমন। 27)
ভূমিগর্ভ, ভূমিজ, ভূমিতল, ভূমিশয্যা
(p. 668) bhūmigarbha, bhūmija, bhūmitala, bhūmiśayyā দ্র ভূমি। 36)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069422
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767055
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364206
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720365
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697079
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593947
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543060
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541896

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন