Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাবনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভাবনা এর বাংলা অর্থ হলো -

(p. 663) bhābanā বি. 1 চিন্তা, বিবেচনা (এ বিষয়ে তোমার ভাবনাটা কীরকম?); 2 দুশ্চিন্তা, উদ্বেগ (ছেলেটার জন্য ভাবনা হচ্ছে); 3 ওষুধ ইত্যাদি বারবার চূর্ণ করা ও শোধন করা।
[সং. √ ভূ + ণিচ্ + অন + আ]।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভেবা
(p. 670) bhēbā দ্র ভ্যাবা। 38)
ভৃতি
(p. 670) bhṛti দ্র ভৃত। 11)
ভুজ্জি
ভাবনীয়
(p. 663) bhābanīẏa দ্র ভাবন। 6)
ভাঁড়ামি, ভাঁড়ামো
ভোগায়-তন
(p. 670) bhōgāẏa-tana বি. ভোগের আধার বা আশ্রয়; দেহ। [সং ভোগ + আয়তন]। 70)
ভিরমি, ভির্মি
(p. 664) bhirami, bhirmi বি. হঠাত্ মাথা ঘুরে যাওয়া বা তজ্জনিত মূর্ছা (ভিরমি খেয়ে পড়ল)। [সং. ভ্রমি]।
ভাগ2
(p. 660) bhāga2 বি. 1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা); 2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত); 3 অংশ, বখরা (আমার ভাগ কই?); 4 কালাংশ (দিবাভাগ); 5 স্হান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ); 6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)। [সং. √ ভজ্ + অ]। ̃ .চাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে। ̃ .ধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 5 উত্তরাধিকারী, দায়াদ। বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য। ̃ .ফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient. ̃ .বাটোয়ারা বি. অংশে বন্টন বা ভাগ করে দেওয়া। ̃ .শেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে। ̃ .হর বিণ. অংশগ্রহণকারী। ̃ .হার বি. অংশগ্রহণ। ভাগের মা গঙ্গা পায় না (আল. প্রব.) ভাগাভাগির কাজ ঠিকমতো হয় না। 8)
ভা
(p. 659) bhā বি. 1 দীপ্তি, প্রভা, জ্যোতি। [সং. √ ভাস্ + ক্বিপ্]। 13)
ভিতর
ভেলকি
(p. 670) bhēlaki বি. 1 জাদু, ম্যাজিক; 2 ধোঁকা [দেশি.]। ̃ .বাজি বি. জাদুর খেলা, ম্যাজিক। 43)
ভেউ ভেউ
(p. 670) bhēu bhēu বি. অব্য. 1 আকুল কান্নার শব্দ; 2 কুকুরের ডাক। [ধ্বন্যা.]। 14)
ভক্কি
(p. 655) bhakki বি. (অশি.) ধোঁকা; ভাঁওতা (ভক্কি দিয়ে টাকা নিয়ে গেল)। [দেশি]। 6)
ভার্যা
(p. 664) bhāryā বি. পত্নী, স্ত্রী। [সং. √ ভৃ + য + আ]। 19)
ভাস্বতী
ভগ
ভব
(p. 655) bhaba বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ̃ .ঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ̃ .তারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। বি. বিষ্ণু। ̃ .তারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। বি. দুর্গা। ̃ .পার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ̃ .পারাবার বি. সংসারসমুদ্র। ̃ .বন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ̃ .ভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ̃ .ভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্হিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়। ̃ .ভার বি. সাংসারিকজাগতিক দুঃখকষ্টের বোঝা। ̃ .মণ্ডল বি. জগত্, পৃথিবী, সমগ্র সৃষ্টি। ̃ .যন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট। ̃ .লীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা। ̃ .লোক বি. পৃথিবী, মরজগত্। ̃ .সংসার, ̃ .সাগর, ̃ .সিন্ধু - ভবপারাপার -এর অনুরূপ। 54)
ভাগ্য
(p. 660) bhāgya বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে - ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রিবিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনা। ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান। ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। 23)
ভৌমী
(p. 670) bhaumī বি. (স্ত্রী.) (ভূমি থেকে উদ্ভূত বলে) সীতা। বিণ. (স্ত্রী.) ভূমিসম্বন্ধীয়; ভূমিজাত। [সং. ভৌম + ঈ]। 101)
ভ্যান-ভ্যান, ভ্যানর-ভ্যানর
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069784
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767166
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364326
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720420
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697151
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593990
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543268
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541926

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন