Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যথা-যথ্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যথা-যথ্য এর বাংলা অর্থ হলো -

(p. 726) yathā-yathya বি. যথার্থতা, যথাযথতা, [সং. যথার্থ + য]।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যাপিত, যাপ্য
(p. 726) yāpita, yāpya দ্র যাপক। 31)
যজন
(p. 722) yajana বি. 1 যজ্ঞ; 2 দেবতার পূজা করা, যজ্ঞ করা। [সং. √ যজ্ + অন]। যজনীয়, যজ্য বিণ. পূজার যোগ্য, উপাসনা করার বা ভক্তি করার উপযুক্ত। 9)
যুব-জানি
(p. 728) yuba-jāni বি. যুবতী ভার্যার পতি। [সং. যুব (যুবতী) + জানি ( জায়া) যার। 12)
যন্মাত্র
(p. 723) yanmātra ক্রি-বিণ. অব্য. যেইমাত্র, যখনই। [সং. √ যদ্ + মাত্র]। 27)
যশ
(p. 723) yaśa (যশস্, যশঃ) বি. কীর্তি, খ্যাতি। [সং. √ অশ্ + অস্ য্ আগম]। ̃ .কীর্তন, যশঃ-কীর্তন বি. খ্যাতি বা গৌরব প্রচার। ̃ .স্কর, -স্য বিণ. যশস্বী বা কীর্তিমান করে এমন, খ্যাতিজনক। ̃ .স্কাম বিণ. খ্যাতি কামনা করে এমন। ̃ .স্বান, স্বী (-স্বিন্), যশো-ধন বিণ. কীর্তিমান, খ্যাতিসম্পন্ন। স্ত্রী. ̃ .স্বতী, স্বিনী। যশাকাঙ্ক্ষা বি. খ্যাতির আকাঙ্ক্ষা বা আশা। যশো-গাথা, যশো-গীতি, যশো-গান বি. কীর্তির বর্ণনাপূর্ণ সংগীত। যশোদ বিণ. কীর্তিদায়ক, যশস্কর। বি. পারদ। যশোদা বিণ. (স্ত্রী.) খ্যাতিদায়িনী। বি. শ্রীকৃষ্ণের পালিকা মাতা, নন্দের স্ত্রী। যশোদা-নন্দন বি. শ্রীকৃষ্ণ। যশো-ধন বিণ বিখ্যাত, যশস্বী। যশো-ভাক (-ভাজ্) বিণ. যশ বা খ্যাতির অংশীদার। যশো-ভাগ্য বি. যশোলাভের সৌভাগ্য। যশো-মতী বি. যশোদা। যশো-রাশি বি. বহু যশ। যশো-লিপ্সা বি. খ্যাতির লোভ। যশো-হানি বি. খ্যাতিনাশ, অখ্যাতি। 48)
যোগাড়
(p. 728) yōgāḍ় দ্র জোগাড়। 38)
যৈছন, যৈছে
যুগ-পত্
(p. 726) yuga-pat ক্রি-বিণ. অব্য. একই সময়ে; একই সঙ্গে (দুটি কাজ যুগপত্ চলতে থাকল)। [সং. যুগ + পদ্ ক্বিপ্]। 52)
যোদ্ধৃবর্গ, যোদ্ধৃবেশ
যৌবরাজ্য
যোত্র
(p. 728) yōtra দ্র যোক্ত্র। 51)
যব-ক্ষার
(p. 723) yaba-kṣāra বি. 1 তীব্র ক্ষারবিশেষ, carbonate of potash 2 (অশু.) শোরা বা শোরাজাতীয় ক্ষার। [সং. যব (জাত) + ক্ষার]। ̃ .জান বি. নাইট্রোজেন। 30)
যেই
(p. 728) yēi ক্রি-বিণ. যে-মুহূর্তে, যখনই, যেমনি (সে যেই এল অমনি ঝগড়াও থেমে গেল)। বিণ. (কাব্যে) যে (যেইদিন)। [বাং. যে + ই]। 23)
যেথা
(p. 728) yēthā বি. (কথ্য ও কাব্যে) যে স্হান ('যেথা হতে সবে আনে উপহার': রবীন্দ্র)। ক্রি-বিণ. যেথায়, যেখানে (যেথা যাই)। [সং. যথা]। ̃ .কার বিণ. যে স্হানের। ̃ য ক্রিবিণ. যেখানে ('যেথায় চলেছ যাও তুমি ধনি': রবীন্দ্র)। যেথা-সেথা ক্রি-বিণ. (কথ্য ও কাব্যে) যেখানেসেখানে। 26)
যদি
(p. 723) yadi অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ̃ ই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ̃ ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)। 16)
যন্ত্র
(p. 723) yantra বি. 1 মেশিন, কল (বৈদ্যুতিক যন্ত্র); 2 শিল্পদ্রব্যাদি নির্মানের হাতিয়ার (ছুতোরের যন্ত্র); 3 বৈজ্ঞানিক সরঞ্জাম (তাপমান যন্ত্র); 4 সংগীত সাধনার উপকরণ, বাদ্য (বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত); 5 জীবদেহের ক্রিয়াসাধক অঙ্গ (হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র); 6 জাঁতা; 7 (তন্ত্রশাস্ত্রে) দেবতাদের অধিষ্ঠানচক্র অর্থাত্ আসনের রেখাঙ্কন; ̃ (জ্যোতিষ.) গ্রহাদির অবস্হানচিত্র; 9 (আল.) যে ব্যক্তিকে কার্যদ্ধারের জন্য হাতিয়ারস্বরূপ ব্যবহার করা হয়। [সং. √ যন্ত্র্ + অ]। ̃ .কুশল বিণ. যন্ত্রাদির ব্যবহারে প়টু। বি. ̃ .কৌশল। ̃ .তন্ত্র, ̃ .পাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্রঅনুরূপ অন্যান্য সরঞ্জাম। ̃ .দানব বি. জীবনযাত্রায় যন্ত্রের অতিরিক্ত প্রধান্যের জন্য দানব হিসাবে কল্পিত যন্ত্র। ̃ .বত্ বিণ. যন্ত্রের মতো কাজ করে এমন। ̃ .বিদ (-বিদ্) বিণ. বি. যন্ত্রের গঠন ও ব্যবহার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, যন্ত্রবিশারদ। ̃ .বিদ্যা, ̃ .বিজ্ঞান বি. যন্ত্র নির্মাণব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering. ̃ .যুগ বি. যে যুগে মানুষের জীবনযাত্রায় যন্ত্র বিশেষ প্রাধান্য লাভ করেছে। ̃ .শালা বি. যে ঘরে যন্ত্রের দ্বারা কাজ চলে, মেশিনঘর। ̃ .শিল্পী বি. 1 যন্ত্রাদি প্রয়োগে বা নির্মাণে দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, মেকানিক, এঞ্জিনিয়ার; 2 বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি। ̃ .সংগীত বি. বাদ্যযন্ত্র সহযোগে সংগীত। ̃ স্হ বিণ. (বইপত্র) ছাপার কাজ চলছে এমন, শীঘ্রই ছেপে বেরোবে এমন। 21)
যতি2
(p. 723) yati2 বি. বিধবা। [সং. √ যম্ + তি]। 3)
যব-দ্বীপ
(p. 723) yaba-dbīpa বি. বর্তমান জাভার প্রাচীন নাম। 31)
যাব, যাবনা
(p. 726) yāba, yābanā বি. গবাদি পশুর খাদ্য, জাব। [সং. যবসতু. হি. জাব]। 32)
যাহা
(p. 726) yāhā সর্ব. (সাধু.) যে বস্তু বা বিষয় ('তুমি যাহা দাও সে.. যে দুঃখের দান': রবীন্দ্র)। [সং. যত্]। যাহা তাহা সর্ব. বিণ. যা-তা ('রোজ কত কী ঘটে যাহা তাহা':রবীন্দ্র)। যাহে অব্য. (কাব্যে) যাতে। 47)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070830
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767563
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364859
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720617
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697356
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594158
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543978
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542027

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন