Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রুচি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রুচি এর বাংলা অর্থ হলো -

(p. 743) ruci বি. 1 শোভা, দীপ্তি (তনুরুচি, দন্তরুচি); 2 পছন্দ (কুরুচি) 3 মার্জিত বুদ্ধি বা প্রবৃত্তি (বেশভূষায় রুচির পরিচয়); 4 স্পৃহা, ইচ্ছা (আহারে রুচি নেই); 5 অনুরাগ, আকর্ষণ।
[সং. √ রুচ্ + ই।
.কর বিণ. 1 স্পৃহাজনক; 2 পানাহারে প্রবৃত্তিদায়ক; 3 প্রীতিকর (রুচিকর সঙ্গ)।
.বিকার
বি. 1 রুচিহীনতা; 2 কুরুচি।
.ভেদ বি. রুচি বা পছন্দের তফাত।
.মান বিণ. মার্জিত, ভদ্র সুরুচিসম্পন্ন।
.শীল বিণ. সুরুচিসম্পন্ন; মার্জিত।
.শীলতা
বি. মার্জিত রুচি; মার্জিত মনস্কতা।
84)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রমিত
(p. 736) ramita বিণ. 1 কৃতরমণ, রমণ বা মৈথুন করা হয়েছে এমন 2 রতি প্রাপিত; 3 ক্রীড়িত; 4 আনন্দময়; 5 উজ্জ্বল ('বন অতি রমিত হইল ফুলফুটনে': মধু.)। [সং. √ রম্ + ণিচ্ + ত]। স্ত্রী. রমিতা। 16)
রাজ-যোটক
রবিয়ানা
রাজ-পথ
রশা-রশি
(p. 736) raśā-raśi বি. ছোটোবড়ো দড়ি; দড়াদড়ি। [হি. রস্সা + বাং. রশি]। 26)
রণপা, রণরণ, রণরণি
(p. 733) raṇapā, raṇaraṇa, raṇaraṇi যথাক্রমে রণপা রনরন ও রনরনি -র বর্জি. বানান। 42)
রূঢ়ি
রাখন
(p. 738) rākhana বি. (আঞ্চ.) 1 সংরক্ষণ, রক্ষা; 2 রাখা। [রাখা দ্র]। 34)
রামানুজ, রামায়ণ, রামাশ্যামা
(p. 743) rāmānuja, rāmāẏaṇa, rāmāśyāmā দ্র রাম। 11)
রোমীয়
(p. 750) rōmīẏa বিণ. 1 রোমদেশীয়; 2 রোমের অধিবাসী। [ইং. Rome + সং. ঈয়]। 38)
রক্ত
(p. 731) rakta বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্হ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির। বিণ. 1 শোণিতবত্ লাল রঙের (রক্তজবা); 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি); 4 আসক্ত, অনুরক্ত। [সং. √ রঞ্জ্ + ত]। ̃ .আঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি। রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া। ̃ ক বি. 1 রক্ত 2 লাল কাপড়। ̃ .কমল বি. লালপদ্ম, কোকনদ। ̃ .করবী বি. লাল রঙের করবীফুল। ̃ .ক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। ̃ .গঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি। রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া। ̃ .চক্ষুরক্তআঁখি -র অনুরূপ। ̃ .চন্দন বি. লাল রঙের চন্দনকাঠ। ̃ .জবা বি. লাল রঙের জবাফুল। ̃ .জিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)। বি. সিংহ। রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া। ̃ .দোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া। ̃ .নিশান বি. লাল পতাকা। ̃ .নেত্র-রক্তআঁখি -র অনুরূপ। ̃ .পাত বি. 1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো 2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)। ̃ প, ̃ .পায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী। ̃ .পিণ্ড বি. জমাট রক্তের ডেলা। ̃ .পিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য। ̃ .পিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা; 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা। ̃ .পিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক। ̃ .প্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ। ̃ .প্রবাল বি. লাল রঙের প্রবাল। ̃ .বমন, ̃ .বমি বি. বমির সঙ্গে উদ্গিরণ। ̃ .বর্ণ বি. রক্তের মতো লাল রং। বিণ. ঘোর লাল রঙের। ̃ .বাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)। ̃ .বীজ বি. 1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত; 2 ডালিমবিশেষ। রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না। রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্হূল শরীর। ̃ .মোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা। ̃ .রাগ বি. রক্তের মতো লাল আভা বা রং। ̃ .শোষণ বি. 1 রক্ত চুষে পান করা 2 (আল.) সর্বস্ব আত্মসাত্ করা। ̃ .স্রোত বি. রক্তের প্রবাহ। ̃ .হীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন। বি. ̃ .হীনতা। রক্তাক্ত বিণ. 1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর); 2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)। রক্তাক্তি-সার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ। রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত। রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। বিণ. লাল বস্ত্র পরেছে এমন। রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত। রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia. রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)। রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্হা লাল আভা। রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)। রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা। রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া। রক্তোত্-পল বি. লালপদ্ম। রক্তোপল বি. গিরিমাটি। 12)
রঙ্কিণী2
(p. 731) raṅkiṇī2 বিণ. (স্ত্রী.) দরিদ্রা ('রঙ্কিণী রাজার বেটি': শি.)। [সং. রঙ্ক + ইন্ + ঈ]।
রেড়ি
রপ্তানি
রাগান্বিত
(p. 738) rāgānbita বিণ. 1 অনুরাগযুক্ত; 2 (বাং.) ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। [সং. রাগ + অন্বিত]। 43)
রথো রোথো
(p. 733) rathō rōthō বিণ. একান্ত বাজে, অব্যবহার্য (রোথো মাল); 2 অকর্মণ্য, অকেজো (রোথো লোক)। [তু. রদ্দি]। 51)
রোড
(p. 750) rōḍa বি. প্রশস্ত ও বড়ো (এবং সচ. বাঁধানো) রাস্তা। [ইং. road]। 20)
রহসি
(p. 738) rahasi ক্রি-বিণ. (ব্রজ.) নির্জনে, নিভৃতে। [সং. রহস্ + 7মী 1 বচন]। 10)
রুগ্ণ
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071615
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767887
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365318
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720742
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697540
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594276
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544415
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542116

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন