Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শক্তি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শক্তি এর বাংলা অর্থ হলো -

(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)।
[সং. √ শক্ + তি]।
.উপাসক
বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত।
.ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)।
বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম।
.পূজা,আরাধনা
বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা।
.বর্ধক
বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)।
.ময় বিণ. শক্তিশালী।
স্ত্রী..ময়ী।
̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান।
স্ত্রী..মতী, ̃.শালিনী।
বি..মত্তা, ̃.শালিতা।
̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্যমারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ীপ্রায় নিহত হয়েছিলেন।
.সাধক-শক্তিউপাসক
-এর অনুরূপ।
.হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল।
স্ত্রী..হীনা।
বি..হীনতা।
..হ্রাস
বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শুচি
শেবধি, সেবধি
(p. 784) śēbadhi, sēbadhi বি. 1 কুবেরের নিধি বা ধন; 2 গচ্ছিত ধন বা ঐশ্চর্য (বিদ্যাই ব্রাহ্মণের সেবধি)। [সং. √ সেব্ + ধা + ই]। 19)
শাঁখ, শাঁক
শালা1
শোক
শকল
(p. 768) śakala বি. 1 খণ্ড, অংশ; 2 মাছের আঁশ, শল্ক; 3 চাঁদের অংশ; 4 বিন্দু। [সং. √ শক্ + অল]। শকলী (-লিন্) বিণ. আঁশযুক্ত। বি. মাছ। 10)
শাসানো
শিষ্য
(p. 779) śiṣya বি. 1 ছাত্র; 2 চেলা; 3 নির্দিষ্ট কারও মতাবলম্বী ব্যক্তি বা ভক্ত (গান্ধির শিষ্য)। [সং. √ শাস্ + য]। স্ত্রী. শিষ্যা। ̃ ত্ব বি. শিষ্যের ভাব বা পদ। 46)
শুশুক
শাট
(p. 773) śāṭa বি. পোশাক (লম্বশাটপটাবৃত)। [সং. √ শাট্ + অ]। স্ত্রী. শাটী, শাটিকা। 47)
শৌদ্র
(p. 786) śaudra বিণ. 1 শূদ্র-সম্বন্ধীয়; 2 শূদ্রের পক্ষে বিহিত বা উচিত এমন; 3 শূদ্রসুলভ। [সং. শূদ্র + অ]। 17)
শান্তি
(p. 773) śānti বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনাকামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। ̃ জল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। ̃ পাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। ̃ প্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। ̃ রক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। বি. কোতোয়াল; পুলিশ। ̃ রক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদবিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া। ̃ স্হাপন বি. যুদ্ধাদির অবসান করে সন্ধিস্হাপন। ̃ স্বস্ত্যয়ন বি. রোগ-উপদ্রবাদির অবসানকল্পে দেবার্চনা। 63)
শাংকর
(p. 773) śāṅkara বিণ. 1 শংকরসম্বন্ধীয়; 2 শংকরাচার্যের রচিত (শাংকর ভাষ্য)। [সং. শংকর + অ]। 24)
শিককাবাব
(p. 776) śikakābāba দ্র শিক। 45)
শ্রথন
(p. 786) śrathana বি. 1 বন্ধন; 2 হত্যা, বধ। [সং. √শ্রথ্ + অন]। 50)
শামুক
(p. 773) śāmuka বি. ঝিনুকতুল্য শক্ত আবরণযুক্ত জলচর প্রাণীবিশেষ। [সং. শম্বুক]। শামুক-চুন দ্র চুন। 80)
শলা2
(p. 772) śalā2 বি. 1 সরু কাঠি বা শিক, শলাকা; 2 চিকিত্সার অস্ত্রবিশেষ; 3 কাঁটা। [সং. শলাকা]। 28)
শ্বেত
(p. 786) śbēta বি. সাদা রং। বিণ. সাদা, শুভ্র, ধবল (শ্বেতকায়)। [সং. √ শ্বিত্ + অ]। স্ত্রী. শ্বেতা। ̃ কুষ্ঠ বি. যে-রোগে গায়ের চামড়া সাদা হয়ে যায়, ধবলরোগ। ̃ চন্দন বি. সাদা চন্দন। ̃চর্ম বি. 1 সাদা চামড়া; 2 ইংরেজ-আদি ইয়োরোপীয় যাদের গায়ের রং সাদা। বিণ. সাদা চামড়াবিশিষ্ট। ̃দ্বীপ বি. 1 পৌরাণিক দ্বীপবিশেষ, চন্দ্রদ্বীপ; 2 (ব্যঙ্গে) গ্রেট ব্রিটেন, বিলাত। ̃পদ্ম বি. সাদা রঙের পদ্মফুল। ̃প্রস্তর, ̃পাথর বি. সাদা রঙের মর্মর পাথর। ̃প্রদর বি. স্ত্রীজননেন্দ্রিয়ের ব্যাধিবিশেষ, স্ত্রীলোকের জননেন্দ্রিয় থেকে শ্বেতস্রাব। ̃ভুজা বি. সরস্বতী। ̃সার বি. খাদ্যশস্য বা ফলমূলাদির শ্বেতাংশ, পালো, starch. শ্বেতাভ বিণ. সাদা আভাযুক্ত, ঈষত্ সাদা। শ্বেতাম্বর বি. শুভ্রবসনধারী জৈনসম্প্রদায়বিশেষ। শ্বেতি বি. মূলত যকৃতের বৈকল্যের জন্য দেহচর্মের অস্বাভাবিক শুভ্রতারোগ, ধবলরোগ। 37)
শিহরন, (বর্জি.) শিহরণ
(p. 779) śiharana, (barji.) śiharaṇa বি. 1 রোমাঞ্চ; 2 কম্পন ('দুরস্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরন': জী. দা.)। [বাং. √ শিহরা, শিউরা]। 49)
শিঞ্জিনী
(p. 776) śiñjinī বি. 1 নূপুর; 2 ধনুর্গুণ। [সং. √শিঞ্জ্ + ইন্ + ঈ]। 71)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070610
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767503
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364765
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720575
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697338
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594119
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543927
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542005

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন