Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিখণ্ড, শিখণ্ডক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শিখণ্ড, শিখণ্ডক এর বাংলা অর্থ হলো -

(p. 776) śikhaṇḍa, śikhaṇḍaka বি. 1 ময়ূরপুচ্ছ; 2 শিখা, চূড়া; 3 কাকপক্ষ, জুলপি।
[সং. শিখিন্ + √ অম্ + ড, + ক]।
শিখণ্ডিক বি. মোরগ।
শিখণ্ডী (-ণ্ডিন্) বি. 1 ময়ূর; 2 (মহাভারতে) দ্রুপদরাজের পুত্র; 3 (আল.) যার আড়ালে থেকে অন্যায় কাজ করা হয়।
বিণ. শিখণ্ডযুক্ত।
স্ত্রী. শিখণ্ডিনী।
58)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শিকনি
শ্বাপুচ্ছ
(p. 786) śbāpuccha বি. কুকুরের লেজ। [সং. শ্বন্ + পুচ্ছ]। 34)
শিম
শিবিকা
(p. 776) śibikā বি. পালকি। [সং. শিবি (√ শিব্ + ই) + অক + আ]। 79)
শস্য
(p. 773) śasya বি. 1 ফসল, কৃষিজাত ফল বা বীজ; 2 ফলের ভক্ষণীয় অংশ বা সারভাগ। [সং. √ শস্ + য]। ̃ ক্ষেত্র বি. শস্য উত্পাদনের জমি, শস্যের খেত। ̃ ভাণ্ডার বি. শস্য যেখানে মজুত রাখা হয়। ̃ শ্যামল বিণ. সবুজ শস্যপূর্ণ; প্রচুর শস্যের সবুজ আভায় উদ্ভাসিত। স্ত্রী. ̃ শ্যামলা। শস্যাগার বি. শস্যের ভাণ্ডার, গোলা। 20)
শেওলা, শেয়ালা
(p. 784) śēōlā, śēẏālā বি. 1 শৈবাল, moss; 2 পানা, জলজ তৃণবিশেষ। [সং. শৈবাল]। 9)
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
শঙ্খ
শৃঙ্গ-বান
শীকর
(p. 779) śīkara বি. 1 বাতাসে চালিত জলকণা; 2 জলকণা বা জলবিন্দু (শীকরবর্ষণ)। [সং. √ শীক্ + অর]। 51)
শশ1, শশক
(p. 773) śaśa1, śaśaka বি. খরগোশ। [সং. √ শশ্ + অ, ক]। ̃ বিষাণ, ̃ শৃঙ্গ বি. খরগোশের শিং অর্থাত্ অসম্ভব বস্তু। ̃ ব্যস্ত বিণ. (খরগোশের মতো) অতি চঞ্চল বা ব্যস্ত। 6)
শরাসন
(p. 772) śarāsana বি. ধনুক। [সং. শর + √ অস্ + অন]। 15)
শিলী-পদ
(p. 779) śilī-pada বি. পা-ফোলা রোগ, গোদ, শ্লীপদ। [সং. শিলী (=স্তম্ভশীর্ষ) + পদ]। 27)
শুরু
(p. 783) śuru বি. আরম্ভ, সূচনা, গো়ড়া (কাজ শুরু করা, শুরুতেই গোলমাল)। [আ. শুরু]। 5)
শয়ন
(p. 769) śaẏana বি. 1 শোয়া (শয্যায় শয়ন); 2 নিন্দ্রা (শয়নে স্বপনে); 3 বিছানো ('প্রভাতে জাগিয়া শূন্য এ শয়নে': রবীন্দ্র)। [সং. √ শী + অন]। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ মন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর। ̃ কাল বি. ঘুমের সময়। ̃ ভঙ্গ বি. নিদ্রাভঙ্গ, ঘুম ভাঙ্গা। শয়নীয় বি. বিণ. শয্যা, যাতে শোয়া যায় ('কণ্টকিত শয়নীয়ে শুয়ে': সু. দ.)। 60)
শাঙন, শাওন
(p. 773) śāṅana, śāōna বি. শ্রাবণ এর কোমল রূপ ('শাঙন গগনে ঘোর ঘনঘটা': রবীন্দ্র)। [ শ্রাবণ]। 44)
শাণ্ডিল্য
(p. 773) śāṇḍilya বি. গোত্রপ্রবর্তক মুনিবিশেষ। [সং. শণ্ডিল + য]। 52)
শাকট
(p. 773) śākaṭa বিণ. শকটসম্বন্ধীয়, গাড়িসম্বন্ধীয়; শকটের। [সং. শকট + অ]। 34)
শাদ্বল
(p. 773) śādbala বি. কচি ঘাসে ঢাকা জমি। [সং. শাদ্ + বল]। 55)
শুন-শান
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070587
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767499
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364762
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720574
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697337
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594119
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543922
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542004

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন