Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্রবণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শ্রবণ এর বাংলা অর্থ হলো -

(p. 786) śrabaṇa বি. 1 শোনা, আকর্ণন; 2 কান (শ্রবণগোচর, 'বরিষ শ্রবণে তব জলকলরব': দ্বি. রা.)।
[সং. √ শ্রু + অন]।
̃পথ বি. কান।
̃বিবর বি. কানের ছিদ্র।
̃বহির্ভূত, শ্রবণাতীত বিণ. শোনা অসাধ্য এমন; শ্রুতির বাইরে।
̃মধুর বিণ. শ্রুতিমধুর।
̃সুখ-কর বিণ. শুনতে ভালো লাগে এমন, শ্রুতিমধুর।
শ্রবনীয়, শ্রব্য, শ্রাব্য বিণ. শ্রবণযোগ্য, শোনার যোগ্য, শুনতে পারা যায় এমন (শ্রাব্য-অশ্রাব্য অনেক কথা)।
শ্রব্য-কাব্য যে কাব্য অভিনয়োপযোগী নয় অর্থাত্ যা কেবল শুনতে বা পড়তে হয় (তু. দৃশ্যকাব্য)।
54)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শাংকর
(p. 773) śāṅkara বিণ. 1 শংকরসম্বন্ধীয়; 2 শংকরাচার্যের রচিত (শাংকর ভাষ্য)। [সং. শংকর + অ]। 24)
শ্রমণ
শ্লীল
(p. 789) ślīla বিণ. 1 ভদ্র, শিষ্ট; 2 রুচিসম্মত। [সং. শ্রী + ল]। 19)
শিঙ্গার
শ্লীপদ
(p. 789) ślīpada বি. পায়ের শোথরোগ, গোদ, elephantiasis. [সং. শ্রী + পদ]। 18)
শেষ
(p. 784) śēṣa বি. 1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ); 2 বলরাম; 3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই); 4 সীমা (পথের শেষ); 5 ধ্বংস, বিনাশ; 6 পশ্চাত্, সর্বনিম্ন স্হান (শেষের দিকে); 7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই); 8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)। বিণ. 1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা); 2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল); 3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা); 4 অবশিষ্ট (শেষ কাজটুকু); 5 চরম (শেষ সতর্কবাণী); 6 যার পরে আর নেই (শেষ কথা); 7 সর্বনিম্ন (শেষ স্হান)। [সং. √ শিষ্ + অ]। শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)। ̃ কালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত। ̃ কৃত্য বি. মৃতের অন্ত্যেষ্টি। ̃ তম বিণ. সর্বশেষ, শেষের। [সং. শেষ + ওতমচ্]। ̃ যাত্রা বি. মৃতদেহ নিয়ে সমাধিস্হানের দিকে যাত্রা। ̃ রাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ। ̃ শয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু। শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)। শেষান্ন বি. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট। শেষাশেষি ক্রি-বিণ. প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে, শেষের দিকে। শেষোক্ত বিণ. সবার শেষে বা পরে উক্ত বা উল্লিখিত। 30)
শৃঙ্গাটক, শৃঙ্গাটিকা
(p. 784) śṛṅgāṭaka, śṛṅgāṭikā বি. 1 শিঙাড়া; 2 পানিফল। [সং. শৃঙ্গ + √ অট্ + অ + ক, আ]। 4)
শায়ের
(p. 773) śāẏēra বি. 1 যে মুখে-মুখে পদ্য রচনা করতে পারে; 2 মুখে-মুখে রচিত পদ্য; 3 ছোটো পদ্য, দোহা। [আ. শাএর্]। 85)
শাস্তা
(p. 776) śāstā (-তৃ) বি. 1 শাসনকর্তা, নৃপতি; 2 উপদেষ্টা, গুরু, শিক্ষক; 3 বুদ্ধদেব। [সং. √ শাস্ + তৃ]। 32)
শর্ম
(p. 772) śarma (-র্মন্) বি. 1 সুখ; 2 কল্যাণ, মঙ্গল। [সং. √ শৃ + মন্]। 25)
শোনা, শোনানো
(p. 784) śōnā, śōnānō দ্র শুনা। 53)
শর্করা
(p. 772) śarkarā বি. 1 চিনি (দেহে শর্করার আধিক্য); 2 (সং.) কাঁকর; 3 দানা; 4 পাথরি। [সং. শর্কর + আ]। ̃ বত্ বিণ. দানাওয়ালা। 21)
শাল৩
(p. 776) śāla3 বি. শীত নিবারণের জন্য ব্যবহৃত (সচ. পশমের) চাদরবিশেষ। [ফা. শাল]। ̃ ওয়ালা বি. শালবিক্রেতা। ̃ কর বি. 1 শালবিক্রেতা; 2 যে শাল মেরামত করে বা ধোয়। 5)
শির-পেচ
(p. 779) śira-pēca বি. পাগড়িবিশেষ। [ফা. সর্পেচ্]। 7)
শ্যামা2
শিল্প
(p. 779) śilpa বি. 1 কারুকর্ম, কারিগরি; 2 ক্রিয়াকৌশল; 3 বিবিধ দ্রব্য নির্মাণের কাজ (চর্মশিল্প, তাঁতশিল্প), industry. [সং. √ শিল্ + প]। ̃ কলা দ্র কলা 1। ̃ কার বি. শিল্পকর্মকারী, শিল্পী, কারিগর। ̃ কৌশল বি. শিল্পদ্রব্যাদি নির্মাণে দক্ষতা বা নির্মাণের কৌশল। ̃ জাত বিণ. কলকারখানায় তৈরি হয়েছে এমন (শিল্পজাত দ্রব্যের রপ্তানি)। ̃ নির্দেশক বিণ. বি. (প্রধানত সিনেমায় বা নাটকাভিনয়ে) যে ব্যক্তি শিল্প অর্থাত্ সংগীত সাজসজ্জা ইত্যাদি পরিচালনা করে, art director. ̃ বিদ্যালয় বি. শিল্পকর্ম শিক্ষার বিদ্যালয়, আর্ট স্কুল; ইণ্ডাস্ট্রিয়াল স্কুল। ̃ শালা বি. 1 কারখানা; 2 কারিগরি কর্মশালা, workshop; 3 স্টুডিয়ো। শিল্পায়ন বি. শিল্প-রূপায়ণ, শিল্পসুলভ রূপদান। শিল্পিক, শৈল্পিক বিণ. শিল্পী-সম্বন্ধীয়; শিল্পগত (শৈল্পিক উত্কর্ষ)। শিল্পিত বিণ. শিল্পে পরিণত ('গদ্যকে শিল্পিত করা যায়': রবীন্দ্র)। শিল্পী (-ল্পিন্) বি. বিণ. 1 কারিগর; 2 আর্টিস্ট, সংগীত চিত্রকলা ইত্যাদি শিল্পের স্রষ্টা। 31)
শাকান্ন
(p. 773) śākānna দ্র শাক। 37)
শকুন্ত
শকর-কন্দ
(p. 768) śakara-kanda বি. মিষ্টি আলু, লাল আলু। [সং. শর্করা-কন্দ]। 9)
শটিত
(p. 769) śaṭita দ্র শটন। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2063253
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765092
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361787
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719252
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695801
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593204
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541422
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539851

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন