Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ষড়্-গুণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ষড়্-গুণ এর বাংলা অর্থ হলো -

(p. 790) ṣaḍ়-guṇa বি. রাজার আচরণীয় ছয় গুণ যথা, সন্ধি বিগ্রহ আসন যান দ্বৈধ ও আশ্রয়।
[সং. ষট্ + গুণ]।
6)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ষণ্ড
(p. 790) ṣaṇḍa বি. 1 ষাঁড়, বৃষ; 2 নপুংসক। [সং. √ সন্ + ড]। 20)
ষড়জ, ষড়্জ
(p. 790) ṣaḍ়ja, ṣaḍ়ja বি. (সংগীতে) স্বরগ্রামের প্রথম স্বর, 'সা'। [সং. ষট্ + √ জন্ + অ]। 8)
ষাণ্মাসিক
(p. 791) ṣāṇmāsika বিণ. 1 ছয়মাস অন্তর ঘটে বা প্রকাশিত হয় এমন (ষাণ্মাসিক পরীক্ষা, ষাণ্মাসিক পত্রিকা); 2 ছয় মাসে করণীয়। [সং. ষণ্মাস + ইক]। 7)
ষড়ঙ্গ
(p. 790) ṣaḍ়ṅga বি. 1 মস্তক হস্তদ্বয় কোমর ও চরণদ্বয়-দেহের এই ছয় অঙ্গ; 2 শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ-বেদের এই ছয় অবয়ব বা আনুষঙ্গিক শাস্ত্র; 3 ছয় বেদাঙ্গ; 4 গোমূত্র গোময় দুগ্ধ দধি ঘৃত গোরোচনা-এই ছয়টি মাঙ্গল্য দ্রব্য। বিণ. ছয় আয়ুক্ত। [সং. ষট্ + অঙ্গ়]। 7)
ষষ্ঠ
(p. 790) ṣaṣṭha বিণ. ছয়ের পূরক, ছয় সংখ্যক (ষষ্ঠ অধ্যায়)। [সং. ষষ্ + থ]। 28)
ষড়্-গুণ
(p. 790) ṣaḍ়-guṇa বি. রাজার আচরণীয় ছয় গুণ যথা, সন্ধি বিগ্রহ আসন যান দ্বৈধ ও আশ্রয়। [সং. ষট্ + গুণ]। 6)
ষণ্ডামর্ক
(p. 790) ṣaṇḍāmarka বি. ষণ্ড ও অমর্ক নামে শুক্রাচার্যের দুই বলিষ্ঠ ও একগুঁয়ে পুত্র; (গৌণার্থে) বলিষ্ঠ ও উগ্রপ্রকৃতি। [সং. ষণ্ড + অমর্ক]। 21)
ষেট, ষেটে
(p. 791) ṣēṭa, ṣēṭē বি. ষষ্ঠীদেবী। [সং. ষষ্ঠী]। ষেটের বাছা বি. ষষ্ঠীদেবীর অনুগৃহীত শিশু। ষেটেরা বি. শিশুর জন্মের পর ষষ্ঠ রাত্রিতে অনুষ্ঠেয় ষষ্ঠী পূজাদি মাঙ্গলিক কর্ম। 8)
ষণ্ডা
(p. 790) ṣaṇḍā বিণ. 1 ষাঁড়ের মতো গোঁয়ার ও বলবান; 2 বলিষ্ঠ। [সং. ষণ্ড + বাং. আ]। 25)
ষড়ানন
(p. 790) ṣaḍ়ānana বি. কার্তিকেয়। [সং. ষট্ + আনন]। 18)
ষট্, (চলিত) ষট
(p. 790) ṣaṭ, (calita) ṣaṭa বি. বিণ. ছয় সংখ্যা বা সংখ্যক, 6। [সং. ষষ্]। ষট্ক বি. সনেটজাতীয় কবিতার ছয়টি চরণের সমষ্টি, sestet. ̃ কর্ম বি. 1 যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ - ব্রাহ্মণের করণীয় এই ছয় কর্ম; 2 মারণ উচ্চাটন প্রভৃতি ছয়টি তান্ত্রিক প্রক্রিয়া। ̃ কর্মা (-র্মন্) বি. ষট্কর্মকারী ব্রাহ্মণ। বিণ. ষট্কর্মকারী। ̃ চক্র বি. মূলাধার স্বাধিষ্ঠান মণিপূরক অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাযোগশাস্ত্রোক্ত দেহমধ্যস্হ এই ছয় চক্র। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক 46স্হানীয়। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ চত্বারিংশত্ বি. বিণ. ছেচল্লিষ সংখ্যা বা সংখ্যক। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিংশত্ বি. বিণ. 36 সংখ্যা বা তার পূরক। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্তম বিণ. 56 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 56 সংখ্যা বা তার পূরক। ̃ পদ বিণ. ছয়টি পা-যুক্ত। বি. ভ্রমর। ̃ পদী বিণ. ষট্ পদ -র স্ত্রীলিঙ্গে। বি. 1 উকুন; 2 ভ্রমরী; 3 ছয়চরণযুক্ত ছন্দবিশেষ। ̃ ষষ্ঠি-তম বিণ. 66 সংখ্যক বা স্হানীয়। স্ত্রী. ̃ ষষ্ঠি-তমী। ̃ ষষ্ঠি বি. বিণ. 66 সংখ্যা বা তার পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 76 সংখ্যা বা তার পূরক। ̃ সপ্ততি-তম বিণ. 76 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 3)
(p. 790) ṣ বাংলা ভাষার একত্রিংশ ব্যঞ্জনবর্ণ। 2)
শণ্মাস
(p. 790) śaṇmāsa বি. ছয় মাস। [সং. ষট্ + মাস]। বিণ. ষাণ্মাসিক। 23)
ষড়্বর্গ
(p. 790) ṣaḍ়barga দ্র ষড়্রিপু। 11)
ষড়ৈশ্বর্য
(p. 790) ṣaḍ়aiśbarya বি. ভগবানের ঐশ্বর্যাদি ছয়প্রকার মহিমা। [সং. ষট্ + ঐশ্বর্য]। 19)
ষোলো
(p. 791) ṣōlō বি. বিণ. 16 সংখ্যা বা সংখ্যক। [ সং. ষোড়শন্]। ষোলো আনা বি. ভারতে প্রচলিত পূর্বতন এক টাকার সমান মূল্যের ষোলো আনা। বিণ. ক্রি-বিণ. সম্পূর্ণ, পুরোপুরি (ষোলো আনা সুস্হ, ষোলো আনা সম্পত্তির মালিক)। ̃ কলা বি. চাঁদের ষোলোটি অংশ। ক্রি. বিণ. সর্বতোভাবে, সম্পূর্ণ (ষোলোকলা পূর্ণ হয়েছে)। 11)
ষাণ্মাতুর
(p. 791) ṣāṇmātura বি. কৃত্তিকা, দুর্গা ইত্যাদি ছয় মাতার সন্তান, কার্তিক। [সং. ষণ্মাতৃ + অ]। 6)
ষষ্ঠী
(p. 790) ṣaṣṭhī বিণ. (স্ত্রী.) ছয়ের স্হানীয়া (ষষ্ঠী তিথি)। বি. 1 সন্তানের রক্ষাকারিণী দেবীবিশেষ; 2 কৃত্তিকা; 3 (ব্যাক.) সম্বন্ধপদের বিভক্তি; 4 (জ্যোতিষ.) তিথিবিশেষ। [সং. ষষ্ঠ + ঈ]। ষষ্ঠী তত্-পুরুষ বি. ষষ্ঠীবিভক্তিযুক্ত পদের সঙ্গে অন্য পদের সমাসের নাম, সম্বন্ধ তত্পুরুষ। ̃ তলা বি. বারোয়ারি ষষ্ঠী পূজার স্হান। ̃ পূজা বি. ষষ্ঠীদেবীর পূজা; জাতকের জন্মের ষষ্ঠ দিনে অনুষ্ঠেয় মঙ্গলকর্মবিশেষ। ̃ বাটা বিণ. জামাইষষ্ঠীর তত্ত্ব। ̃ বুড়ি বি. ষষ্ঠীদেবী। ষষ্ঠীর বাহন বি. বিড়াল। ষষ্ঠীর কৃপা বি. 1 ষষ্ঠীদেবীর দয়া; 2 সন্তানলাভ। 29)
ষোড়শ
(p. 791) ṣōḍ়śa (-শন্) বি. 1 ষোলো সংখ্যা, 16; 2 শ্রাদ্ধে ষোড়শপ্রকার বস্তু দান। বিণ. ষোলোসংখ্যক বা ষোলো সংখ্যার পূরক। [ সং. ষোড়শন্]। ̃ মাতৃকা বি. গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া দেবসেনা জয়া স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি কুলদেবতা আত্মদেবতা-এই ষোলোজন মাতৃকা বা উপদেবী। ষোড়শোপ-চার বি. আসন পাদ্য স্বাগত অর্ঘ্য আচমনীয় স্হানীয় বসন ভূষণ গন্ধ পুষ্প ধূপ দীপ মধুপর্ক তাম্বুল তর্পণ ও নতি-পূজার এই ষোলো প্রকার উপচার বা উপকরণ। 9)
ষণ্ডা-মার্কা
(p. 790) ṣaṇḍā-mārkā বিণ. বলিষ্ঠ ও একগুঁয়ে প্রকৃতির; বলিষ্ঠ। [সং. ষণ্ড + বাং. আ + ইং. mark + বাং. আ]। তু. ষণ্ডামর্ক। 26)
Lipi Ekushey Bangla Font
Lipi Ekushey
Download
View Count : 12905
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 8588
KalegongaMJ Bangla Font
KalegongaMJ
Download
View Count : 15842
Lal Sabuj Bangla Font
Lal Sabuj
Download
View Count : 28033
ChandrabatiMJ+ Bangla Font
ChandrabatiMJ+
Download
View Count : 34000
BenSen Bangla Font
BenSen
Download
View Count : 16202

ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন