Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সান্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সান্ত এর বাংলা অর্থ হলো -

(p. 823) sānta বিণ. অন্তবিশিষ্ট, 'অনন্ত'-র বিপরীত, সসীম, finite (বি.প.)।
[সং. সহ + অন্ত]।
97)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


স্ক্রু
সপটা2
(p. 827) sapaṭā2 ক্রি. সাপটানো। [দেশি]। ̃ নো ক্রি. জ়ড়িয়ে বা জাপটে ধরা; জড়িয়ে রাখা। বি. বিণ. উক্ত অর্থে। 16)
সীমন্ত
সংসার
(p. 796) saṃsāra বি. 1 জগত্, পৃথিবী ('বৃথা জন্ম এ সংসারে'); 2 ইহলোক, মর্তলোক (সংসারলীলা); 3 গার্হস্হ্যজীবন (সংসারাশ্রম); 4 পরিবার, ঘরকন্না (সংসারের দাবি, সংসার চালানো); 5 মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ (সংসারবৈরাগ্য); 6 (বাং.) বিবাহ (কর্তার দুই সংসার); 7 পত্নী (প্রথম পক্ষের সংসার)। [সং. সম্ + √ সৃ + অ]। ̃ ক্ষেত্র বি. কর্মজীবন। সংসার চালানো ক্রি. বি. ঘরকন্না করা বা দৈনন্দিন জীবন নির্বাহ করা। ̃ ত্যাগী (-গিন্) বিণ. বি. গার্হস্হ্য জীবন ত্যাগ করেছে এমন; বৈরাগী, সন্ন্যাসী। ̃ ধর্ম, সংসারাশ্রম বি. গার্হস্হ্যজীবন। সংসার পাতা ক্রি. বি. বিবাহ করে ঘরকন্না আরম্ভ করা। ̃ বন্ধন বি. মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ; গার্হস্হ্যজীবনের প্রতি টান। ̃ বাসনা বি. গার্হস্হ্য জীবন যাপনের ইচ্ছা; সংসার পাতার ইচ্ছা; পার্থিব ইচ্ছা। ̃ বৈরাগ্য বি. পার্থিব জীবন সম্পর্কে অনাসক্তি। ̃ যাত্রা বি. জীবনযাত্রা, পার্থিব জীবন; গার্হস্হ্য জীবন (সংসারযাত্রা নির্বাহ)। ̃ লীলা বি. পার্থিব জীবন; মানবজন্ম, জীবজন্ম। ̃ সমুদ্র বি. বিরাট ইহজীবন; বিশাল পার্থিব জীবন; পার্থিব জীবনরূপ সমুদ্র। ̃ স্রোত বি. সৃষ্টির জীবনপ্রবাহ; পার্থিব জীবনের ধারা। সংসারাশ্রম বি. 1 পার্থিব জীবন; 2 গৃহীজীবন, বিবাহিত জীবন। সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত। সংসারী (রিন্) বিণ. 1 গৃহী, গার্হস্হ্য জীবন যাপনকারী; 2 গার্হস্হ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ; 3 অত্যন্ত হিসাবি। ঘোর সংসারী পারিবারিকবৈষয়িক ব্যাপারে অত্যন্ত আসক্ত। 22)
সদ্য, সদঃ
(p. 803) sadya, sadḥ (-দ্যস্) অব্য. ক্রি-বিণ. 1 তত্ক্ষণে, তখনই; 2 এখনই, উপস্হিত সময়ে, সবে, এইমাত্র; 3 টাটকা। [সং. সমান + দ্যঃ (দ্যস্) বা অহন্ (নি.)]। ̃ সদ্য-তন বিণ. অল্পকাল আগে ঘটেছে এমন; সদ্য ঘটেছে এমন, recent (সদ্যতন ঘটনা)। ̃ পক্ব বিণ. 1 এইমাত্র রাঁধা হয়েছে এমন; 2 এইমাত্র পেকেছে এমন। সদ্যঃ পাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)। সদ্যঃপ্রসূত বিণ. এইমাত্র জন্মেছে এমন, সদ্যোজাত। সদ্য-সদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে। সদ্য-স্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন। স্ত্রী. সদ্য-স্নাতা। সদ্যো-জাগ্রত্ বিণ. এইমাত্র জেগেছে এমন। সদ্যো-জাত বিণ. সদ্যঃপ্রসূত। সদ্যো-জীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয় এমন, ক্ষণস্হায়ী ('জলবিম্ব যথা সদা সদ্যোজীবী': মধু.)। সদ্যো-মাংস বি. এইমাত্র বা তত্কালে নিহত পশুর মাংস। সদ্যো-মুক্ত বিণ. 1 মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত বা মোক্ষপ্রাপ্ত ('এখানে জন্মিবে যেই সদ্যোমুক্ত হবে সেই: ভা. চ.); 2 এইমাত্র মুক্তিপ্রাপ্ত। সদ্যো-মৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন। স্ত্রী. সদ্যো-মৃতা। 36)
সমীক্ষক
(p. 808) samīkṣaka বিণ. বি. সম্যক বিচারকারী বা পর্যালোচনাকারী; পরীক্ষক। [সং. সম্ + √ ঈক্ষ্ + অক]। 131)
সমানু-ভূতি
(p. 808) samānu-bhūti বি. 1 সমবেদনা, সহানুভূতি; 2 দরদ। [সং. সম্ + অনুভূতি]। 97)
স্বেচ্ছা
(p. 855) sbēcchā বি. নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা। [সং. স্ব + ইচ্ছা]। ̃ কৃত বিণ. নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (স্বেচ্ছাকৃত ত্যাগ)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজ ইচ্ছার বশবর্তী হয়ে। ̃ চার বি. নিজের খেয়ালখুশিতে করা কাজ, উচ্ছৃঙ্খলতা; স্বৈচাচার। ̃ চারী (-রিন্) বিণ. স্বেচ্ছাচারকারী। স্ত্রী. ̃ চারিণী। বিণ. ̃ চারিতা। ̃ ধীন বিণ. স্বীয় ইচ্ছার অধীন; স্বাধীন। ̃ নু-বর্তী (-র্তিন্) বিণ. স্বীয় ইচ্ছানুযায়ী কার্যকারী; স্বেচ্ছাচারী। স্ত্রী. ̃ নু-বর্তিনী। বি. ̃ নু-বর্তিতা। ̃ প্রণোদিত বিণ. নিজের ইচ্ছায় প্রবৃত্ত। ̃ মৃত্যু বি. নিজ ইচ্ছানুযায়ী মৃত্যু। ̃ ব্রতী, ̃ সেবক বি. স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বা বিনাবেতনে যে ব্যক্তি সেবা করে, volunteer. স্ত্রী. ̃ সেবিকা, ̃ সেবকা। 17)
সংবিধান
স্বাভাবিক
সংকট
(p. 792) saṅkaṭa বি. 1 কঠিন বিপদ বা সমস্যা (বিষম সংকটে পড়েছে); 2 অতি সংকীর্ণ পথ (গিরিসংকট)। বিণ. 1 বিপজ্জনক (সংকটাবস্হা); 2 সংকীর্ণ; 3 অভেদ্য; 4 নিবিড়। [সং. সম্ + √ কট্ + অ]। ̃ মোচন বি. বিপদ থেকে উদ্ধার। সংকটাপন্ন বিণ. বিপদগ্রস্ত। 15)
সর্পি
(p. 818) sarpi (-র্পিস্) বি. ঘৃত, হবি। [সং. √ সৃপ্ + ইস্]। 32)
সমক্ষ
সভ্য
(p. 808) sabhya বি. সভা বা সংঘের সদস্য। বিণ. 1 ভদ্র (সভ্য আচরণ, সভ্য জগত্); 2 শিষ্ট, মার্জিত, সুরুচিসম্পন্ন। [সং. সভা + য]। স্ত্রী. সভ্যা। ̃ তা বি. 1 ভদ্র আচরণ; 2 মার্জিত রুচি, মন ও প্রবৃত্তির উত্কর্ষ এবং তদনুযায়ী জীবনযাপন প্রণালী। ̃ তাভি-মানী (-নিন্) বিণ. ভদ্র ও মার্জিত বলে গর্বকারী। স্ত্রী. ̃ তাভি-মানিনী। ̃ পদ বি. কোনো সংস্হা প্রতিষ্ঠান বা দলের সদস্যতা। ̃ ভব্য বিণ. শিষ্টভদ্র। ̃ সমাজ বি. সমাজের শিষ্টমার্জিতরুচি সম্প্রদায়। 39)
সমুত্-সাদন
সক্তু
(p. 796) saktu বি. ছাতু। [সং. √ সচ্ + তু]। 71)
সাকল্য
(p. 823) sākalya বি. সমগ্রতা, সমষ্টি, মোট পরিমাণ বা সংখ্যা (সর্বসাকল্যে)। [সং. সকল + য]। 11)
সমুন্নয়, সমুন্নয়ন
(p. 814) samunnaẏa, samunnaẏana বি. 1 সম্যক উন্নত করা (গ্রাম-সমুন্নয়ন); 2 উত্ক্ষেপণ। [সং. সম্ + উদ্ + √ নী + অ, অন]। 28)
সাটিন
(p. 823) sāṭina বি. মিহি ও মসৃণ রেশমি কাপড়বিশেষ। [ইং. satin]। 46)
সংঘ
(p. 792) saṅgha বি. 1 দল, সমূহ (সংঘবদ্ধ); 2 সমিতি (সংঘের সদস্য); 3 বৌদ্ধ ভিক্ষুদের সমাজ (তু. 'সংঘং শরণং গচ্ছামি')। [সং. সম্ + √ হন্ + অ]। 51)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071111
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767653
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365050
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720662
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697399
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594201
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544123
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন