Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সৌসাদৃশ্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সৌসাদৃশ্য এর বাংলা অর্থ হলো -

(p. 846) sausādṛśya বি. উত্তম বা নিখুঁত সাদৃশ্য, চমত্কার বা সম্পূর্ণ মিল (দুই ভাইয়ের আকৃতিগত সৌসাদৃশ্য)।
[সং. সুসদৃশ + য]।
48)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সান্ত্বন, সান্ত্বনা
(p. 827) sāntbana, sāntbanā বি. আশ্বাস বা আশা দিয়ে শান্ত করা, প্রবোধধান; প্রবোধ। [সং. √ সান্ত্ব + অন + আ]। 3)
স্বীকার
সদন
(p. 801) sadana বি. 1 গৃহ, ভবন, আলয় (মহাজাতিসদন, বিচারসদন); 2 সমীপ, নিকট (রাজসদনে)। [সং. √ সদ্ + অন]। 52)
সাপত্ন2, সাপত্ন্য2
(p. 827) sāpatna2, sāpatnya2 বি. 1 শত্রু; 2 শত্রুতা। বিণ. শত্রুসম্বন্ধীয়। [সং. সপত্ন + অ, য]। 18)
সম্বল
(p. 815) sambala বি. 1 পাথেয়; 2 পুঁজি; 3 সংস্হান; 4 অবলম্বন (বাড়িটাই আমার শেষ সম্বল)। [সং. √ সম্ব্ (=গতি) + অল]। ̃ হীন বিণ. নিঃস্ব। স্ত্রী. ̃ হীনা। 28)
সন্দেহ
(p. 805) sandēha বি. 1 সংশয়, সত্যতানির্ণয়ে অনিশ্চয়তা (মনে সন্দেহ জন্মেছে); 2 অপরাধী বলে অনুমান (আপনি কাকে সন্দেহ করেন?)। [সং. সম্ + √ দিহ্ + অ]। ̃ জনক বিণ. সন্দেহ জন্মায় এমন, যাকে সন্দেহ করা যায় এমন। ̃ বাতিক বি. কারণে-অকারণে সন্দেহ করার বদভ্যাস। ̃ ভঞ্জন বি. সংশয়মোচন। সন্দেহাতীত বিণ. সন্দেহের বাইরে, সন্দেহ করা যায় না এমন। 9)
সম্ভাষা
(p. 816) sambhāṣā ক্রি. (কাব্যে) সম্ভাষণ করা (কেহ না সম্ভাষে)। [সং. সম্ + √ ভাষ্ + বাং. আ]। 10)
সর-বরাহ
(p. 817) sara-barāha বি. জোগান। [ফা.]। ̃ কারী বিণ. জোগানদার। 28)
সংসার
(p. 796) saṃsāra বি. 1 জগত্, পৃথিবী ('বৃথা জন্ম এ সংসারে'); 2 ইহলোক, মর্তলোক (সংসারলীলা); 3 গার্হস্হ্যজীবন (সংসারাশ্রম); 4 পরিবার, ঘরকন্না (সংসারের দাবি, সংসার চালানো); 5 মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ (সংসারবৈরাগ্য); 6 (বাং.) বিবাহ (কর্তার দুই সংসার); 7 পত্নী (প্রথম পক্ষের সংসার)। [সং. সম্ + √ সৃ + অ]। ̃ ক্ষেত্র বি. কর্মজীবন। সংসার চালানো ক্রি. বি. ঘরকন্না করা বা দৈনন্দিন জীবন নির্বাহ করা। ̃ ত্যাগী (-গিন্) বিণ. বি. গার্হস্হ্য জীবন ত্যাগ করেছে এমন; বৈরাগী, সন্ন্যাসী। ̃ ধর্ম, সংসারাশ্রম বি. গার্হস্হ্যজীবন। সংসার পাতা ক্রি. বি. বিবাহ করে ঘরকন্না আরম্ভ করা। ̃ বন্ধন বি. মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ; গার্হস্হ্যজীবনের প্রতি টান। ̃ বাসনা বি. গার্হস্হ্য জীবন যাপনের ইচ্ছা; সংসার পাতার ইচ্ছা; পার্থিব ইচ্ছা। ̃ বৈরাগ্য বি. পার্থিব জীবন সম্পর্কে অনাসক্তি। ̃ যাত্রা বি. জীবনযাত্রা, পার্থিব জীবন; গার্হস্হ্য জীবন (সংসারযাত্রা নির্বাহ)। ̃ লীলা বি. পার্থিব জীবন; মানবজন্ম, জীবজন্ম। ̃ সমুদ্র বি. বিরাট ইহজীবন; বিশাল পার্থিব জীবন; পার্থিব জীবনরূপ সমুদ্র। ̃ স্রোত বি. সৃষ্টির জীবনপ্রবাহ; পার্থিব জীবনের ধারা। সংসারাশ্রম বি. 1 পার্থিব জীবন; 2 গৃহীজীবন, বিবাহিত জীবন। সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত। সংসারী (রিন্) বিণ. 1 গৃহী, গার্হস্হ্য জীবন যাপনকারী; 2 গার্হস্হ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ; 3 অত্যন্ত হিসাবি। ঘোর সংসারী পারিবারিকবৈষয়িক ব্যাপারে অত্যন্ত আসক্ত। 22)
সাধারণ
(p. 823) sādhāraṇa বিণ. 1 বিশিষ্টতাবর্জিত, গতানুগতিক (সাধারণ ব্যাপার); 2 সর্বজনীন (সাধারণ পাঠাগার); 3 নির্বিশেষ, সকলের (সাধারণ সভা); 4 সর্বত্র বা সর্বজনের মধ্যে বর্তমান (সাধারণ ধর্ম); 5 সকল, সমস্ত, সমূহ, নির্বিশেষ (জনসাধারণ); 6 সামান্য, তুচ্ছ, নগণ্য (সাধারণ ত্রুটি)। বি. সমস্ত নরনারী (সাধারণের জন্য)। [সং. সহ + আধারণ (=অবলম্বন)]। বিণ. স্ত্রী. সাধারণী। বি. ̃ ত্ব। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. সচরাচর, প্রায়ই। ̃ তন্ত্র বি. রাষ্ট্রের জনগণের নির্বাচিত প্রতিনিধিদ্বারা রাষ্ট্রশাসন-ব্যবস্হা বা ওই ব্যবস্হাযুক্ত রাষ্ট্র, republic. ̃ ধর্ম বি. 1 সকল বর্ণ ও ধর্মের নরনারীর পালনীয় কর্তব্য; 2 যে গুণ বর্গের অন্তর্গত সকলের মধ্যে বিদ্যমান (ক্ষয় পদার্থের সাধারণ ধর্ম)। সাধারণ্য বি. 1 সাধারণের ধর্ম; 2 সাধারণের সমবায়; 3 জনসাধারণ (সাধারণ্যে আদৃত বা প্রচারিত)। 75)
সম্পোষ্য
(p. 815) sampōṣya বিণ. প্রতিপালনের উপযোগী, পোষ্য। [সং. সম্ + পোষ্য]। 15)
সহস্র
সহ-কার
(p. 820) saha-kāra বি. 1 (অতিসৌরভযুক্ত) আমগাছ; 2 আমের পল্লব। [সং. সহ (=যুগপত্) √ কৃ + অ]। ̃ শাখা বি. আম্রপল্লব; আমগাছের কচি ডাল। 35)
সিভিল সার্জন
(p. 834) sibhila sārjana বি. জেলার প্রধান সরকারি চিকিত্সক। [ইং. civil surgeon]। 19)
সারঙ্গী2, সারেঙ্গি
(p. 830) sāraṅgī2, sārēṅgi বি. ছড় দিয়ে বাজাতে হয় এমন বেহালাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, সারিন্দা। [সং. √ সৃ + অঙ্গ, + ঈ]। সারঙ্গী3 বি. সারঙ্গবাদক। 8)
সংযম
সমা-লোচক
(p. 808) samā-lōcaka বি. বিণ. 1 দোষ গুণের সম্যক বিচার করে এমন; 2 সাহিত্যশিল্পকর্মাদির বিবরণসহ যথোপযুক্ত বিচারকারী, critic; 3 (বাং.) দোষ ধরে এমন। [সং. সম্ + আলোচক]। স্ত্রী. সমা-লোচিকা। 113)
সজাগ
(p. 796) sajāga বিণ. 1 জাগ্রত্, জেগে আছে এমন; 2 সতর্ক (সজাগ চিত্তবৃত্তি, নিজের স্বার্থ সম্বন্ধে সজাগ); 3 সচেতন; 4 একটুতেই যা থেকে জেগে ওঠে এমন (সজাগ ঘুম)। [সং. সজাগর]। 116)
সরিত্
(p. 818) sarit বি. (স্ত্রী.) নদী। [সং. √ সৃ + ইত্]। 10)
সমা-পতন
(p. 808) samā-patana বি. আকস্মিকভাবে একাধিক ঘটনার যুগপত্ সংঘটন, coincidence. [সং. সম্ + আ + √ পত্ + অন]। 99)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070983
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767616
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364998
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720643
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697375
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594184
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544048
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542038

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন