Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হিন্তাল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হিন্তাল এর বাংলা অর্থ হলো -

(p. 869) hintāla বি. হেঁতালগাছ, তালজাতীয় গাছবিশেষ।
[সং. হীন্তাল]।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হন্তা
(p. 858) hantā (ন্তৃ) বিণ. হত্যাকারী। [সং. √ হন্ + তৃ]। স্ত্রী. হন্ত্রী। ̃ রক বি. বিণ. 1 হত্যাকারী; 2 অন্তরায়। 49)
হুপ
হিল্লে
হিজি-বিজি
হামলা1
(p. 867) hāmalā1 বি. ক্রি. 1 আক্রমণ; চড়াও হয়ে মারপিট বা চড়াও হওয়া ('হামলে পড়ল তার উপর তিনটে ভালুক': শ. ঘো.); 2 দাঙ্গা। [আ. হম্লা়]। 11)
হাবশি, (বর্জি.) হাবশী
হলাহল
(p. 860) halāhala বি. দেবাসুরকর্তৃক সমুদ্রমন্হনে উত্থিত তীব্র বিষ, কালকূট। [সং. হল্ + আ + √ হল্ + অ]।
হব-চন্দ্র, হবু-চন্দ্র
হরঘড়ি
(p. 860) haraghaḍ়i দ্র হর2। 18)
হালি2
(p. 867) hāli2 বি. যে ব্যক্তি নৌকার হাল ধরে, মাঝি। [বাং. হাল2 + ই]। 57)
হাসনু-হানা, হাসুনো-হানা
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠেউচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালেশবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণুশিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
হুমকি
হোমিয়ো-প্যাথি
হিম
(p. 869) hima বি. 1 শীতঋতু (হিমাগম); 2 তুষার (হিমপাত); 3 শীতল স্পর্শ, শৈত্য (হিমে টেকা দায়); 4 শিশির। বিণ. শীতল, ঠাণ়্ডা (হিমবাত)। [সং. হিম + অ]। ̃ কর বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। ̃ গিরি, ̃ বান (-বত্), ̃ শৈল বি. (সর্বদা তুষারাবৃত থাকে বলে) ভারতের উত্তর সীমানায় অবস্হিত জগদ্বিখ্যাত পর্বতশ্রেণী, হিমালয়। ̃ পাত বি. তুষারপতন। ̃ বাহ বি. পর্বতগাত্র বেয়ে নিম্নদিকে ধীরে প্রবহমাণ তুষারস্রোত, glacier (বি. প.); তুষার-ঝটিকা। ̃ মণ্ডল বি. দুই মেরুর সন্নিহিত ক্ষীণতম সূর্যালোকবিশিষ্ট ভূভাগ, frigid zone (বি. প.)। ̃ রেখা বি. পর্বতাদির যে রেখার উপরিস্হিত অংশ সর্বদা তুষারাবৃত থাকে, snow-line (বি. প.)। ̃ শিম বি. অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হওয়ার ভাব, হয়রান অবস্হা (হিমশিম খাওয়া)। ̃ শিলা বি. তুষার, করকা। ̃ শীতল বিণ. তুষারের মতো ঠাণ্ডা। ̃ সাগর বি. 1 তুষার সমুদ্র; 2 (আল.) প্রবল শৈত্য; 3 এক জাতের উত্কৃষ্ট আম; 4 মাথা ঠাণ্ডা রাখে এমন কবিরাজি তেলবিশেষ। হিমাংশু বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। হিমাগম বি. হেমন্তকাল; শীতঋতু। হিমাঙ্গ বিণ. তাপশূন্য দেহযুক্ত। বি. তাপহীন বা প্রাণহীন দেহ। হিমাচল বি. 1 হিমালয় পর্বত; 2 পাঞ্জাবের উত্তরপূর্বস্হ প্রদেশ। হিমাদ্রি বি. হিমালয়-পর্বতশ্রেণি। হিমানি বি. তুষারপুঞ্জ, বরফ। হিমালয় দ্র হিমগিরি। হিমালয়নন্দিনী বি. দুর্গাদেবী। হিমেল বিণ. হিমশীতল; অত্যন্ত ঠাণ্ডা (হিমেল হাওয়া)। 29)
হাট
(p. 862) hāṭa বি. 1 প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); 2 (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. 1 হাটে দ্রব্যাদি খরিদ করা; 2 (আল.) গোলমাল করা; 3 প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); 4 বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. 1 হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; 2 হাট স্হাপিত হওয়া; 3 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 4 অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. 1 হাট স্হাপিত করা; 2 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 3 গোলমাল বা হইচই করা। ̃ বাজার বি. হাট বা বাজার; কেনাকাটা। ̃ বার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে। ̃ হদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর। হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা। বিণ. 1 হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা); 2 হাটে ক্রয়বিক্রয়কারী (হাটুরে লোক)। 74)
হাফ
হার্দ্য
(p. 867) hārdya দ্র হার্দ। 46)
হাব
(p. 865) hāba বি. রমণীয় লাস্য বা বিলাসভঙ্গি। [সং. √ হ্বে + অ]। ̃ ভাব বি. 1 ছলাকলা; 2 চালচলন। 29)
হুজ্জত
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070819
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767559
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364855
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720614
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697354
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594158
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543972
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542025

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন