Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(জ্ঞান দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগভীর
(p. 6) agabhīra বিণ. 1 গভীর নয় এমন; 2 অল্প গভীর; 3 (জ্ঞানবিদ্যাদি সম্পর্কে) ভাসাভাসা, সামান্য (শাস্ত্রাদিতে তাঁর জ্ঞান বড়ই অগভীর)। [সং. ন+গভীর]। অগভীর জলে শফরী ফরফরায়তে অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেডায়; (আল.) অল্পবিদ্যার অধিকারীরাই বিদ্যা বেশি জাহির করে। 17)
উন্মেষ, উন্মেষণ
(p. 130) unmēṣa, unmēṣaṇa বি. 1 চোখ মেলা, উন্মীলন; 2 উদ্রেক; সঞ্চার; 3 উদ্ভব; প্রকাশ (জ্ঞানের উন্মেষ, সভ্যতার উন্মেষ, চেতনার উন্মেষ)। [সং. উদ্ + √ মিষ্ + অ, অন]। উন্মেষিত, উন্মিষিত বিণ. উন্মেষ করা হয়েছে এমন; বিকশিত, উন্মীলিত। 25)
গরিমা
(p. 242) garimā (-মন্) বি. 1 গৌরব, মাহাত্ম্য (জ্ঞানে গরিমায় প্রাচীন ভারতের অগ্রগতি); 2 গর্ব, অহংকার; 3 গুরুত্ব। [সং. গুরু + ইমন্]। 31)
গোষ্ঠী
(p. 261) gōṣṭhī বি. 1 পরিবার; 2 জ্ঞাতি (জ্ঞাতিগোষ্ঠী); 3 বংশ, কূল ; 4 দল (শিষ্যগোষ্ঠী, গোষ্ঠীদ্বন্দ্ব); 5 বৈঠক, সভা। [সং. গোষ্ঠ + ঈ]। ̃ পতি বি. 1 বংশ পরিবার বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি ; 2 দলপতি; 3 সভাপতি। ̃ বদ্ধ বিণ. 1 গোষ্ঠীর মধ্যে আবদ্ধ; 2 গোষ্ঠীর নিয়মে চলে এমন (গোষ্ঠীবদ্ধ জীবন)। ̃ বর্গ বি. পরিজন ও জ্ঞাতিগণ। ̃ ভুক্ত বিণ. গোষ্ঠীর অন্তর্গত। 13)
জ্ঞাতব্য
(p. 331) jñātabya বিণ. জানবার যোগ্য, জানা উচিত বা জানতে হবে এমন (জ্ঞাতব্য তথ্য)। [সং. √ জ্ঞা + তব্য]। 9)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
তৃষা, তৃষ্ণা
(p. 375) tṛṣā, tṛṣṇā বি. 1 পিপাসা; 2 (ভোগ করার বা লাভ করার) প্রবল ইচ্ছা, আকাঙ্ক্ষা (জ্ঞানতৃষ্ণা, বিষয়তৃষ্ণা)। [সং. √ তৃষ্ + ক্বিপ্ + আ, √তৃষ্ + ন + আ]। ̃ তুর, ̃ র্ত বিণ. পিপাসায় কাতর ('তৃষ্ণাতুর পাখিসম': রবীন্দ্র)। স্ত্রী. ̃ তুরা, ̃ র্তা। ̃ লু বিণ. তৃষ্ণার্ত, তৃষ্ণাযুক্ত। তৃষিত বিণ. পিপাসাযুক্ত। স্ত্রী. তৃষিতা। 249)
ধ্বংস
(p. 441) dhbaṃsa বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতন ও বিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ̃ ক বিণ. ধ্বংসকারী। ̃ ন, ̃ সাধন বি. ধ্বংস করা। ̃ নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ̃ প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ̃ মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ̃ লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান। 17)
পিপাসা
(p. 522) pipāsā বি. 1 তৃষ্ণা, পানের ইচ্ছা; 2 (আল.) প্রবল আকাঙ্ক্ষা (জ্ঞানপিপাসা)। [সং. √ পা + সন্ + অ + আ]। পিপাসিত, পিপাসী (-সিন্) বিণ. পিপাসাযুক্ত; লোলুপ। স্ত্রী. পিপাসিতা, পিপাসিনী। পিপাসু বিণ. পান করতে ইচ্ছুক। 2)
পীঠ
(p. 523) pīṭha বি. 1 বেদি; 2 (প্রধানত দেবদেবীর) আসন বা অধিষ্ঠানক্ষেত্র, প্রধান তীর্থ (পীঠস্হান); 3 সুদর্শনচক্রে খণ্ডবিখণ্ড সতীর দেহ যে যে স্হানে পড়েছিল (একান্ন পীঠ); 4 প্রতিষ্ঠান, সাধনার ক্ষেত্র (জ্ঞানপীঠ, বিদ্যাপীঠ); 5 পিঁড়ি বা আসন (পাদপীঠ)। [সং. √ পিঠ্ + অ]। ̃ স্হান বি. 1 একান্ন পীঠ-এর অন্যতম; 2 সুপ্রাচীন দেবস্হান বা দেবমন্দির। 2)
বৃদ্ধ
(p. 633) bṛddha বিণ. 1 বুড়ো, বয়োজ্যেষ্ঠ (বৃদ্ধ লোক); 2 প্রবীণ (জ্ঞানবৃদ্ধ); 3 প্রাচীন, পুরাতন (বৃদ্ধ বট); 4 বৃদ্ধিযুক্ত (প্রবৃদ্ধ)। বি. বুড়ো লোক, অধিকবয়স্ক ব্যক্তি (বৃদ্ধাশ্রম)। [সং. √ বৃদ্ + ত]। স্ত্রী. বৃদ্ধা। ̃ ত্ব বি. বৃদ্ধের ভাব বা অবস্হা, বার্ধক্য। ̃ প্রপিতা-মহ বি. প্রপিতামহের পিতা, পিতার প্রপিতামহ। স্ত্রী. ̃ প্রপিতা-মহী। ̃ প্রমাতা-মহ বি. প্রমাতামহের পিতা। স্ত্রী. ̃ প্রমাতা-মহী। বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ বি. বুড়ো আঙুল, অঙ্গুষ্ঠ। 68)
বৃদ্ধি
(p. 633) bṛddhi বি. 1 বাড়, পুষ্টি (গাছের বৃদ্ধি); 2 আধিক্য (হ্রাসবৃদ্ধি); 3 প্রসার (জ্ঞানের বৃদ্ধি); 4 উন্নতি (বৃদ্ধিকাল); 5 অভ্যুদয়; 6 সুদ (বৃদ্ধিজীবী)। [সং. √ বৃধ্ + তি]। ̃ জীবী (-বিন্) বিণ. বি. সুদখোর; কুসীদজীবী। ̃ প্রাপ্ত বিণ. বেড়েছে বা আধিক্যযুক্ত হয়েছে এমন; বর্ধিত। ̃ শ্রাদ্ধ বি. আভ্যুদয়িক শ্রাদ্ধ। 69)
সমন্বয়
(p. 808) samanbaẏa বি. 1 সংগতি, সামঞ্জস্য (জ্ঞান ও কর্মের সমন্বয়); 2 অবিরোধ, মিলন (বিভিন্ন বিভাগের বা কর্মপ্রচেষ্টার সমন্বয়)। [সং. সম্ + অন্বয়]। সমন্বিত বিণ. 1 যুক্ত, বিশিষ্ট; 2 সমন্বয়যুক্ত, অবিরুদ্ধ। স্ত্রী. সমন্বিতা। 54)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070820
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767561
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364857
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720614
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697354
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594158
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543975
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542025

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন